আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫তম দিন। বছর শেষ হতে আরো ৩৩০ (অধিবর্ষে ৩৩১) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
৬৩৪ - দাসিনের যুদ্ধ: মুসলিমরা গাজার নিকটে বাইজেন্টাইনদের পরাজিত করে।
১৭৮৯ - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৭৯৪ - ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত করে। ১৮০২ সালে ফরাসি ওয়েস্ট ইন্ডিজে তা পুনরায় চালু হয়।
১৮০১ - জন মার্শাল যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
১৯২২ - বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার "স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস"-এর দ্বারোদ্‌ঘাটন করেন।
১৯৪৮ - সিংহল (পরবর্তীতে শ্রীলংকা নামকরণ হয়) স্বাধীন হয়।
১৯৪৯ - নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
১৯৫২ - রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।
১৯৬৯ - ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েল।
২০০৪ - সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।

জন্ম
১৮৭১ - ফ্রেডরিক এবের্ট‌, জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ, জার্মানির প্রথম রাষ্ট্রপতি (মৃত্যু. ১৯২৫)
১৮৯১ - এম. এ. আয়েঙ্গার, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, লোকসভার ২য় স্পিকার (মৃত্যু. ১৯৭৮)
১৯০২ - চার্লস লিন্ডবার্গ, আমেরিকান পাইলট ও অভিযাত্রী (মৃত্যু. ১৯৭৪)
১৯১৭ - ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
১৯২১ - লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৪৩ - কেন টম্পসন, কম্পিউটার বিজ্ঞানের প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব।
১৯৩৬ - ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি।
১৯৪৩ - কেন থম্পসন, আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও প্রোগ্রামার, বি প্রোগ্রামিং ভাষার সহ-স্থপতি।
১৯৭৪ - ঊর্মিলা মাতন্ডকর, ভারতীয় অভিনেত্রী।
১৯৮৬ - মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু
২১১ - সেপ্টিমিয়াস সেভেরাস, রোমান সম্রাট (জন্ম. ১৪৫)
৭০৮ - পোপ সিসিন্নিয়াস (জন্ম. ৬৫০)
১৮৭১ - ইমাম শামিল (জন্ম.১৭৯৭) ককেশাস প্রতিরোধ আন্দোলনের মহান নেতা।
১৯১২ - মনমোহন বসু, বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক।
১৯৩৯ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৭৪ - সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), বাঙালি পদার্থবিদ।
১৯৮৩ - ক্যারেন কার্পে‌ন্টার, আমেরিকান গায়ক ও ড্রামার (জন্ম. ১৯৫০)
১৯৯০ - মৈত্রেয়ী দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯৯৮ - রবি ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।
২০০০ - কার্ল আলবার্ট, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৫৪তম স্পিকার (জন্ম. ১৯০৮)
২০০৮ - স্টিফেন মেলের, পোলিশ রাজনীতিবিদ, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী (জন্ম. ১৯৪২)
1958 - Basanti Basak amar ma.

বিশ্ব ক্যান্সার দিবস


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৪ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel