আজ ২৫ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
Comment
আজ ২৫ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে |
২৫ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৫তম (অধিবর্ষে ১১৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৫০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
১৯১৫ – ইতিহাসের এই দিনে গ্যালিপলির যুদ্ধ শুরু হয়। গ্যালিপলি ক্যাম্পেইন ছিল প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে গ্যালিপলি উপদ্বীপে একটি যৌথ আক্রমণ যেটি গ্যালিপলির যুদ্ধ নামেও পরিচিত। ক্যাম্পেইনটি ২৫ এপ্রিল, ১৯১৫ থেকে শুরু করে ৯ ফেব্রুয়ারি, ১৯১৬ পর্যন্ত চলমান ছিল।
১৮৫৯ – ইতিহাসের এই দিনে সুয়েজ খাল খনন শুরু হয়। সুয়েজ খাল মিসরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
১৯০১ – ইতিহাসের এই দিনে যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসাবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়।
জন্ম
১৮৪৮ - টম আর্মিটেজ, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯২২)
১৮৭২ - চার্লস বার্জেস ফ্রাই, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৫৬)
১৮৭৪ - গুলিয়েলমো মার্কোনি, ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী। (মৃ. ১৯৩৭)
১৮৮৬ - চার্লস কেলেওয়ে, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৪৪)
১৯০০ - ভোল্ফগাং পাউলি, অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৫৮)
১৯২৭ - অ্যালবার্ট উদেরজো, ফরাসি কমিক বই লেখক।
১৯৩০ - রয় মার্শাল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৯২)
১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৪৬ - তালিয়া শায়ার, মার্কিন অভিনেত্রী।
১৯৫৯ - অমিত চাকমা, বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ।
১৯৬৪ - জেমি সিডন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট কোচ।
১৯৬৯ - রানে জেলওয়েগার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৮০ - ব্রুস মার্টিন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯৯০ - অ্যান্ড্রু পয়েন্টার, আইরিশ ক্রিকেটার।
মৃত্যু
১৭৭৪ - অ্যান্ডার্স সেলসিয়াস, সুয়েডীয় জ্যোতির্বিদ। (জ. ১৭০১)
১৯৭৩ - বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ. ১৯০৯)
১৯৭৫ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক। (জ. ১৯০৪)
১৯৯৫ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (জ. ১৯১১)
২০০৭ - লেস জ্যাকসন, (জ. ১৯২১)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৫ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন