আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

ময়মনসিংহ জেলা

ময়মনসিংহ জেলা


ময়মনসিংহ জেলা

   ময়মনসিংহ জেলা

ময়মনসিংহ জেলা(মোট আয়তন)☞☞৪৩৬৩.৪৮ কিমি২ (১৬৮৪.৭৫ বর্গমাইল)। 
ময়মনসিংহ জেলা(নামকরণ)☞☞ময়মনসিংহ জেলার নাম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নুতুন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই থেকে নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। সলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ, নাম আজও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও নাসিরাবাদ কথাটি উল্লেখ্য করা হচ্ছে না। ১৭৭৯ সালে প্রকাশিত রেনেল এর ম্যাপে মোমেসিং নামটি 'ময়মনসিংহ' অঞ্চলকেই নির্দেশ করে। তার আগে আইন-ই-আকবরীতে 'মিহমানশাহী' এবং 'মনমনিসিংহ' সকার বাজুহার পরগনা হিসেবে লিখিত আছে। যা বর্তমান ময়মনসিংহকেই ধরা হয়
ময়মনসিংহ জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞ ১৭৮৭ সালে ময়মনসিংহ জেলা গঠিত হয়। 
ময়মনসিংহ জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা।
                                                    ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ জেলা(মৌজা )☞☞সর্বমোট ২২০১টি  মৌজা।
ময়মনসিংহ জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ১০টি পৌরসভা☞ত্রিশাল, গৌরীপুর, মুক্তাগাছা, গফরগাঁও, ভালুকা, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নান্দাইল, ফুলবাড়িয়া ও হালুয়াঘাট। 

ময়মনসিংহ জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ১৪৬টি ইউনিয়ন।
ময়মনসিংহ জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ২৭০০টি গ্রাম।
ময়মনসিংহ জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ১৩টি উপজেলা☞ময়মনসিংহ সদর, ত্রিশাল, গৌরিপুর, মুক্তাগাছা, ফুলপুর, হালুয়াঘাট, ভালুকা, ফুলবাড়িয়া, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া ও তারাকান্দা।
ময়মনসিংহ জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে সরাসরি ময়মনসিংহে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন ময়মনসিংহের পথে যাতায়ত করে।
ময়মনসিংহ জেলা(আকাশ পথ)☞☞ময়মনসিংহে কোনো বিমানবন্দর না-থাকায় এখানে সরাসরি আকাশ পথে আসা যায় না।
ময়মনসিংহ জেলা(সড়কপথ)☞☞ঢাকার সায়েদাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে ময়মনসিংহে আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ২.৩০ হতে ৪.০০ ঘন্টা। ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শামীম, এনা, সৌখিন, নূর, নিরাপদ ট্রাভেলস্, আলম এশিয়া, বিলাস, এস আলম, সিসকম, ড্রিমল্যান্ড, মামুন, শ্যামলী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।
ময়মনসিংহ জেলা(নৌপথ )☞☞অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। অপরদিকে, হাওড় এলাকায় যোগাযোগের একমাত্র বাহন নৌযান।

ময়মনসিংহ জেলা(ভাষা)☞☞
বেতনা =ব্যাথা
পাও = পা
আত = হাত
হাগ = শাক
মইচ = মরিচ
গেরান =ঘ্রান
রাও= কথা
বুগলো = কাছে
দুরাফি = দূরে
বাতর = খেতের আইল
ওগার = মাচা (নিশ্চিত হওয়া যায়নি)
ওখ = আখ
ভুইত্তা = বড়
আবুধুপু = বাচ্চা কাচ্চা /শিশু (ত্রিশালের ভাষা)
ইছা মাছ = চিংড়ী
লাডি মাছ = টাকি মাছ
হাছুন= ঝাড়ু
মুখ করা= বকাদেয়া
আক করা= হাকরা
ভেড়াছেড়া লাগছে = ঝামেলা লাগছে
রাওকরা= কথা বলা
বেক্কল /বেহল = বোকা
ওয়াফ = বন বিড়াল
হুইনগা দেহ = শুকে দেখা (ঘ্রাণ শুকা)
কাহই= চিড়ুনি
উহুন= ওকুন
কোম্বালা = কখন
পরবাইত্তা খাওয়া = সেহেরি খাওয়া
হাইঞ্জা = সন্ধা
বেয়াইন বেলা =সকাল
হিতান = ঘুমানোর সসময় যে দিকে মাথা রাখা হয়
পইতান = যে দিকে পা রাখা হয়
টিক মাইরা বসে থাকা =চুপ থাকা
কুইচ্চা মুরগি =ডিম দেয়া শেষ মুরগী
হেইবা যা = দূরে যা
ভুরাইয়া = পূর্ন করে
বেহেই =সবাই
হাতেকুতেও = কখনোই
দিরাং = দেরি
কিবা = কিভাবে
চংগ = মই,
খেতা = কাথা,
পাংখা/বিছুন = পাখা,
গেলেস =গ্লাস,
থালি= থালা
বন্নি= বদনা
ফহির = ফকির
বাহে= বাপে
রইদ= রোদ
পাডি= ছাগী
মুইত্তা= পস্রাব করে

ময়মনসিংহ জেলা(নদনদী)☞☞
ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদী আছে। সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী, কাঁচামাটিয়া নদী, মঘা নদী, সোয়াই নদী, বানার নদী, বাইলান নদী, দইনা নদী, পাগারিয়া নদী, সুতিয়া নদী, কাওরাইদ নদী, সুরিয়া নদী, মগড়া নদী, বাথাইল নদী, নরসুন্দা নদী, নিতাই নদী, কংস নদী, খাড়িয়া নদী, দেয়ার নদী, ভোগাই নদী, বান্দসা নদী, মালিজি নদী, ধলাই নদী, কাকুড়িয়া নদী, দেওর নদী, বাজান নদী, নাগেশ্বরী নদী, আখিলা নদী, মিয়াবুয়া নদী, কাতামদারী নদী, সিরখালি নদী, খিরু নদী, বাজুয়া নদী, লালতি নদী, চোরখাই নদী, বাড়েরা নদী, হিংরাজানি নদী, আয়মন নদী, দেওরা নদী, থাডোকুড়া নদী, মেদুয়ারি নদী, জলগভা নদী, মাহারী নদী।

ময়মনসিংহ জেলা(কৃতি ব্যক্তিত্ব)☞☞
কানাহরি দত্ত (১২ - ১৩ শতক) - মনসামঙ্গল কাব্যের আদি কবি;
করম শাহ (? - ১৮১৩) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি-বিরোধী আন্দোলনের ব্যক্তিত্ব;
হেমেন্দ্রমোহন বসু (১৮৬৬ - ২৮ আগস্ট ১৯১৬) - প্রখ্যাত বাঙালি ব্যবসায়ী;
হেমেন্দ্রকিশোর আচার্য চৌধুরী (২৮ মে ১৮৮১ - জুন ১৯৩৮) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনেরঅন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী;
মুজিবুর রহমান খান ফুলপুরী (১৮৮৯ - ৫ জানুয়ারি ১৯৬৯) - সাংবাদিক ও রাজনৈতিক কর্মী;
চন্দ্রকুমার দে (১৮৮৯ - ১৯৪৬) - লেখক এবং ময়মনসিংহে প্রচলিত লোকগীতির সুবিখ্যাত সংগ্রাহক;
আনন্দকিশোর মজুমদার (১৮৯২ - ১৯৪০) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী;
সুরেন্দ্রমোহন ঘোষ (২২ এপ্রিল ১৮৯৩ - ৭ সেপ্টেম্বর ১৯৭৬) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী;
শ্রী নরেন্দ্রচন্দ্র ধর (১৮৯৬ - ১৯৭৮) - পণ্ডিত সন্ন্যাসী;
আবুল কালাম শামসুদ্দীন (৩ নভেম্বর ১৮৯৭ - ১৯৭৮) - সাংবাদিক, রাজনীতিবিদ এবং ভাষাবিদ;
আবুল মনসুর আহমেদ (১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) - সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক;
নরেশ রায় (? - ২২ এপ্রিল ১৯৩০) - ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনেজড়িত বিপ্লবী;
হরুবালা রায় ( ? - ৪ মে ১৯৪৪) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
মতিলাল পুরকায়স্থ (বিশ শতক) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী এবং রাজনীতিবিদ;
মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান (অবিভক্ত বাংলার আইনসভার সদস্য ১৯২১-১৯৩৯)
ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় (বিশ শতক) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
প্রতুল ভট্টাচার্য (১৬ জানুয়ারি ১৯০০ - ২৯ আগস্ট ১৯৭৮) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
হরসুন্দর চক্রবর্তী (১৯০৫ - ২১ মে ১৯৭৩) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
বিনোদচন্দ্র চক্রবর্তী (১৯০৯ - ২৫ এপ্রিল ১৯৭৩) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
জয়নুল আবেদীন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) - বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী;
আফম আহসানউদ্দিন চৌধুরী (১৯১৫ - ৩০ আগস্ট ২০০১) - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি;
আবদুল জব্বার (১৯১৯ - ২১ ফেব্রুয়ারি ১৯৫২) - ভাষা আন্দোলনেরঅন্যতম বীর শহীদ;
কানাইলাল নিয়োগী (১৯২৪ - ১৯ মে ১৯৬১) - ১৯৬১ সালে ভারতের বরাক উপত্যাকায় বাংলা ভাষা আন্দোলনে নিহত ব্যক্তিত্ব;
রফিক উদ্দীন ভূঁইয়া (২৫ জানুয়ারি ১৯২৮ -২৩ মার্চ ১৯৯৬) প্রখ্যাত ভাষা সৈনিক ও রাজনীতিবিদ;
বিলায়েত খাঁ (৮ই আগস্ট, ১৯২৮ - ১৩ই মার্চ, ২০০৪) বিখ্যাত বাঙালি সেতারবাদক;
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্মঃ ২ নভেম্বর ১৯৩৫) প্রখ্যাত বাংলাঔপন্যাসিক;
শামীম আজাদ (জন্মঃ ১১ নভেম্বর ১৯৫২) - ব্রিটেন-প্রবাসী বাংলাদেশী কবি ও সাহিত্যিক;
মিতালী মুখার্জী একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।
মাহমুদুল্লাহ রিয়াদ (জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৮৬) - বাংলাদেশীক্রিকেটার
আরিফিন শুভ - মডেল, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা
মাহফুজ আনাম - সম্পাদক ,দি ডেইলি স্টার পত্রিকা
মোসাদ্দেক হোসেন- ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল।
সানিয়া সুলতানা লিজা - একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী

ময়মনসিংহ জেলা(বিখ্যাত খাবার)☞☞মুক্তা-গাছার মন্ডা,হিদল। 

ময়মনসিংহ জেলা(দর্শনীয় স্থান)☞☞
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
মুক্তাগাছার রাজবাড়ী
আলেকজান্দ্রা ক্যাসল
শশী লজ,
ময়মনসিংহ জাদুঘর
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা,
পুরাতন ব্রহ্মপুত্র নদী,
সার্কিট হাউজ,
সিলভার প্যালেস,
বিপিন পার্ক,
রামগোপালপুর জমিদার বাড়ি,
বোটানিক্যাল গার্ডেন,
ময়মনসিংহ টাউন হল,
দুর্গাবাড়ী,
গৌরীপুর রাজবাড়ী,
কেল্লা তাজপুর।
আলাদিন্স পার্ক
তেপান্তর সুটিং স্পট
কুমির খামার
গারো পাহাড়
চীনা মাটির টিলা
কালুশাহকালশার দিঘী
নজরুল স্মৃতিকেন্দ্র
শহীদ আব্দুল জব্বার জাদুঘর
রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস

1 Response to "ময়মনসিংহ জেলা "

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel