আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

জামালপুর জেলা

জামালপুর জেলা


জামালপুর জেলা

জামালপুর জেলা


জামালপুর জেলা(মোট আয়তন)☞☞২০৩১.৯৮ কিমি২ (৭৮৪.৫৫ বর্গমাইল)। 

জামালপুর জেলা(নামকরণ)☞☞সাধক দরবেশ হযরত শাহ জামাল (র) এর পূণ্যস্মৃতি বিজড়িত নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত গরো পাহাড়ের পাদদেশে যমুনা-ব্রক্ষ্পুত্র বিধৌত বাংলাদেশের ২০-তম জেলা জামালপুর। হযরত শাহ জামাল (র) এর নামানুসারে জামালপুরের নামকরণ হয়।
জামালপুর জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৯৭৮ সালে জামালপুর জেলা গঠিত হয় ।
জামালপুর জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, কুড়িগ্রাম এবং শেরপুর জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা, পূর্বে ময়মনসিংহ ও শেরপুর জেলা, পশ্চিমে যমুনা নদী এবং বগুড়া, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা। 
                                            জামালপুর জেলা
জামালপুর জেলা(মৌজা )☞☞সর্বমোট ৮৪৪টি  মৌজা।
জামালপুর জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ৭টি পৌরসভা☞ জামালপুর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, ইসলামপর, মেলান্দহ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ।

জামালপুর জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৬৮টি ইউনিয়ন।
জামালপুর জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১৩৬১টি গ্রাম।
জামালপুর জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ৭টি উপজেলা☞জামালপুর সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ।
জামালপুর জেলা(বিখ্যাত খাবার)☞☞ ছানার পোলাও,আজমিরীর দই,বুড়িমার চমচম।☞☞
গরুর মাংসের পিঠালি - গরুর মাংশের সাথে সামান্য চালের গুড়া ও আলু দিয়ে রান্না করা হয়। তার সাথে সাদা ভাত ও মাশকলাইয়ের ডাল।
 জামালপুর জেলা(নদনদী)☞☞যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র, বানার ও ঝিনাই।

জামালপুর জেলা(উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ)☞☞
মুক্তিযোদ্ধা
মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম (১৯৩৭-১৯৭৫) - মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং 'কে-ফোর্স'-এর সর্বাধিনায়ক;
মোঃ নুরুল ইসলাম (বীর বিক্রম);
মোঃ মতিউর রহমান (বীর প্রতীক);
বশির আহমেদ (বীর প্রতীক)।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম(১৯২৫-২০০০); গভর্নর ১৯৭৫।
আমজাদ হোসেন (বীর মুক্তিযোদ্ধা ১০ নম্বর সেক্টর)
রাজনীতিবিদ
মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান (অবিভক্ত বাংলার আইনসভার সদস্য ১৯২১-১৯৩৯)
আব্দুল করিম - ঢাকার জগন্নাথ হলে ১৯৪৮ সালের ২৯ মার্চ ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার নির্বাচিত হন;
আব্দুস সালাম তালুকদার (১৯৩৬-১৯৯৯) - বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ও চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যান;
রাশেদ মোশারফ - সাবেক ভুমি প্রাতিমন্ত্রী;
এম এ সাত্তার - জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী ।
আবুল কালাম আজাদ - সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী;
সিরাজুল হক - সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী;
রেজাউল করিম হীরা - সাবেক ভূমি মন্ত্রী;
মির্জা আজম (১৯৬২) - হুইপ ও প্রতিমন্ত্রী।
আশরাফ উদদৌলা পাহলোয়ান (সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি)।
আব্দুল কাইয়ুম (১৯৪৮) - সাবেক আই জি পি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা।
কমরেড মনজুরুল আহসান খান- সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
শিক্ষাবিদ ও গবেষক
আতিউর রহমান - অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর।
সাহিত্যিক ও সাংবাদিক
হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩) - প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক, এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য খ্যাত;
সাংস্কৃতিক ব্যক্তিত্ব
আনোয়ার হোসেন (অভিনেতা) (১৯৩১-২০১৩) - নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত;
আমজাদ হোসেন (১৯৪২) - বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার;
আব্দুল্লাহ আল মামুন (১৯৪২-২০০৮) - নাট্যব্যক্তিত্ব;
নজরুল ইসলাম বাবু বিখ্যাত গীতিকার ও শিল্পী।
ক্রীড়া ব্যাক্তিত্ত্ব
রকিবুল হাসান (জন্মঃ ১৯৮৭) - ক্রিকেটার;
জুবায়ের হোসেন - ক্রিকেটার।

জামালপুর জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
হযরত শাহ জামাল (রঃ)-এর মাজার - জামালপুর সদর
হযরত শাহ কামাল (রঃ)-এর মাজার - দুরমুঠ, মেলান্দহ উপজেলা।
গারো পাহাড়ে লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র - বকশীগঞ্জ উপজেলা;
মুক্তিযুদ্ধে কামালপুর ১১ নং সেক্টর;
কামালপুর স্থলবন্দর;
বকশীগঞ্জ বাণিজ্যিক কেন্দ্র;
বকশীগঞ্জ জুট স্পিনার্স মিল লিঃ ও লেদার মিল লিঃ;
দয়াময়ী মন্দির - জামালপুর সদর;
যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি - তারাকান্দি, সরিষাবাড়ী;
তরফদার খামারবাড়ী-জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী;
জিল বাংলা চিনিকল - দেওয়ানগঞ্জ;
দীঘির পাড়- দেউর পাড় চন্দ্রা
ইন্দিরা- উত্তর দেউর পাড় চন্দ্রা
যমুনা সিটি পার্ক - পোগলদিঘা, সরিষাবাড়ী;
লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক-বেলটিয়া, জামালপুর।
বোসপাড়া গ্রামীণ ব্যাংক
যমুনা জেটি ঘাট -জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী;
গুঠাইল বাজার ঘাট, ইসলামপুর উপজেলা।
বাহাদুরাবাদ ঘাট, কুলকান্দি, ইসলামপুর উপজেলা।

4 Responses to "জামালপুর জেলা "

  1. জামালপুর জেলার উল্লেখ্য যোগ্য ব্যক্তি তালিকা থেকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম সচিব সাহেবের নাম বাদ পড়ছে কি?

    উত্তরমুছুন
  2. জামালপুর জেলার উল্লেখ্য যোগ্য ব্যক্তি তালিকা থেকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম সচিব সাহেবের নাম বাদ পড়ছে কি?

    উত্তরমুছুন
  3. জামালপুর জেলার উল্লেখ্য যোগ্য ব্যক্তি তালিকা থেকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম সচিব সাহেবের নাম বাদ পড়ছে কি?

    উত্তরমুছুন
  4. জামালপুর জেলার উল্লেখ্য যোগ্য ব্যক্তি তালিকাতে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম সচিব সাহেবের নাম থাকা উচিৎ ছিল।

    উত্তরমুছুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel