আজ ২৯ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
Comment
আজ ২৯ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে |
২৯ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৯তম (অধিবর্ষে ১২০তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
১৬৮২ - পিটার দ্য গ্রেইট মাত্র দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
১৯৩৯ - দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৫ - ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পন করে।
১৯৫৪ - তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
১৯৯৭ - বৃটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
১৯৯১ - BOB 01 বাংলাদেশের দক্ষিণপূর্বে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিমি/ঘন্টা বেগে আঘাত করে।
জন্ম
১৮৫৪ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
১৯৩৬ - আলেহানদ্রা পিসারনিক, হচ্ছেন আর্জেন্টিনার একজন কবি।
১৯৪৮ - আইনুন নিশাত, বাংলাদেশী ইমেরিটাস অধ্যাপক, এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।
মৃত্যু
১৯৮০ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক ছিলেন।
১৯৯২ - গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯৯৬ - আবেদ হোসেন খান, একজন বাংলাদেশী উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।
২০০৫ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
২০০৬ - জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৯ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন