ঝালকাঠি জেলা
বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
Comment
ঝালকাঠি জেলা
ঝালকাঠি জেলা(নামকরণ)☞☞জেলার নামকরণের সঙ্গে জড়িয়ে আছে এ জেলার জেলে সম্প্রদায়ের ইতিহাস। মধ্যযুগ-পরবর্তী সময়ে সন্ধ্যা, সুগন্ধা, ধানসিঁড়ি আর বিষখালী নদীর তীরবর্তী এলাকায় জেলেরা বসতি স্থাপন করে। এর প্রাচীন নাম ছিল 'মহারাজগঞ্জ'। মহারাজগঞ্জের ভূ-স্বামী শ্রী কৈলাশ চন্দ্র জমিদারি বৈঠক সম্পাদন করতেন এবং পরবর্তীতে তিনি এ স্থানটিতে এক গঞ্জ বা বাজার নির্মাণ করেন। এ গঞ্জে জেলেরা জালের কাঠি বিক্রি করত। এ জালের কাঠি থেকে পর্যায়ক্রমে ঝালকাঠি নামকরণ করা হয় বলে ধারণা করা হয়। জানা যায়, বিভিন্ন স্থান থেকে জেলেরা এখানে মাছ শিকারের জন্য আসত এবং যাযাবরের মতো সুগন্ধা নদীর তীরে বাস করত। এ অঞ্চলের জেলেদের পেশাগত পরিচিতিকে বলা হতো 'ঝালো'। এরপর জেলেরা বন-জঙ্গল পরিষ্কার করে এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এভাবেই জেলে থেকে ঝালো এবং জঙ্গল কেটে বসতি গড়ে তোলার কারণে কাটি শব্দের প্রচলন হয়ে ঝালকাটি শব্দের উৎপত্তি হয়। পরবর্তীকালে ঝালকাটি রূপান্তরিত হয় ঝালকাঠিতে।
ঝালকাঠি জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করে।
ঝালকাঠি জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তর ও পূর্বে বরিশাল জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা, দক্ষিণে বিশখালী নদী ও বরগুনা জেলা।
ঝালকাঠি জেলা(মৌজা )☞☞সর্বমোট ৪০০টি মৌজা।
ঝালকাঠি জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০২টি পৌরসভা।
ঝালকাঠি জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট ০৯টি ওয়ার্ড।
ঝালকাঠি জেলা(মহল্লা )☞☞সর্বমোট ৪৭টি মহল্লা।
ঝালকাঠি জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৩২টি ইউনিয়ন।
ঝালকাঠি জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৪৪৯টি গ্রাম।
ঝালকাঠি জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৪টি উপজেলা☞কাঁঠালিয়া,ঝালকাঠি সদর,নলছিটি,রাজাপুর।
ঝালকাঠি জেলা(সড়কপথ)☞☞ঢাকা থেকে ঝলকাঠির উদ্দেশ্যে যেসব গাড়ি ছেড়ে যায় সেগুলো হল এসি চেয়ার কোচ, হিনো চেয়ার কোচ ও নরমাল চেয়ার কোচ। এসি চেয়ার কোস ও হিনো চেয়ার কোচগুলো গুলো ফেরী পারাপার এবং নরমাল চেয়ার কোসগুলো লঞ্চ পারাপার। এছাড়া লোকাল পথেও ঝালকাঠি যাওয়া যায়।
ঝালকাঠি জেলা(নৌপথ )☞☞ঢাকা সদরঘাট নদী বন্দর লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যেসব লঞ্চ ছেড়ে যায় সেগুলো হল এম ভি টিপু-০, এম ভি টিপু-১ সুরভী-৭, সুরভী-৮, পারাবত-২, পারাবত-৯, পারাবত-১১।
ঝালকাঠি জেলা(বিখ্যাত খাবার)☞☞ লবন,আটা।
ঝালকাঠি জেলা(প্রধান ফল)☞☞আম, কলা, জলপাই, কাঠাল তাল, লিচু, নারিকেল, আমড়া, পেয়ারা।
ঝালকাঠি জেলা(বিখ্যাত স্থান)☞☞
►সুজাবাদের কেল্লা
►ঘোষাল রাজ বাড়ির ধ্বংসাবশেষ
►নুরুল্লাপুর মঠ
►সিভিল কোর্ট ভবন
►সাতুরিয়া জমিদারবাড়ি
►জীবনানন্দ দাশের মামাবাড়ি
►কীর্তিপাশা জমিদারবাড়ি
►গাবখান সেতু
►ধানসিঁড়ি নদী
►রূপসা খাল
►নেছারাবাদ কমপ্লেক্স
►পোনাবালিয়া মন্দির
►সিদ্ধকাঠি জমিদারবাড়ি
►নলছিটি পৌরভবন
►মার্চেন্টস্ স্কুল
►চায়না কবর
►কামিনী রায়ের বাড়ি
►কুলকাঠি মসজিদ
►সুরিচোড়া জামে মসজিদ
►শিবমন্দির
►নাদোরের মসজিদ
►ঘোষাল রাজ বাড়ির ধ্বংসাবশেষ
►নুরুল্লাপুর মঠ
►সিভিল কোর্ট ভবন
►সাতুরিয়া জমিদারবাড়ি
►জীবনানন্দ দাশের মামাবাড়ি
►কীর্তিপাশা জমিদারবাড়ি
►গাবখান সেতু
►ধানসিঁড়ি নদী
►রূপসা খাল
►নেছারাবাদ কমপ্লেক্স
►পোনাবালিয়া মন্দির
►সিদ্ধকাঠি জমিদারবাড়ি
►নলছিটি পৌরভবন
►মার্চেন্টস্ স্কুল
►চায়না কবর
►কামিনী রায়ের বাড়ি
►কুলকাঠি মসজিদ
►সুরিচোড়া জামে মসজিদ
►শিবমন্দির
►নাদোরের মসজিদ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ঝালকাঠি জেলা "
একটি মন্তব্য পোস্ট করুন