আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আপনার কম্পিউটার অথবা পিসি কে ফাস্ট করে তুলুন

আপনার কম্পিউটার অথবা পিসি কে ফাস্ট করে তুলুন



কম্পিউটার ফাস্ট করে তুলুন, কম্পিউটার সম্পর্কে ধারনা,
কম্পিউটার ফাস্ট রাখার ১১টি এক্সক্লুসিভ পিসি ট্রিকস☞☞

১) হার্ডডিস্ক ডিফ্র্যগ করুন

হার্ডডিস্ক স্লো হয়ে গেলে স্বাভাবিকভাবেই আপনার পিসির গতি কমে যাবে। হার্ডডিস্কে বিভিন্ন রকমের কারনে ফ্রাগ্মেন্ট হতে পারে। এই ফ্রাগ্মেন্ট পরিমানে বেরে গেলে আপনার হার্ডডিস্কের স্পীড কমিয়ে দেবে। কপি, পেস্ট, রিমুভ ইত্যাদি করা হলে হার্ডডিস্কে ফ্রাগ্মেন্ট জমা হতে থাকে এবং ডিফ্র্যগ না করলে এগুলো পরিমানে বেড়ে যায় এবং হার্ডডিস্কের গতি কমিয়ে দেয়। ডিফ্র্যগ করার জন্য আপনি ডিফ্র্যগলার নামের সফটওয়্যার ইউজ করতে পারেন। এটি একাধারে দুই তিনবার ব্যবহার করতে পারেন। প্রতিবার কিছুটা হলেও স্পীড বাড়বে।

২) টেম্প, %টেম্প% ও প্রিফেচ ডিলিট করুন

এগুলো আপনার পিসির কিছু অপ্রয়োজনীয় ফাইল, এগুলো আপনার পিসিকে স্লো করে দেবে। প্রতিবার কম্পিউটার শাটডাউন করার পূর্বে এগুলো ক্লিন করতে পারেন। এগুলো আপনি ম্যানুয়ালি বা সফটওয়্যারের সাহায্য ক্লিন করতে পারেন।

ম্যানুয়ালি ক্লিন করার পদ্ধতি ঃ উইন্ডোজ কি + R চেপে রান ওপেন করুন। রানে Temp লিখে এন্টার চাপুন। একটি ফোল্ডার ওপেন হবে, ফোল্ডারের সকল ফাইল মার্ক করে ডিলিট করে দিন। একইভাবে %Temp% ও Prefetch লিখে এন্টার চাপুন এবং ফাইলগুলো ডিলিট করুন।

সফটওয়্যারের সাহায্যে ক্লিন করার পদ্ধতি ঃ ATF Cleaner নামে একটি ফ্রি সফটওয়্যার রয়েছে। এটি মাত্র ৫০ কেবির মতো সাইজ, গুগলে সার্চ করলে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এটি ব্যবহার করা খুবি ইজি, মনে হয়না কারো ইউজ করতে প্রবলেম হবে, তাই এ বিষয়ে আর লিখলাম না। তাও বুঝতে না পারলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন।

৩) প্রতিনিয়ত জাঙ্ক ফাইল ও রেজিস্ট্রি ক্লিন করুন

যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের প্রায় সকলেই এ কাজটি কমবেশি করেই থাকেন। কম্পিউটার ক্লিন করলে আপনার কম্পিউতারের জাঙ্ক ফাইলগুলো দূর হবে এবং আপনার পিসির গতি বজায় থাকবে। এ কাজের জন্য রেজিস্ট্রি ক্লিন করলে উইন্ডোজের লোড কমবে, স্পীড বাড়বে, উইন্ডোজ ক্রাশ হওয়া থেকে বাঁচবে। এসকল কাজের জন্য সি-ক্লিনার ব্যবহার করতে পারেন।

৪) অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইন্সটল করুন

সকলেই জানেন যে সফটওয়্যার বেশি ইন্সটল দেয়া হলে উইন্ডোজ অটোমেটিক স্লো হয়ে যায়। তবুও হয়তো অনেকে মাঝে মাঝে বিষয়টি চেক করতে ভুলে যান, আপনিও যদি তাই করে থাকেন তাহলে আরেকবার চেক করে দেখুন, হয়তো এমন অনেক সফটওয়্যার পেয়ে যাবেন যা আপনি একেবারেই ব্যবহার করেননা।

৫) সিস্টেম ড্রাইভ ক্লিন করুন

সিস্টেম ড্রাইভ ক্লিন করতে উইন্ডোজ কি + R চেপে রান ওপেন করে তাতে cleanmgr লিখে এন্টার চাপুন। এরপরের উইন্ডোটিতে ওকে চাপুন। এর কিছুক্ষণ পর এরকম দেখতে একটা উইন্ডো আসবে। উইন্ডোর লিস্টের সবগুলো ফাইল টিক মার্ক করুন এবং ওকে চাপুন। তারপরের উইন্ডোতে ডিলিট ফাইল্স  ক্লিক করুন। ব্যস কাজ শেষ, বাকি কাজ কম্পিউটারই করে নেবে।

৬) অপ্রয়োজনীয় উইন্ডোজ সার্ভিসগুলো ডিজেবল করে দিন

রান ওপেন করে তাতে services.msc লিখে এন্টার চাপুন, এরপরের উইন্ডোতে অনেকগুলো সার্ভিসের লিস্ট দেখতে পাবেন। যেগুলো বন্ধ করে দিতে পারেন।

বন্ধ করার জন্য যে সার্ভিসটি বন্ধ করতে চান তার ওপর রাইট মাউস ক্লিক করুন, তারপর প্রপার্টিজ এ গিয়ে “Startup Type” কে Disabled করে দিন। এরপর অ্যাপ্লাই করে বেরিয়ে আসুন। এরপর পিসিকে একবার রিস্টার্ট করতে হবে। ব্যাস কাজ হয়ে যাবে।

কিছু সার্সেভিস রয়েছে যেগুলো না থাক্গলেও তেমন কোন সমস্লোযা হবে না, তার মধ্যে কয়েকটি হল,

– Bitlocker Drive Encryption Service (যদি বিটলকার ইউজ না করেন)

– Bluetooth Support Device (ব্লুটুথ ব্যবহার না করলে)

– Disk Defragmenter (ডিফ্র্যাগমেন্ট করতে থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার করলে)

– Fax (যদি পিসি দিয়ে ফ্যাক্স আদান-প্রদান না করে থাকেন)

– Print spooler (প্রিন্টার ব্যবহার না করলে)

– Security center (থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার করলে)

– Task scheduler (এ সম্বন্ধে যাদের আইডিয়া নেই তারা ডিজেবল করতে পারেন এবং যারা এ সম্বন্ধে জানেন তারা যদি ব্যবহার না করেন)

– Windows defender (থার্ড-পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার করলে)

– Windows firewall (থার্ড পার্টি প্রোটেকশন ব্যবহার করলে বা ফায়ারওয়াল ব্যবহার করতে না চাইলে)

– Windows search (এটি বন্ধ করা ভালো, এটি আপনার অনেক RAM বাঁচাবে)

-Windows update (যদি উইন্ডোজ আপডেট অফ করে রাখতে চান)

এছাড়াও বিভিন্ন সফটওয়্যারের আপডেট আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন।

৭) পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করুন

পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করলে আপনার উইন্ডোজের উপর চাপ কম পরবে, তাই চেষ্টা করুন পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করার।

৮) লাইট অ্যান্টিভাইরাস ব্যবহার করুন

পেন্ড্রাইভের শর্টকাট ভাইরাসের জন্য SMADAV এবং অনলাইন সিকিউরিটির জন্য Malwarebytes ব্যবহার করতে পারেন। Avast, Kaspersky, Norton, Bitdefender এগুলো অনেক হেভি সফটওয়্যার তাই এগুলো বেশি  মেমোরি (RAM) ব্যবহার করবে এবং তাছাড়াও প্রসেসরের চাপ বাড়িয়ে দিয়ে আপনার পিসিকে স্লো করে দেবে।

৯) উইন্ডোজ স্টার্টাপ ফাস্ট করুন

স্টার্টাপ ফাস্ট করা অর্থাৎ আপনার পিসির বুট টাইম বুস্ট করতে রানে গিয়ে MSCONFIG লিখে এন্টার চাপুন। এরপর Boot ট্যাব-এ যান এবং Advanced Options…–এ ক্লিক করুন। এরপর Number of processors-এ টিক দিয়ে নিচ থেকে ম্যাক্সিমাম সংখ্যাটি সিলেক্ট করুন। এরপর ওকে চাপুন এবং তারপর অ্যাপ্লাই করুন। এরপর পিসি রিস্টার্ট করতে হবে।

১০) আপনার ড্রাইভার আপডেট করুন

আপনার ড্রাইভারগুলো ২-৩ মাস এর মধ্যে আপডেট করার চেষ্টা করুন, এতে আপনি আপনার হার্ডওয়্যার থেকে ফুল পারফর্মেন্স পাবেন। ইন্টারনেট ডেটায় টান পরলে, ড্রাইভার ডাউনলোড করে আপডেট না করে দোকান থেকে ৪০ টাকার ড্রাইভার ডিস্ক কিনে আনতে পারেন।

১১) ট্রি করুন

রান ওপেন করে তাতে tree টাইপ করে এন্টার চাপুন। এতে করে আপনার পিসিতে যেসকল সফট-ড্রাইভ রয়েছে সেগুলোকে উইন্ডোজ ক্যাশে করে নেবে, ফলে পড়ে ফোল্ডারের থাম্বনেইল ও অন্যান্য আইকন লোড হতে সময় কম লাগবে। প্রতিবার পিসি স্টার্ট করার পর ১-২ বার ট্রি করে নিতে পারেন।

সর্বশেষে বলি☞☞☞☞☞☞☞☞☞
কম্পিউটার ফাস্ট রাখার উপায় জানার আগে কম্পিউটার slow হওয়ার কারন জানতে হবে ।
দেখুন প্রজুক্তির উন্নতি দিন দিন বেরেই চলেছে আপনি যদি সেই আগের প্রজুক্তিতে পরে থাকেন তাহলে একটু সমস্যা হতেই পারে। মানে আমি কি বলতে চাইছি নিশ্চই বুঝতে পারছেন?
যদি  আপনি এখনও সেই 1GB কিংবা  2GB RAMএবং dual core কিংবা core 2 duo processor নিয়ে পরে
 থাকেন তাহলে আমি বলবএটা হতে পারে পিসি স্লো হওার জন্য একটা কারন।প্রজুক্তি যেখানে এত উন্নত  সেখানে আপনি কেন থাকবেন কেন অনউন্নত?? আজই upgrade করুন আপনার পিসি।

এছাড়াও আরও কিছু কারন রয়েছে পিসি slow হওার জন্য  নিচে তা আলচনা করা হল ।

আপনি যদি পিসিতে অনেক সফটওয়্যার ইন্সটল করে থাকেন তাহলে আপনার পিসি স্লো হতে পারে ।
তাই অদরকারি সফটওয়্যার ডিলিত করে ফেলুন।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আপনার কম্পিউটার অথবা পিসি কে ফাস্ট করে তুলুন"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel