ইন্টারভিউ এ কিভাবে নিজের দক্ষতা প্রমান করবেন
মঙ্গলবার, ২১ মে, ২০১৯
Comment
আপনার সিভি যতই পরিপাটি হোক না কেন, ইন্টারভিউ এ আপনার দক্ষতার পরিচয় না দিলে আপনার চাকরি পাওয়ার নিশ্চয়তা শূন্য তে নেমে আসবে। চলুন দেখে নেয়া যাক একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে আপনার ইন্টারভিউ কেমন হতে পারে। আপনার হয়ত কিছুটা খারাপ লাগবে যখন আপনার নিজেকে পন্য হিসেবে মনে করে আপনার দক্ষতা কে বিক্রয় করতে যাচ্চেন, অথবা কোন কোম্পানীর বানিজ্য সংক্রান্ত সমস্যার সমাধান উপস্থাপন করতে যাচ্চেন। সুতরাং আপনার সিভিতে সকল অভিজ্ঞতা ও যাবতীয় তথ্য পরিপাটি ভাবে উপস্থাপিত থাকলে আপনার নিজেকে উপস্থাপন করতে আরও সুবিধা হবে।
ঠিক যেমন একজন বিক্রয় গ্রাহকের সাথে আলোচনায় বসেন সকল প্রস্তুতি ও তথ্য নিয়ে, আপনাকেও ঠিক এই পদ্ধতি অনুসরন করতে হবে। কিছু পরামরশ দেয়া হল যা আপনাকে সহায়তা করবে ইন্টারভিউ এ নিজের দক্ষতা কে প্রমান করতেঃ
সমস্যা সমাধান করুনঃ
কোম্পানি সমুহ তাদের সমস্যার সমাধান করার লক্ষ্যে ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক, একাউন্ট ম্যানেজমেন্ট অথবা কাস্টমার সারভিস এর পক্ষ থেকে সমাধান আশা করে থাকেন। সুতরাং নিজেকে ইন্টারভিউ এর জন্য প্রস্তুত করতে চাকরির বিবরণ টি খুব ভালভাবে পড়ুন, কোম্পানী কি ধরনের সমস্যা সমাধানে নতুন প্রার্থী নিয়োগ করতে তা জ়ানার চেষ্টা করুন। পূর্ব অভিজ্ঞতা থেকে উদাহরণ দিন, কিভাবে আপনি সমস্যা সমাধান করেছিলেন। মনে রাখবেন প্রত্যেক কোম্পানীসমুহের ব্যাবসা একরকম না হলেও সমস্যা সমুহ প্রায় কাছাকাছি হয়ে থাকে, তাই আপনার সমস্যা সমাধানের দক্ষতা উপস্থাপন আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করবে।
বাচনভঙ্গি প্রস্তুত করুনঃ
আপনার কথা বলার ভঙ্গিমা কেমন হবে তা প্রস্তুত করুন। আপনার কথা বলার বিভিন্ন পর্যায় বাচন ভঙ্গি, কথা বলার স্বর কেমন হবে তা নির্ধারণ করুন। আপনার পূর্ব অভিজ্ঞতা এই বাচন ভঙ্গির আওতায় নিয়ে আসতে পারেন। এমন উদাহরণ বেছে নিন যা নিয়োগকর্তার মনে থাকবে। সুতরাং আপনার বাচন ভঙ্গি দিয়ে কিভাবে নিয়োগকর্তার মনোযোগ আকর্ষণ করবেন তা নির্ধারণ করুন।
কোম্পানীর ব্র্যান্ড সমূহ সম্পরকে জানুনঃ
আপনি যখন বিভিন্ন কোম্পানি সম্পরকে তথ্য সংগ্রহ করেন তখন এই কোম্পানীর অন্যান্য ব্র্যান্ড সমুহের সম্পরকে খোজ নিন, যদি আপনার কোন অভিজ্ঞতার সাথে তা মিলে যায় তাহলে ইন্টারভিউ এ আপনি এ সম্পরকে নিয়োগকর্তার কাছে আপনার আগ্রহের কথা বলতে পারেন। কোম্পানীর সংস্কৃতি, মূল্য-বোধ এবং নীতি মালা আপনার সাথে কতটুকু মেলে তা নির্ধারণ করা হয় । আপনি এই কোম্পানির জন্য কতটুকু পরিপূর্ণ তা নিজে থেকে যাচাই করুন।
অংগভঙ্গি প্রস্তুত করুনঃ
কোন মানুষ ই মূর্তি কে চাকরি দিতে চাইবে না, যদি না আপনি কোন চিত্রকলা ক্লাস এ না গিয়ে থাকেন। আবার এমন কাউকে নিয়োগ দেয়া হয় না যে কিনা এমন ভাবে হ্যান্ড শেক করবে যেন মনে হবে কোন সেলিব্রেটির সাথে হ্যান্ড শেক করছে। আপনার বসার ভঙ্গি, আপনার মুখের অভিব্যক্তি, হাত নাড়িয়ে কথা বলার ভঙ্গি এগুলোকে নন-ভারবাল কমিউনিকেশন বলা হয়, বাংলায় মৌখিক অভিব্যক্তি। নিজের সম্পরকে আপনি অনেক কিছুই বলতে পারেন কিন্তু এমন কিছু না বলাই ভাল যাতে করে নিয়োগকারি আপনার সম্পরকে নেতিবাচক মনোভাব না জন্মায়। ইন্টারভিউ এ যাওয়ার আগে অবশ্যই এই ব্যাপার গুলো সম্পরকে সচেতন হোন। প্রথমেই হ্যান্ড শেক, আপনার বসার ভঙ্গি, চাহনি ইত্যাদি সম্পরকে যত্নবান হোন, ফলে নিয়োগকর্তার মনোযোগ আকর্ষণ করতে পারতেন।
ইতিবাচক থাকুনঃ
ইন্টারভিউ এ কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পরকে নেতিবাচক কিছু বলা ঠিক নয়। আপনি যদি সত্যি নিজেকে কোম্পানির কাছে উপস্থাপন করতে চান, তাহলে ইতিবাচক কথা বলুন। পূর্বের চাকরি কেন ছেড়ে দিয়েছেন, নিদিষ্ট কোন কারন থাকলে ইতিবাচক ভাবে তা ব্যাখ্যা করুন। নিয়োগকর্তাগন কখনই নেতিবাচক প্রার্থী আশা করে না। সুতরাং ইন্টারভিউ এ এই ভাবে নিজেকে উপস্থাপনের মাধ্যমে নিজেকে উক্ত কোম্পানির কাছে নিজের দক্ষতা প্রমানে সফল হবেন।
ইন্টারভিউ এর আগে অবশ্যই নিজের প্রস্তুতি গ্রহন করবেন। ইন্টারভিউ এ নিজেকে প্রমান করতে অবশ্যই কোম্পানী সম্পরকে সকল তথ্য জেনে নিন। ঠিক এভাবেই ইন্টারভিয়ে নিজের দক্ষতা দিয়ে চাকরি লাভে সফল হবেন বলে আশা করা যায়।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ইন্টারভিউ এ কিভাবে নিজের দক্ষতা প্রমান করবেন"
একটি মন্তব্য পোস্ট করুন