সিপিইউ Central Processing Unit
সোমবার, ২০ মে, ২০১৯
Comment
সিপিইউ মানে “সেন্ট্রাল প্রসেসিং ইউনিট” (Central Processing Unit)। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা সকল কাজ নির্দেশ অনুযায়ী সম্পাদন করে ফলাফল বের করে। সিপিইউ বলতে মূলতঃ প্রসেসরকেই বোঝানো হয়। প্রসেসর হল অসংখ্য একটি ইলেক্ট্রনিক সার্কিট যুক্ত ডিভাইস যা লজিক গেইট ব্যবহার করে প্রদত্ত তথ্য যাচাই করে তুলনামুলক তথ্য বের করতে পারে। প্রসেসরের মাঝে এই কাজ সম্পাদন করার জন্য যে অংশ থাকে তার নাম এএলইউ।
কম্পিউটারের সাংগঠনিক অংশগুলোর মধ্যে সিপিউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) সবচেয়ে গুরুত্বপূর্ণ। কম্পিউটারে কাজ করার সময় আমরা যে সব নির্দেশ দিয়ে থাকি সেগুলোর গাণিতিক বিশ্লেষণ, যুক্তিমূলক বিন্যাস, নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ; এক কথায় যাবতীয় প্রক্রিয়াকরণের কাজ এই অংশে হয়ে থাকে। প্রাণির মস্তিস্ক যেমন যাবতীয় কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে দেহকে সচল রাখে, কম্পিউটার সিপিউ তেমনি যাবতীয় কর্মসম্পাদনের মাধ্যমে কম্পিউটারকে কার্যউপযোগী রাখে। এজন্য সিপিউকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়।
সিপিইউ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়☞☞
একটি কম্পিউটারের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো Central Processing Unit (CPU)। সিপিইউ’কে বলা যেতে পারে কম্পিউটারের মস্তিষ্ক। তাই কম্পিউটার কিনতে গেলে ক্রেতাকে প্রথমেই নজর দিতে হয় সিপিইউ’র দিকে। তাই সিপিইউর বিভিন্ন দিক সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
ক্লক স্পিড প্রসেসরের পারফর্মেন্সের ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। MHz (মেগাহার্জ) অথবা GHz (গিগাহার্জ)-এর মাধ্যমে ক্লক স্পিডকে প্রকাশ করা হয়। তবে সবসময় ক্লক স্পিড বেশি থাকলেই পারফরমেন্স ভালো হবে এমনটা নয়, কারণ এর সাথে আরও কিছু বিষয় সম্পৃক্ত রয়েছে।
সিপিইউ ক্যাশ মেমরি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে প্রসেসর কাজের প্রয়োজনে সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করে। যখন বার বার একই ডাটা ব্যবহার করতে হয় তখন প্রসেসর সেগুলোকে তার ক্যাশ মেমরিতে রেখে দেয় এবং কাজে লাগায়। এতে কাজের গতি বৃদ্ধি পায়।
বর্তমান সময়ে বেশিরভাগ প্রসেসরে একাধিক কোর থাকে। প্রতিটি কোর আসলে একটি প্রসেসিং ইউনিট। একাধিক কোর থাকার ফলে প্রসেসর এক সাথে অনেকগুলো কাজ করতে পারে।
সিপিইউ’কে অনেক কিছুর সাথে সংযুক্ত থেকে কাজ করতে হয়। যেমন- মাদারবোর্ড, জিপিউ, এক্সটার্নাল স্টোরেজ, মাউস, কিবোর্ড, ইউএসবি পোর্ট ইত্যাদি। এই যোগাযোগের গতিকে এক সাথে বলা হয় ব্যান্ডউইথ। এই সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাটি অনেকাংশেই সিপিইউ নিয়ন্ত্রণ করে এবং সিপিইউর ক্ষমতার উপর এর গতিশীলতা নির্ভর করে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সিপিইউ Central Processing Unit"
একটি মন্তব্য পোস্ট করুন