আজ ২৬ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
Comment
আজ ২৬ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে |
২৬ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৭তম দিন। বছর শেষ হতে আরো ৩০৮ (অধিবর্ষে ৩০৯) দিন বাকি রয়েছে।
ঘটনা
১৭৯৭ – ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।
১৮৪৮ – দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।
১৮৭০ – নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।
১৮৭১ – ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
১৯৫২ – যুক্তরাজ্য পারমাণবিক বোমা তৈরির ঘোষণা দেয়।
জন্ম
১৮০২ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।
১৯০৮ - লীলা মজুমদার, বাঙালি সাহিত্যিক।
১৯০৯ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডান|জর্ডানের]] দ্বিতীয় বাদশাহ।
১৯৩৬ - নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা ৷
১৯৭৩ - ওলে গানার সলশেয়ার, একজন নরওয়েজীয় ফুটবলার।
১৯৮২ - লি না, চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ী।
মৃত্যু
১৯৬৬ – বিনায়ক ইতিহাসের এই দিনে দামোদর সাভারকর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতা।
২০০৫ – অভিজিৎ রায়, বাংলাদেশি লেখক ও ব্লগার। তিনি বাংলাদেশের মুক্তচিন্তার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। একুশে বইমেলা থেকে বের হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে আহত করে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৬ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন