আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

শেরপুর জেলা

শেরপুর জেলা


শেরপুর জেলা

শেরপুর জেলা


শেরপুর জেলা(মোট আয়তন)☞☞১৩৬৪.৬৭ কিমি২ (৫২৬.৯০ বর্গমাইল)।

শেরপুর জেলা(নামকরণ)☞☞বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী দশ কাহনিয়া অঞ্চল দখল করে স্বাধীনভাবে রাজত্ব করেন। এই শের আলী গাজীর নামে দশ কাহনিয়ার নাম হয় শেরপুর।

শেরপুর জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৮৬৯ সালে শেরপুর পৌরসভা গঠিত হয়। ১৯৮৪ সালে শেরপুর মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়।

শেরপুর জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ময়মনসিংহ ও জামালপুর জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা, পশ্চিমে জামালপুর জেলা।

                                             শেরপুর জেলা
শেরপুর জেলা(মৌজা )☞☞সর্বমোট ৪৫৮টি  মৌজা।

শেরপুর জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ৪টি পৌরসভা☞শেরপুর, নকলা, নালিতাবাড়ি ও শ্রীবর্দি।

শেরপুর জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৫১টি ইউনিয়ন।

শেরপুর জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৭১৩টি গ্রাম।

শেরপুর জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ৫টি উপজেলা☞শেরপুর সদর, ঝিনাইগাতি, শ্রীবর্দি, নালিতাবাড়ি ও নকলা।

শেরপুর জেলা(বিখ্যাত খাবার)☞☞ ছানার পায়েস,ছানার চপ। 

শেরপুর জেলা(রেল যোগাযোগ)☞☞শেরপুরে সরাসরি ট্রেনে আসা যায় না। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যেকোন ট্রেনে জামালপুর পর্যন্ত আসা যায়। জামালপুর থেকে সিএনজি অথবা বাস যোগে শেরপুর আসতে হবে। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন জামালপুরের উদ্দেশ্যে ছাড়ে।

শেরপুর জেলা(আকাশ পথ)☞☞এই শহরটিতে বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি।

শেরপুর জেলা(সড়কপথ)☞☞ঢাকার মহাখালি বাস স্টেশন থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শেরপুর আসা যায়।

শেরপুর জেলা(নৌপথ )☞☞অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; ঢাকা থেকে সরাসরি কোনো নৌযান চলাচল করে না।

শেরপুর জেলা(নদনদী)☞☞পুরাতন ব্রহ্মপুত্র, সোমেশ্বরী, চিলাখালী, ভোগাই, কংশ, দিগানা। কাটাখালী খাল উল্লেখযোগ্য।

শেরপুর জেলা(বিশিষ্ট ব্যক্তিত্ব)☞☞
আফসার আলী
আবদুল্লাহ-আল-মাহমুদ
এ কে এম ফজলুল হক (এমপি)
করম শাহ
খন্দকার আবদুল হামিদ
গোপালদাস চৌধুরী
জানকুপাথর ও দোবরাজপাথর
টিপু শাহ
নিগার সুলতানা (ক্রিকেটার)
ফাতেমা তুজ্জহুরা
মতিয়া চৌধুরী
মুহাম্মদ কামারুজ্জামান
মোতাসিম বিল্লাহ খুররম
মোঃ মাহবুবুল আলম শাহিন - চিকিৎসা প্রযুক্তিবিদ
রবি নিয়োগী
শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম (মরণোত্তর বীর বিক্রম)
শের আলী গাজী

শেরপুর জেলা(দর্শনীয় স্থানসমুহ)☞☞
কংশ নদী
কলা বাগান
গজনী অবকাশ কেন্দ্র
গড়জরিপা বার দুয়ারী মসজিদ
গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির
ঘাঘড়া খান বাড়ি জামে মসজিদ
জিকে পাইলট উচ্চ বিদ্যালয়
নয়আনী জমিদার বাড়ি
নয়আনী জমিদার বাড়ির রংমহল
নয়াবাড়ির টিলা:
পানিহাটা-তারানি পাহাড়:
পৌনে তিন আনী জমিদার বাড়ি
বারোমারি গীর্জা ও মরিয়ম নগর গীর্জা
ব্রহ্মপুত্র নদ
ভোগাই নদী
মধুটিলা ইকোপার্ক
মাইসাহেবা জামে মসজিদ, শেরপুর সদর
রাজার পাহাড় ও বাবেলাকোনা
লোকনাথ মন্দির ও রঘুনাথ জিওর মন্দির
সুতানাল দীঘি
অলৌকিক গাজির দরগাহ, রুনিগাও, নকলা
আড়াই আনী জমিদার বাড়ি
কসবা মুঘল মসজিদ
গড়জরিপা কালিদহ গাং এর ডিঙি
গড়জরিপা ফোর্ট (১৪৮৬-৯১ খ্রিস্টাব্দ)
জরিপ শাহ এর মাজার
নয়াআনী বাজার নাট মন্দির
নালিতাবাড়ির বিখ্যাত রাবারড্যাম
পানি হাটা দিঘী
মঠ লস্কর বারী মসজিদ (১৮০৮ খ্রিস্টাব্দ)
মুন্সি দাদার মাজার, নয়াবাড়ি, বিবিরচর, নকলা
শাহ কামাল এর মাজার (১৬৪৪ খ্রিস্টাব্দ)
শের আলী গাজীর মাজার

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "শেরপুর জেলা "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel