আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

বরিশাল জেলা

বরিশাল জেলা


বরিশাল জেলা


বরিশাল জেলা


বরিশাল জেলা(মোট আয়তন)☞☞২৭৯১ কিমি২ (১০৭৮ বর্গমাইল)।

বরিশাল জেলা(নামকরণ)☞☞বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায় যে, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে (বড়+শাল) বরিশাল নামের উৎপত্তি। কেউ কেউ দাবি করেন, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় যে, গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকা নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে 'বরিসল্ট' বলতো। অথাৎ বরি (বড়)+ সল্ট(লবণ)= বরিসল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে 'বরিসল্ট' বলা হতো । পরবর্তিতে বরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে।

বরিশাল জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৯৯৩ সালের ১ জানুয়ারি বরিশালকে বিভাগ ঘোষণা করা হয়।

বরিশাল জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে মাদারীপুর, শরিয়তপুর ও চাঁদপুর জেলা, দক্ষিণে পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলা, পূর্বে ভোলা ও লক্ষ্মীপুর জেলা, পশ্চিমে ঝালকাঠি, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা।
                                             বরিশাল জেলা

বরিশাল জেলা(মৌজা )☞☞সর্বমোট ১১৪৭টি  মৌজা।

বরিশাল জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৪টি পৌরসভা।

বরিশাল জেলা(সিটি কর্পোরেশন )☞☞ সর্বমোট ০১টি সিটি কর্পোরেশন।

বরিশাল জেলা(মেট্রোপলিটন থানা)☞☞ সর্বমোট ০৪টি মেট্রোপলিটন থানা☞এয়ারপোর্ট, কাউনিয়া,কোতোয়ালি ,বন্দর।

বরিশাল জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট ৩০টি ওয়ার্ড।

বরিশাল জেলা(মহল্লা )☞☞সর্বমোট ৫৬টি মহল্লা।

বরিশাল জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৮৪টি ইউনিয়ন।

বরিশাল জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১২৯০টি গ্রাম।

বরিশাল জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ১০টি উপজেলা☞আগৈলঝারা উপজেলা,বাকেরগঞ্জ উপজেলা,বাবুগঞ্জ উপজেলা,বানারিপাড়া উপজেলা,গৌরনদী উপজেলা,হিজলা উপজেলা,বরিশাল সদর উপজেলা,মেহেন্দিগঞ্জ উপজেলা,মুলাদি উপজেলা,উজিরপুর উপজেলা।

বরিশাল জেলা(সড়কপথ)☞☞ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যেসব গাড়ি ছেড়ে যায় সেগুলো হল এসি চেয়ার কোচ, হিনো চেয়ার কোচ ও নরমাল চেয়ার কোচ। এসি চেয়ার কোস ও হিনো চেয়ার কোচগুলো গুলো ফেরী পারাপার এবং নরমাল চেয়ার কোস গুলো লঞ্চ পারাপার। এছাড়া লোকাল পথেও বরিশাল যাওয়া যায়।

বরিশাল জেলা(নৌপথ )☞☞ঢাকা সদরঘাট নদী বন্দর লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে যেসব লঞ্চ ছেড়ে যায় সেগুলো হল এম.ভি সুন্দরবন-৭, এম.ভি সুন্দরবন-৮, সুরভী-৭, সুরভী-৮, পারাবত-২, পারাবত-৯, পারাবত-১১, কীর্তনখোলা-১ ও দ্বীপরাজ।

বরিশাল জেলা(নদনদী)☞☞মেঘনা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, তেঁতুলিয়া, নয়াভাঙ্গা, জয়ন্তি, স্বরূপকাঠি, হাতরা, আমতলি।


বরিশাল জেলা(বিখ্যাত খাবার)☞☞আমড়া।

বরিশাল জেলা(বিশিষ্ট ব্যক্তিত্ব)☞☞ 
শেরে বাংলা এ কে ফজলুল হক, সাইয়েদ মুহাম্মদ ইসহাক, মাওলানা ফজলুল করীম, আরজ আলী মাতুব্বর, আবদুর রহমান বিশ্বাস, অশ্বিনী কুমার দত্ত, ডঃ সুরেন্দ্র নাথ, ডঃ কামাল হোসেন, বেগম সুফিয়া কামাল , জীবনানন্দ দাশ, রাশেদ খান মেনন, আবু জাফর ওবায়দুল্লাহ, আবদুল গাফফার চৌধুরী , গোলাম মুস্তাফা, সুরকার আলতাফ মাহমুদ, আবুল হাসনাত আবদুল্লাহ, সরদার ফজলুল করিম, মুকুন্দ দাস, মনোরঞ্জন গুহঠাকুরতা, স্বামী প্রজ্ঞানানন্দ, ফণিভুষণ দাশগুপ্ত, অধ্যাপক রফিকুল ইসলাম, মনোরঞ্জন ব্যাপারী।

বরিশাল জেলা(বিখ্যাত স্থান)☞☞
►দুর্গাসাগর
►কালেক্টরেট ভবন
►চাখার প্রত্নতাত্ত্বিক জাদুঘর
►রামমোহনের সমাধি মন্দির
►সুজাবাদের কেল্লা
►সংগ্রাম কেল্লা
►শারকলের দুর্গ
►গির্জামহল্লা
►বেলস পার্ক
►এবাদুল্লা মসজিদ
►কসাই মসজিদ
►অক্সফোর্ড গির্জা
►শংকর মঠ
►মুকুন্দ দাসের কালীবাড়ি
►ভাটিখানার জোড়া মসজিদ
►অশ্বিনী কুমার টাউন হল
►চরকিল্লা
►এক গম্বুজ মসজিদ
►সাড়ে তিন মণ ওজনের পিতলের মনসা
►আবদুর রব সেরনিয়াবাদ সেতু
►উলানিয়া জমিদার বাড়ি

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বরিশাল জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel