আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

যশোর জেলা

যশোর জেলা



যশোর জেলা

যশোর জেলা


যশোর জেলা(মোট আয়তন)☞☞ ২৬০৬.৯৪ কিমি২ (১০০৬.৫৫ বর্গমাইল)।

যশোর জেলা(নামকরণ)☞☞যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। যশোর (জেসিনরে) আরবি শব্দ যার অর্থ সাকো। অনুমান করা হয় কসবা নামটি পীর খানজাহান আলীর দেওয়া (১৩৯৮ খৃঃ)। এককালে যশোরের সর্বত্র নদী নালায় পরিপূর্ণ ছিল। পূর্বে নদী বা খালের উপর সাকো নির্মিত হতো। খানজাহান আলী বাঁশের সাকো নির্মাণ করে ভৈরব নদী পার হয়ে মুড়লীতে আগমন করেন বলে জানা যায়। এই বাঁশের সাকো থেকে যশোর নামের উৎপত্তি। তবে এই মতে সমর্থকদের সংখ্যা খুবই কম। ইরান ও আরব সীমান্তে একটি স্থানের নাম যশোর যার সাথে এই যশোরের কোন সম্পর্ক স্থাপন করা যায় না। খানজাহান আলীর পূর্ব থেকেই এই যশোর নাম ছিল। অনেকে অভিমত ব্যক্ত করেন যে, প্রতাপদিত্যের পতনের পর চাঁচড়ার রাজাদের যশোরের রাজা বলা হত। কেননা তারা যশোর রাজ প্রতাপাদিত্যের সম্পত্তির একাংশ পুরস্কার স্বরূপ অর্জন করেছিলেন। এই মতও সঠিক বলে মনে হয়। জে, ওয়েস্টল্যাণ্ড তাঁর যশোর প্রতিবেদনের ১৯৩ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, রাজা প্রতাপাদিত্য রায়ের আগে জেলা সদর কসবা মৌজার অর্ন্তভুক্ত ছিল। বনগাঁ-যশোর পিচের রাস্তা ১৮৬৬-১৮৬৮ কালপর্বে তৈরী হয়। যশোর-খুলনা ইতিহাসের ৭৬ পাতায় লেখা আছে “প্রতাপাদিত্যের আগে লিখিত কোন পুস্তকে যশোর লেখা নাই”। সময়ের বিবর্তনে নামের পরিবর্তন স্বাভাবিক।

যশোর জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৭৮১ সালে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং এটিই হচ্ছে বাংলাদেশের প্রথম জেলা। 

যশোর জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে ঝিনাইদহ এবং মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা, পূর্বে নড়াইল ও খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
                                                   যশোর জেলা
যশোর জেলা(মৌজা )☞☞সর্বমোট ১৩২৯টি  মৌজা।

যশোর জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৪টি পৌরসভা।  

যশোর জেলা
(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৯২টি ইউনিয়ন। 

যশোর জেলা
(গ্রাম)☞☞ সর্বমোট ১৪৩৪টি গ্রাম।

যশোর জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৮টি উপজেলাযশোর সদর উপজেলা,অভয়নগর উপজেলা,কেশবপুর উপজেলা,চৌগাছা উপজেলা, ঝিকরগাছা উপজেলা,বাঘারপাড়া উপজেলা,মনিরামপুর উপজেলা,শার্শা উপজেলা।

যশোর জেলা(রেল যোগাযোগ)☞☞যশোর পূর্ব রেলের ব্রডগেজ-ভিত্তিক নেটওয়ার্কের একটি জংশন। নেটওয়ার্কটি ভারত পর্যন্ত প্রসারিত। রাজধানী ঢাকা এবং ভারতের কলকাতাকে সংযুক্ত করে পরিষেবাটি ২০০৮ সালের এপ্রিল মাসে চালু করা হয়েছিল। যশোর রুটটির মাঝখানে পড়েছে।

যশোর জেলা(আকাশ পথ)☞☞এখানে থাকা যশোর বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানঘাঁটি। তবে রানওয়ে দিয়ে সামরিক বিমানসহ অভ্যন্তরীণ বিমান চলাচল করে। দৈনিক চলাচল করা অভ্যন্তরীণ বাণিজ্যিক বিমানের মধ্যে রয়েছে ইউএস-বাংলা, নভো এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

যশোর জেলা(সড়কপথ)☞☞যশোরের সাথে এর কাছাকাছি জেলাগুলি যোগাযোগ ব্যবস্থা আছে। পশ্চিম ও পূর্ব বাংলায় পরিবহণের জন্য এখানে মহাসড়ক আছে। ঢাকা থেকে যশোর ও ঢাকা বাস সেবা চালু রয়েছে। বাসগুলি মতিঝিল, কল্যাণপুর, সায়েদাবাদ থেকে ছেড়ে যায়।

যশোর জেলা(নৌপথ )☞☞নওয়াপড়া বাজার ভৈরব নদীর তীরে অবস্থিত বিধায় এখানে খুলনা হতে সরাসরি নদীপথে লঞ্চ,কার্গো, স্পিডবোড, টলার নৌকা প্রভৃতি নৌযান চলাচল করে।


যশোর জেলা(নদনদী)☞☞ভৈরব নদ,কপোতাক্ষ নদ,বেতনা নদী,চিত্রা নদী,রাজগঞ্জ বাওড়,ভবদহ বিল,শার্শা কন্যাদাহের আশ্চর্য বাওড়।

যশোর জেলা(বেনাপোল স্থল বন্দর)☞☞
যশোরের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক বেনাপোল স্থল বন্দর যা শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বেনাপোলে অবস্থিত। ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এর মাধ্যমে সংঘটিত হয়। ওপারে আছে পেট্রাপোল। সরকারি আমদানী শুল্ক আহরণে বেনাপোল স্থল বন্দরটির ভূমিকা তাৎপর্যপূর্ণ। এখানকার মানুষের জীবিকার অন্যতম সূত্র বেনাপোল স্থল বন্দরের কাস্টমস্‌ ক্লিয়ারিং এজেন্টের কাজ ।

যশোর জেলা(বিখ্যাত খাবার)☞☞খই,খেজুর গুড়,জামতলার মিষ্টি।

যশোর জেলা(বিখ্যাত ব্যক্তিবর্গ)☞☞
সনাতন গোস্বামী (১৪৮০-১৫৫৮)
রূপ গোস্বামী (১৪৮৯-১৫৫৮)
শ্রীজীব গোস্বামী (১৫১৩-)
সুরেন্দ্রনাথ মজুমদার (১৮৩৮-১৮৭৮)
মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) - ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার;
কিরণচন্দ্র মুখোপাধ্যায় (১৮৯৩-১২ ডিসেম্বর ১৯৫৪) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী;
ফররুখ আহমদ (১০ জুন ১৯১৮ - ১৯ অক্টোবর ১৯৭৪) - মুসলিম রেনেসাঁর কবি;
গোলাম মোস্তফা (১৮৯৭-১৯৬৪) - মুসলিম রেঁনেসার কবি;
আবুল হোসেন (১৫ আগস্ট ১৯২২ - ২৯ জুন ২০১৪) - কবি;
এস এম সুলতান (১০ আগস্ট ১৯২৩ - ১০ অক্টোবর ১৯৯৪) - প্রখ্যাত চিত্রশিল্পী;
ড. মোহাম্মদ লুৎফর রহমান (১৮৯৭-১৯৩৬) - প্রখ্যাত সাহিত্যিক ও মানবতাবাদী;
বাঘা যতীন - ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী;
ইলা মিত্র (১৮ অক্টোবর ১৯২৫ - ১৩ অক্টোবর ২০০২) - বিপ্লবী এবং সংগ্রামী কৃষক নেতা;
কমরেড অমল সেন (১৯ জুলাই ১৯১৩ - ১৭ জানুয়ারি ২০০৩) - তেভাগা আন্দোলনের অন্যতম সক্রিয় নেতা;
রাধাগোবিন্দ চন্দ্র (১৬ই জুলাই ১৮৭৮ - ৩রা এপ্রিল ১৯৭৫) - জ্যোতির্বিজ্ঞানী
মুন্সি মেহেরুল্লা
রাজা প্রতাপাদিত্য
ড. শমসের আলী
কোহিনূর আক্তার সুচন্দা - অভিনেত্ৰী
ফরিদা আক্তার ববিতা - অভিনেত্ৰী
গুলশান আরা চম্পা - অভিনেত্ৰী
প্রণব ঘোষ (জন্মঃ ১৯৫০) - সুরকার
মিনু রহমান (জন্মঃ ১৯৫০) - অভিনেত্রী
হাসান - কন্ঠ শিল্পী
কাজল (জন্মঃ ১৯৬৭) - কৌতুক অভিনেতা

যশোর জেলা(তথ্য)☞☞
বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা- যশোর
যশোর বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রু মুক্ত জেলা
যশোর জেলা তুলা চাষের জন্য বিখ্যাত
বাংলাদেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল যশোর
যশোর জেলায় অবস্থিত ভবদহ বিল
বেনাপোল স্থল বন্দর সংলগ্ন ভারতীয় বন্দর পেট্রাপোল
বাংলাদেশ এয়ারফোর্স একাডেমী যশোর
যশোরের পূর্ব নাম খলিফাতাবাদ
বাংলাদেশের পুরাতন জেলা যশোর (১৭৮১)
কলা ও খেজুর গুড়ের জন্য বিখ্যাত
.যশোর সম্ভাব্য তাম্রলিপ্ত ও ভাংগা রাজ্যের অন্তর্ভূক্ত
যশোর ভৈরব ও কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত
বল নাচের জন্য বিখ্যাত যশোর
সাক্ষরতা আন্দোলন বর্ণময়
বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের বাড়ি
উপমহাদেশের বৃহত্তর সিনেমা হল মণিহার (একসময় ছিিল)
হাজী মোহাম্মদ মহাসিনের নির্মিত ইমাম বাড়ি
নবাব মীর জুমলার বাড়ি যশোর জেলায়
মাইকেল মধুসুদনের জন্ম স্থান
দ্বিতীয় বৃহত্তর উপজেলা যশোরের মনিরামপুর

যশোর জেলা(বিখ্যাত স্থান)☞☞ 
►হাজী মুহাম্মদ মহসিনের ইমামবাড়ী
►মীর্জানগর হাম্মামখানা
►ভরত ভায়না মাইকেল মধুসূদন দত্তের বাড়ি
►ভাতভিটা
►সীতারাম রায়ের দোলমঞ্চ
►গাজী-কালু-চম্পাবতীর কবর
►বাঘানায়ে খোদা মসজিদ
►পাঠাগার মসজিদ
►মনোহর মসজিদ
►শেখপুরা জামে মসজিদ
►শুভরাঢ়া মসজিদ
►মীর্জানগর মসজিদ
►ঘোপের মসজিদ
►শুক্কুর মল্লিকের মসজিদ
►নুনগোলা মসজিদ
►কায়েমকোলা মসজিদ
►বালিয়াডাঙ্গা সর্বজনীন পূজামন্দির
►দশ মহাবিদ্যামন্দির
►অভয়নগর মন্দির
►পঞ্চরত্ন মন্দির
►ভুবনেশ্বরী দেবীর মন্দির
►রায়গ্রাম জোড়বাংলা মন্দির
►লক্ষ্মীনারায়ণের মন্দির
►মুড়লি শিবমন্দির
►জোড়বাংলার দশভুজার মন্দির
►চড়ো শিবমন্দির
►নওয়াপাড়া পীরবাড়ী
►পুড়াখালী বাওড়
►খড়িঞ্চা বাওড়

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "যশোর জেলা "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel