
আজ ০৬ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
Comment
![]() |
আজ ০৬ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে |
৬ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬৫তম (অধিবর্ষে ৬৬তম) দিন। বছর শেষ হতে আরো ৩০০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
Baca Juga
১৭৭৪ - রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৭৫ - রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৯ - নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন
১৮৩৬ - ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেস্কাসের সান এন্টোনিওর পতন। এ অভিযানে মোট নিহত হয় ১৮৬ জন।
১৮৯৯ - ফলিক্স হফম্যান অ্যাসপিরিন প্যাটেন্ট করেন ।
১৯৩০ - লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
১৯৪৪ - মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে ।
১৯৫৭ - ঘানা স্বাধীনতা লাভ করে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে।
১৯৭৪ - রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৯৭৫ - ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৯ - যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিষ্ফোরণ।
জন্ম
১২৫২ - ইতালির সাধু রোজের জন্ম
১৪৫৯ - জার্মান ব্যবসায়ী ও ব্যাংকার জ্যাকবের জন্ম ।
১৪৭৫ - মাইকেলেঞ্জেলো, রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি।
১৫০৮ - সম্রাট হুমায়ুন, দ্বিতীয় মুঘল সম্ৰাট।
১৭৮৭ - ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, একজন জার্মান আলোকবিজ্ঞানী।
১৮০৬ - ইংরেজ কবি এলিজাবেথ বেরেট ব্রাউনিংয়ের জন্ম।
১৮১২ - কবি-সম্পাদক ঈশ্বর গুপ্তের জন্ম।
১৯২৭ - কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গাব্রিয়েল মার্কুয়েজের জন্ম।
মৃত্যু
১৯০০ - জার্মান আবিস্কারক জি. ডায়মলার ৬৪ বছর বয়সে মারা যান ।
১৯০০ - ইংরেজ রসায়নবিদ জন ডালটনের মৃত্যু ।
১৯৬২ - অম্বিকা চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৭১ - মার্কিন ঔপন্যাসিক পার্ল এস বাকের মৃত্যু।
জাতীয় পাট দিবস, বাংলাদেশ।
পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৬ মার্চ: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন