
কম্পিউটার চলছে কিন্তু পর্দায় আলো নেই
রবিবার, ১৯ মে, ২০১৯
Comment
Baca Juga
র্যামের কারণে সাধারণত এমন সমস্যা হয়ে থাকে। র্যাম খুলে পরিষ্কার করে, আবার মাদারবোর্ডের স্লটে ভালো করে বসাতে হবে। তাহলে এই সমস্যার সমাধান হতে পারে।
কেব্লে সমস্যা☞☞
মনিটরে বিদ্যুৎ-সংযোগের কারণে এ সমস্যা হতে পারে। তাই বিদ্যুতের সংযোগব্যবস্থা পাল্টে দেখতে পারেন। অন্যদিকে মনিটরের ভিজিএ কেব্ল পরীক্ষা করুন। অনেক সময় কেব্ল সঠিকভাবে লাগানো না থাকলে এই সমস্যা হতে পারে।
গ্রাফিকস কার্ডের সমস্যা হতে পারে, তাই এক্সটার্নাল একটি গ্রাফিকস কার্ড লাগিয়ে পরীক্ষা করে দেখুন।
রেজুলেশন ঠিক করে দিন☞☞
রেজুলেশনের জন্যও অনেক সময় মনিটর কালো দেখায়। তাই মনিটর আর পিসির গ্রাফিকস কার্ডের রেজুলেশন কম্প্যাটিবিলিটি পরীক্ষা করতে পারেন। সরাসরি কম্পিউটারের বায়োসে গিয়ে গ্রাফিকস বা ভিজিএ কার্ডের অপশন পরিবর্তন করতে পারেন।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "কম্পিউটার চলছে কিন্তু পর্দায় আলো নেই"
একটি মন্তব্য পোস্ট করুন