আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
আজ ২৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৭তম (অধিবর্ষে ১১৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৮ দিন বাকি রয়েছে।


ঘটনাবলি:
১০৬৪ - আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন।
১৫২৬ - বাবর দিল্লীর বাদশাহ হন এবং মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৫৬৫ - ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ “সেবু” স্থাপিত হয়।
১৬৬৭ - অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
১৯০৮ - লন্ডনে আধুনিক যুগের অলিম্পিকের চতুর্থ আসরের পর্দা ওঠে।
১৯৫০ - ব্রিটেন ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
১৯৬০ - টোগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।
১৯৬১ - পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭২ - অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
১৯৭৭ - আফগানিস্তানে জেনারেল আব্দুল কাদের এক অভ্যুত্থানের মাধ্যমে ততকালীন প্রেসিডেন্ট দাউদ খানকে হত্যা করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নুর মোহাম্মদ তারাকিকে ক্ষমতায় বসান।
১৯৮৯ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।
১৯৯২ - রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়।
২০১০ - বাংলাদেশী স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

জন্ম
১৭৩৭ - এডওয়ার্ড গিবন, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
১৭৫৯ - মেরি ওলস্টোনক্র্যাফ্ট, তিনি ছিলেন অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
১৭৯১ - স্যামুয়েল মোর্স, তিনি ছিলেন মার্কিন উদ্ভাবক।
১৮২০ - হার্বার্ট স্পেনসার, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক।
১৮২২ - ইউলিসিস এস. গ্রান্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
১৯৩২ - ক্যাসি কাশেম, তিনি ছিলেন আমেরিকান ডীজেয়, সঙ্গীত ইতিহাসবিদ, রেডিও কীর্তি ও ভয়েস অভিনেতা।
১৯৩৫ - থিওডোরোস আঙ্গেলোপউলোস, তিনি ছিলেন গ্রিক পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৩৬ - স্যার ফজলে হাসান আবেদ, তিনি কেসিএমজি একজন বাংলাদেশী সমাজকর্মী ও বিশ্বের বৃহত্তম বেসরকারী সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
১৯৩৬ - পাকিস্তানের টেস্ট ক্রিকেটার খালিদ ওয়াজির। তিনি দেশের হয়ে দু’টি টেস্ট খেলেন।
১৯৪১ - মো. ফেথুল্লাহ গিউলেন, তিনি তুর্কি ধর্মপ্রচারক, লেখক, শিক্ষক ও মুসলিম চিন্তাবিদ।
১৯৫৪ - ফ্রাঙ্ক বাইনিমারামা, তিনি ফিজিও কমান্ডার, রাজনীতিবিদ ও ৮ম প্রধানমন্ত্রী।
১৯৭৬ - ওয়াল্টার পান্ডিয়ানি, তিনি উরুগুয়ের ফুটবলার।
১৯৮০ - সয়বিলে বামের, তিনি অস্ট্রীয় টেনিস খেলোয়াড়।
১৯৮৬ - দিনারা মুবিনোভনা সাফিনা, তিনি রাশিয়ান টেনিস খেলোয়াড়।
১৯৮৯ - লার্স বেন্ডের, তিনি জার্মান ফুটবলার।
১৯৮৯ - সেভেন বেন্ডের, তিনি জার্মান ফুটবলার।
১৯৯০ - মার্টিন কেলি, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৯১ - ইসহাক কুয়েন্কা, তিনি স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু:
১৫২১ - ফার্ডিনান্ড ম্যাগেলান, তিনি ছিলেন পর্তুগিজ নাবিক ও নৌপথে পৃথিবী ভ্রমণকারী প্রথম ব্যাক্তি।
১৮৮২ - রালফ ওয়ালদু এমারসন, তিনি ছিলেন বিখ্যাত মার্কিন লেখক ও চিন্তাবিদ।
১৯১৫ - আলেকজান্ডার সচরিয়াবিন, তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৯৩২ - হার্ট ক্রেন, তিনি ছিলেন আমেরিকান কবি।
১৯৩৬ - কার্ল পিয়ারসন, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও শিক্ষাবিদ।
১৯৩৭ - আন্তোনিও গ্র্যামস্কির, তিনি ছিলেন ইতালীয় সমাজবিজ্ঞানী, ভাষাবিদ ও রাজনীতিবিদ।
১৯৬২ - এ. কে. ফজলুল হক, তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ।
১৯৭২ - কোয়ামে নক্রুমা, তিনি ছিলেন ঘানা রাষ্ট্রপতি।
১৯৭৩ - জিম সিমস, তিনি ছিলেন ক্যারিয়ারে চারটি টেস্ট ম্যাচ খেলা ইংল্যান্ডের স্পিনার।
১৮৮২ - রালফ ওয়াল্ডো এমারসন, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক, কবি ও শিক্ষাবিদ।
২০০৯ - ফিরোজ খান, তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
২০১৪ - ভুজাডিন বসকোভ, তিনি ছিলেন সার্বীয় ফুটবলার, কোচ ও ম্যানেজার।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৭ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel