আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০৫ মে: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৫ মে: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৫ মে: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৫ মে: ইতিহাসের আজকের এই দিনে 
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৫তম (অধিবর্ষে ১২৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৪০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।
১৭৮৯ - ফরাসী বিপ্লব শুরু হয়।
১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
১৯৩০ - ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
১৯৬১ - প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০১৩ - ঢাকায় মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি গনসমাবেশ এবং আন্দোলন সংঘটিত হয় এবং সরকার কর্তৃক পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বিত বাহিনী দ্বারা অপারেশন সিকিউর শাপলা অভিজান চালিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়।

জন্ম
১৮১৩ - সারেন কিয়েরকেগর ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক।
১৮১৮ - কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্‌সবাদের প্রবক্তা।
১৮৪৬ - নোবেলজয়ী (১৯০৫) পোলিশ কথাশিল্পী হেনরিক সিয়েনকিয়েভিচ।
১৮৫০ - বিশ্ববিখ্যাত ফরাসি ছোটগল্পকার গি. দ্য. মোপাসাঁ।
১৮৮৮ - বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
১৮৯৬ - ভারতের স্বাধীনতা সংগ্রামী ভি কে কৃষ্ণমেনন।
১৯১১ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নহুতি দানকারী বাঙালি নারী।

মৃত্যু
১৮২১ - নেপোলিয়ন বোনাপার্ট ফরাসী শাসক।
১৯৩০ - মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।
২০০৬ - নওশাদ আলী, ভারতীয় সঙ্গীত পরিচালক।

দিবস
নেদারল্যান্ড: মুক্তি দিবস (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাত থেকে মুক্ত হওয়ার স্মরণে)
ডেনমার্ক: মুক্তি দিবস।
পালাউ: সিনিয়র সিটিজেন দিবস
শিশুদিবস(জাপান, দক্ষিণ কোরিয়া)
ইউরোপ দিবস (কাউন্সিল অফ ইউরোপ)
আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৫ মে: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel