
আজ ০৪ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
Comment
![]() |
আজ ০৪ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে |
৪ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৪তম (অধিবর্ষে ৯৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৭১ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
Baca Juga
১৯৪৯ - ন্যাটো প্রতিষ্ঠিত
১৯৬০ – ইতিহাসের এই দিনে সেনেগাল স্বাধীনতা লাভ করে। সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ। এর রাজধানীর নাম ডাকার। সেনেগাল নদী থেকে দেশটির নামকরণ করা হয়।
১৯৬৮ – ইতিহাসের এই দিনে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন।
১৯৭২ - বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান
১৯৭৯ - পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টো এর ফাসি হয়। তিনি পাকিস্তান পিপলস্ পার্টির প্রধান ছিলেন। হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৯৭৯ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে।
জন্ম
১৯৩২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৯২)
১৯৬০ - হুগো ওয়েভিং, নাইজেরীয়-অস্ট্রেলীয় অভিনেতা।
১৯৬৫ - রবার্ট ডাউনি জুনিয়র, মার্কিন অভিনেতা।
১৯৭৯ - হিথ লেজার, অস্ট্রেলীয় অভিনেতা। (মৃ. ২০০৮)
১৯৮৭ - সামি খেদিরা, জার্মান ফুটবলার।
১৯৮৯ - স্টিভেন ফিন, ইংরেজ ক্রিকেটার।
মৃত্যু
১৯৩২ - উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী (১৯০৯) জার্মান রসায়নবিদ। (জ. ১৮৫৩)
১৯৩৯ - গাজি বিন ফয়সাল, ইরাকের দ্বিতীয় বাদশাহ। (জ. ১৯১২)
১৯৪০ - অমূল্যচরণ বিদ্যাভূষণ, বাঙালি সম্পাদক, শিক্ষক ও পন্ডিত ব্যাক্তিত্ব। (জ. ১৮৭৭)
১৯৭১ - যোগেশচন্দ্র ঘোষ, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ। তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা। (জ. ১৮৭৭)
১৯৮৩ - গ্লোরিয়া সোয়ানসন, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রযোজক। (জ. ১৮৯৯)
১৯৯০ - মোহাম্মদ জাকারিয়া, বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক। (জ. ১৯২৩)
২০১৩ - রজার ইবার্ট, মার্কিন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার। (জ. ১৯৪২)
পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৪ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন