আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০৮ মে: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৮ মে: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৮ মে: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৮ মে: ইতিহাসের আজকের এই দিনে
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৮ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৮তম (অধিবর্ষে ১২৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১৭৯৪ - ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।
১৮৬৩ - ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।
১৯০২ - দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হাঠৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
১৯২১ - রুমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ - সোভিয়েত লাল ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে।
১৯৬২ - রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৯৯৬ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়।

জন্ম:
১৮২৮ - রেডক্রসের প্রতিষ্ঠাতা ঝাঁ অঁরি দুঁনাত (হেনরি ডুনান্ট)।
১৮৬১ - কলকাতার জোড়াসাঁকোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
১৮৮৪ - হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
১৮৯৫ - মার্কিন ঔপন্যাসিক, নাট্যকার ও কবি এডমন্ড উইলসন।
১৮৯৯ - ফ্রিড্রিখ হায়েক, একজন অস্ট্রীয় অর্থনীতিবিদ ।
১৯০০ - ড. কুদরাত-এ-খুদা।
১৯১১ - আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৯২৪ - সঙ্গীত শিল্পী কলিম শরাফী।
১৯২৮ - জিন হেনরি ডুনন্ট, রেড়ক্রস এর প্রতিষ্ঠাতা ; নোবেল লরিয়েট। ১৯৬০ - ফ্রাংকো বারেসি , ইতালীয় ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:
১৯১০ - নোবেল লরিয়েট।
১৮৭৩ - রাজনৈতিক অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল।
১৮৮০ - ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফোবের।
১৯০৩ - ফরাসী চিত্রশিল্পী পল গঁ গ্যার।
১৯১১ - সাহিত্যিক ও শিক্ষাবিদ আ.ন.ম বজলুর রশীদ।
১৯৮৮ - রবার্ট এ হাইনলাইন, মার্কিন সাইন্স ফিকশন।
১৯৯৩ - দার্শনিক ও শিক্ষাবিদ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।


বিশ্ব রেডক্রস দিবস। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৮ মে: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel