আজ ২৩ মে: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
Comment
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
২৩ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৩তম (অধিবর্ষে ১৪৪তম) দিন। বছর শেষ হতে আরো ২২২ দিন বাকি রয়েছে।
জন্ম
১৯১৮ - ডেনিস কম্পটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৪৩ - রোমুলাস হুইটাকের, একজন সরীসৃপবিদ, বন্যপ্রাণ সংরক্ষণবাদী, এবং মাদ্রাজ সর্প উদ্যানের প্রতিষ্ঠাতা।
১৯৪৭ - বার্নার্ড কম্রি, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।
১৯৫১ - আনাতোলি কারপভ, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।
মৃত্যু
১৮৫৭ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯০৬ - হেনরিক ইবসেন, একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।
২০০২ - কাজী আবদুল বাসেত, বাংলাদেশী চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক।
জন্ম
১৯১৮ - ডেনিস কম্পটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৪৩ - রোমুলাস হুইটাকের, একজন সরীসৃপবিদ, বন্যপ্রাণ সংরক্ষণবাদী, এবং মাদ্রাজ সর্প উদ্যানের প্রতিষ্ঠাতা।
১৯৪৭ - বার্নার্ড কম্রি, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।
১৯৫১ - আনাতোলি কারপভ, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।
মৃত্যু
১৮৫৭ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯০৬ - হেনরিক ইবসেন, একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।
২০০২ - কাজী আবদুল বাসেত, বাংলাদেশী চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৩ মে: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন