
চাকুরির ইন্টারভিউ টিপস
মঙ্গলবার, ২১ মে, ২০১৯
Comment
Baca Juga
২) মানষিক ভাবে নিজেকে পুরোপুরি ভাবে তৈরি করার জন্য সকালের গোসলটা আর ঠিকমত রাতের ঘুমটা খুবই প্রয়োজন। তাই এই দুই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।
৩) হালকা পারফিউম ব্যবহার করবেন, কড়া কোন পারফিউম ব্যবহার করবেন না।
৫) ইন্টারভিউ স্থলে ১৫ মিনিট আগে পৌছাবেন অবশ্যই।
৬) নিজেকে সবার মধ্যে সেরা মনে করতে ভুলবেননা মোটেও। কারন এটি আপনার মনের জোরকে আরও বৃদ্ধি করবে। যা আপনার জন্য আতি প্রয়োজনীয়।
৭) ইন্টারভিউ মার্জিত ভাবে শুরু করুন। আই কন্টাক এর দিকে খেয়াল রাখবেন। চোখে চোখে তাকিয়ে উত্তর দেয়ার চেষ্টা করবেন সব প্রশ্নের।
৮) আপনার সম্পর্কে যানতে চাইলে অবশ্যই আপনার আগের কাজের থেকে পাওয়া আপনার সব Achievement তুলে ধরবেন। মনে রাখবেন যেই জব এর জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই জবের সাথে যেই সমস্ত Achievement বেশি সামঞ্জস্য পূর্ণ তা তুলে ধরবেন।
৯) যদি আপনার কোন weakness এর কথা বলেন তাহলে অবশ্যই এটি কাটিয়ে উঠার জন্য আপনি যেই সব প্রচেষ্টা চালাচ্ছেন তা ও উল্লেখ করবেন।
১০) আপনার পড়াশোনার মুল বিষয়গুলো সম্পর্কে যেনে যাবেন।
১১) আপনার পড়াশোনার বিষয়বস্তুর কিছু উল্লেখযোগ্য কি ওয়াডস যেনে যাবেন, এটি আপনাকে আপনার মেধাবী ও সুখ্যবৃদ্ধিসম্পন্ন হওয়ার পরিচয় দিবে।
১২) সবসময় positive থাকার চেষ্টা করবেন, এবং কোন পলিটিকাল পার্টির প্রতি আপনার সমর্থন ঞ্জাপন করবেন না।
১৩) বার বার ঘড়ির দিকে তাকাবেন না যখন আপনি ওয়েটিং রুম এ থাকবেন তখন। আর যখন ইন্টারভিউ এ থাকবেন তখন ভুলেও তাকাবেন না।
১৪) যদি আপনি কোন প্রশ্নের উত্তর না জানেন তাহলে তা সরাসরি বলে দিবেন। এখানে ঐখানে তাকিয়ে সময় অপচর করবেন না।
১৫) বুদ্ধীমত্বার সাথে ইন্টরভিউ সমাপ্ত করবেন, আর এই চাকুরীর পজিশন এর প্রতি আর কোম্পানির প্রতি আপনার ইচ্ছা ঞ্জাপন করুন।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "চাকুরির ইন্টারভিউ টিপস"
একটি মন্তব্য পোস্ট করুন