আজ ৩০ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
Comment
আজ ৩০ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে |
৩০ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৯তম (অধিবর্ষে ৯০তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী:
১১৮০ - আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।
১২৮২ - সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।
১৮১২ - কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।
১৮৬৭ - রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।
১৯৩০ - চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ - শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।
১৯৮১ - ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনের বাইরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন।
১৯৯২ - সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।
১৯৯৬ - বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।
জন্ম:
১৮৪৪ - ফরাসি কবি পল ভেরলেনের জন্মগ্রহণ করেন।
১৮৫৩ - ওলন্দাজ চিত্রশিল্পী ভ্যান গগের জন্মগ্রহণ করেন।
১৮৭০ - ‘বসুমতী’র সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্মগ্রহণ করেন।
১৮৯৯ - সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মগ্রহণ করেন।
১৯১৯ - কবি সিকান্দার আবু জাফরের জন্মগ্রহণ করেন।
১৮৯১ - যুক্তরাষ্ট্রের প্রকৌশলী এবং যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন।
১৭৪৬ - ফ্রান্সিস্কো গোয়া, স্প্যানিশ চিত্রকর (মৃত্যু: ১৮২৮)।
১৮৭৪ - নিকোলাই রদেস্কু, রোমানিয়ান সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ (মৃত্যু: ১৯৫৩)।
১৯৭৯ - নোরা জোন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ্ (jazz) সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী।
১৯৮৬ - সার্জিও র্যামোস, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু:
১৯৪৮ - ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান তাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা স্যাইয়েদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি ইন্তেকাল করেন।
১৯৫৭ - শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।
১৯৬৫ - কথাশিল্পী সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।
২০০৫ - ফ্রেড কোরমাতসু, জাপানী বংশদ্ভূত মার্কিন এক্টিভিস্ট (জন্ম: ১৯১৯)।
২০১৩ - ড্যানিয়েল হফম্যান, মার্কিন কবি ও শিক্ষাবিদ (জন্ম: ১৯২৩)।
দিবস
ভূমি দিবস - প্যালেস্টাইন / ইসরাঈল
বিশ্ব চিকিৎসক দিবস
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ৩০ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন