আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০৬ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৬ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৬ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৬ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে 
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৬ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৬তম (অধিবর্ষে ৯৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৯ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৭১২ - নিউইয়র্কে নিগ্রো ক্রীতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে।
১৭৯৩ - ফরাসী বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য ‘কমিটি অব পাবলিক সেফটি’ গঠিত হয়।
১৮৭৬ - কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।
১৮৯৬ - এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রীড়ার সূচনা হয়।
১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৩০ - ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন।
১৯৪২ - জাপানী বিমান সর্বপ্রথম ভারতে বোমাবর্ষণ করে।
১৯৪৮ - জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে।
১৯৬৬ - গণদাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দি দশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ)কে মুক্তি দিতে বাধ্য হন।
১৯৬৮ - জাতিগত সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে কয়েক ডজন মার্টিন লুথার রাজা হত্যায় জাতিগত দাঙ্গা তীব্রতাবৃদ্ধি পায়।
১৯৮৬ - ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
১৯৯২ - মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯৩ - মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।
২০০৮ - এই দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৯০ রানে ভারতের বিপক্ষে জয়ী হয়।

জন্ম:
১৪৮৩ - চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী রাফায়েল জন্মগ্রহণ করেন।
১৭৭৩ - স্কটিশ ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক জেমস মিল জন্মগ্রহণ করেন।
১৮১২ - রাশিয়ান দার্শনিক ও লেখক আলেকজান্ডার হারযেন জন্মগ্রহণ করেন।
১৮২০ - ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক নাডার জন্মগ্রহণ করেন।
১৮২৬ - ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ গুস্টাভে মরেয়াউ জন্মগ্রহণ করেন।
১৮৪৯ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী জন্মগ্রহণ করেন।
১৮৯০ - ডাচ প্রকৌশলী, ব্যবসায়ী ও ফকার বিমান প্রস্তুতকর্তা অ্যান্থনি ফকের জন্মগ্রহণ করেন।
১৯০৪ - জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় চ্যান্সেলর কার্ট গেয়র্গ কিসিঙ্গের জন্মগ্রহণ করেন।
১৯১১ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী ফিওডর ফেলিক্স কনরাড লাইনেন জন্মগ্রহণ করেন।
১৯২০ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও শিক্ষাবিদ এডমন্ড এইচ. ফিসার জন্মগ্রহণ করেন।
১৯২৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী, জেনেটিসিস্ট ও প্রাণিবিদ জেমস ডি. ওয়াটসন জন্মগ্রহণ করেন।
১৯৩১ - বাংলাদেশি বংশোদ্ভূত ভারত তথা পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন।
১৯৪২ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ব্যারি লেভিনসন জন্মগ্রহণ করেন।
১৯৪৯ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ হরস্ট লুডউইগ স্টরমের জন্মগ্রহণ করেন।
১৯৫৬ - সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ দিলীপ বলবন্ত ভেংসরকার জন্মগ্রহণ করেন।
১৯৬৩ - ইকুয়েডর রাজনীতিবিদ ও ৫৪ তম প্রেসিডেন্ট রাফায়েল কররেয়া জন্মগ্রহণ করেন।
১৯৬৯ - আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পল রুড জন্মগ্রহণ করেন।
১৯৭8 - রাশিয়ান ফুটবলার ইগর সেমশভ জন্মগ্রহণ করেন।
১৯৮৩ - জাপানি ফুটবলার মিটসুরু নাকাটা জন্মগ্রহণ করেন।
১৮৮৩ - চার্লি রবার্টস, ইংরেজ ফুটবলার। (মৃ. ১৯৩৯)
১৯৩০ - ডেভ সেক্সটন, ইংরেজ ফুটবলার ও ফুটবল ম্যানেজার।
১৯৮৫ - লিয়াম প্লাঙ্কেট, ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু:
১৫২৮ - আলব্রেখট ড্যুরার, জার্মান চিত্রকর, খোদকার ও গণিতবিদ মৃত্যুবরণ করেন।
১৮২৯ - নরওয়েজিয়ান গণিতবিদ ও তাত্তিক নিল্স হেনরিক আবেল মৃত্যুবরণ করেন।
১৮৮৩ - ব্রাজিলিয়ান কবি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হোজে বনিফাসিও দে আন্দ্রাদা মৃত্যুবরণ করেন।
১৮৯২ - নরওয়েজীয় গণিতবিদ নিল্‌স হেনরিক আবেল মৃত্যুবরণ করেন।
১৯৬১ - নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান মাইক্রোবায়োলোজিস্ট জুলস বরডেট মৃত্যুবরণ করেন।
১৯৬৭ - কবিয়াল রমেশ চন্দ্র শীল মৃত্যুবরণ করেন।
১৯৯২ - যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞান কল্প-কাহিনীর লেখক এবং প্রাণ-রসায়নবিদ আইজ্যাক আসিমভ পরলোকগমন করেন।
১৯৯৪ - রুয়ান্ডার ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট জুভেনাল হাব্যারিমানা মৃত্যুবরণ করেন।
২০০০ - টিউনিস্ রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট হাবিব বউরগুইবা মৃত্যুবরণ করেন।
২০১৪ - আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক মিকি রুনি মৃত্যুবরণ করেন।
১৫২০ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী। (জ. ১৪৮৩)
১৯৭১ - ইগর স্ট্রাভিনস্কি, রুশ সুরকার। (জ. ১৮৮২)
১৯৯১ - বিল পন্সফোর্ড, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯০০)
২০১৯ - টেলি সামাদ, বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুকাভিনেতা। (জ.১৯৪৫)

আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৬ এপ্রিল: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel