আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

পেশাদার চালক ও লাইসেন্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর

পেশাদার চালক ও লাইসেন্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর


ড্রাইভিং লাইসেন্স


১। কুলিং ফ্যানের কাজ কী ?
উত্তরঃ রেডিয়েটরের পানিকে ঠাণ্ডা করা।
২। ক্লাচের কাজ কি?
উত্তরঃ ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা
৩। টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে ?
উত্তরঃ ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা।
৪। ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েলে লেভেল কম থাকলে কী হতে পারে ?
উত্তরঃ ব্রেক ফেল
৫। এয়ার ক্লিনারের কাজ
উত্তরঃ বাতাস পরিষ্কার করা
৬। পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি ?
উত্তরঃ ১টি
৭। গাড়ি স্টার্ট না হওয়ার কারন কী ?
উত্তরঃ প্রয়োজনীয় জ্বালানী না থাকলে
৮। কোন জায়গায় অবশ্যই হর্ণ বাজাতে হবে ?
উত্তরঃ অন্ধ বাঁকে
৯। সাইলেন্সারের কাজ কি?
উত্তরঃ শব্দকে নিয়ন্ত্রণ করা
১০। ফুয়েল ও বাতাসকে নিদ্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে-
উত্তরঃ কার্বুরেটর
১১। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?
উত্তরঃ এয়ার লক
১২। স্পার্ক প্লাগ কোথায় থাকে?
উত্তরঃ পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে
১৩। হেড লাইট না জ্বললে প্রমে কী চেক করতে হয় ?
উত্তরঃ নির্ধারিত ফিউজ
১৪। ইঞ্জিনের কুলিং সিষ্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারনত কি ব্যবহৃত হয়?
উত্তরঃ পানি
১৫। রেডিয়েটরের কাজ কি?
উত্তরঃ পানি ঠান্ডা করা
১৬। চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করনীয় কী ?
উত্তরঃ সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে
১৭। গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেট্রোলাইড এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে ?
উত্তরঃ ডিস্টিল্ড ওয়াটার
১৮। লুব ওয়েল কোথায় দিতে হয়?
উত্তরঃ হেড কভারে
১৯। ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক ?
উত্তরঃ ইঞ্জিন ওয়েল ফিল্টার
২০। ইঞ্জিনের মবিল কত কিঃ মিঃ চালানোর পর বদল করা উচিত ?
উত্তরঃ প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল/হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল/কিলোমিটার চলার পর
২১। টায়ার বাষ্ট হলে গাড়ি নিয়ন্ত্রন রাখার জন্য-
উত্তরঃ এক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত ষ্টিয়ারিং ধরে রাখা
২২। ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?
উত্তরঃ ব্যাটারিতে
২৩। গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই
উত্তরঃ ক্লাচ পেডেল চাপ দিতে হবে
২৪। মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত?
উত্তরঃ ৭০ মাইল/ঘণ্টা
২৫। সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি?
উত্তরঃ সাধারণ তথ্য প্রদান করে
২৬। গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম-
উত্তরঃ ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন
২৭। গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে-
উত্তরঃ থামার জন্য প্রস্তুতি নিতে হবে
২৮। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?
উত্তরঃ তথ্যমূলক সাইন
২৯। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার
৩০। গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে-
উত্তরঃ থামার জন্য প্রস্তুতি নিতে হবে
৩১। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ ১৮ বছর
৩২। মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত?
উত্তরঃ ৭০ মাইল/ঘণ্টা
৩৩। ড্রাইভিং লাইসেন্সের ধরন-
উত্তরঃ পেশাদার এবং অপেশাদার
৩৪। ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাইতে হেড লাইট জ্বালাইতে হয় কেন ?
উত্তরঃ গাড়ির অবস্থান বুঝানোর জন্য
৩৫। যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেকিং করলে কত টাকা জরিমানা ?
উত্তরঃ ১০০ টাকা পর্যন্ত
৩৬। বাজার এলাকায় অতিক্রমের সময়ে গাড়ির গতিবেগ কত থাকা উচিৎ ?
উত্তরঃ ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা
৩৭। মোটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন ?
উত্তরঃ পোষাক পরিহিত সর্বনিন্ম সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার, বিআরটিএ’র কর্মকর্তা, মোবাইল কোর্ট
৩৮। প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কত টাকা জরিমানা ?
উত্তরঃ ৫০০ টাকা পর্যন্ত
৩৯। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ ২০ বছর
৪০। ইনসুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি?
উত্তরঃ ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা
৪১। একজন চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে?
উত্তরঃ ০৫ ঘন্টা
৪২। শুকনা পাকা রাস্তায় ৫০ কিলোমিটার বেগে চললে ব্রেক করলে থামার দূরত্ব-
উত্তরঃ ২৫ মিটার
৪৩। গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রম দায়িত্ব কি?
উত্তরঃ আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা
৪৪। রাস্তায় গাড়ি চালাইবার সময় সাইড মিরর (লুকিং গ্লাস) প্রতি মিনিটে কত বার দেখা উচিৎ?
উত্তরঃ ৬ বার
৪৫। মোটরযান আইনে ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কি ?
উত্তরঃ ২০০ টাকা পর্যন্ত জরিমানা
৪৬। রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলো কি করা উচিত?
উত্তরঃ ডিম করা উচিত
৪৭। প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হল -
উত্তরঃ ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা
৪৮। অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ ১৮ ও ২০ বছর
৪৯। মোটরযান আইনে বীমার প্রয়োজনীয়তা কিসের জন্য?
উত্তরঃ তৃতীয় পক্ষের ঝুকির জন্য
৫০। মোটরযানের বীমা (ইন্সুরেন্স) কোথায় করতে হয় ?
উত্তরঃ সাধারণ বীমা কোম্পানিতে
৫১। মোটরযানের বীমা (ইন্সুরেন্স) কোন ধরনের বীমার আওতাভুক্ত ?
উত্তরঃ সাধারন বীমা
৫২। মোটরযানের বীমার প্রয়োজনীয়তা মোটরযান অধ্যাদেশে কোন ধারায় বর্ণিত আছে?
উত্তরঃ ১০৯ ধারায়
৫৩। অবীমাকৃত মোটরযান চালনা করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে ?
উত্তরঃ ২০০০ টাকা পর্যন্ত
৫৪। অবীমাকৃত গাড়ি চালনার শাস্তি বর্ণনা করা হয়েছে মোটরযান অধ্যাদেশ এর কত ধারায় ?
উত্তরঃ ১৫৫ ধারায়
৫৫। দুর্ঘটনা ঘটার কত সময়ের মধ্যে বীমা কোম্পানীর নিকট ক্ষতিপূরণের আবেদন করতে হবে?
উত্তরঃ ৬ মাস সময়ের মধ্যে
৫৬। বীমাকৃত গাড়ির ফিটনেস/টোকেন এর মেয়াদ উত্তীর্ন হয়েছে এমতাবাস্থায় দুর্ঘটনায় পতিত হলে বীমাকৃত ব্যক্তি ক্ষতিপূরণ পাবে কিনা ?
উত্তরঃ পাবে না
৫৭। মোটরযান আইনে কোন প্রকারের বীমা বাধ্যতামূলক?
উত্তরঃ তৃতীয়পক্ষ
৫৮। কম্প্রিহেনসিভ বীমার ক্ষেত্রে কে ক্ষতিপূরণ পাবে ?
উত্তরঃ গাড়ি ও তৃতীয় পক্ষ উভয়ই
৫৯। তৃতীয়পক্ষের মধ্যে অর্ন্তভুক্ত হবে কে?
উত্তরঃ সরকার
৬০। তৃতীয়পক্ষ বীমার ক্ষেত্রে ক্ষতিপূরন দেয়া হয় না -
উত্তরঃ গাড়ির
৬১। মোটরযান আইনে কোন প্রকারের বীমা বাধ্যতামূলক?
উত্তরঃ তৃতীয়পক্ষ
৬২। ফাষ্ট এইড কি ?
উত্তরঃ প্রাথমিক চিকিৎসা
৬৩। ফাষ্ট এইড বাক্সে সাধারনত কি কি থাকে ?
উত্তরঃ সামান্য কিছু ঔষধ, এন্টিসেপটিক, তুলা, ব্যান্ডেজ

1 Response to "পেশাদার চালক ও লাইসেন্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel