আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২৪ মে: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৪ মে: ইতিহাসের আজকের এই দিনে


একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২৪ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৪তম (অধিবর্ষে ১৪৫তম) দিন। বছর শেষ হতে আরো ২২১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
১৮৪৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদভবন থেকে মার্কিন আবিষ্কারক মোর্স (মোরিস) ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান।
১৮৬২ - টমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয়।
১৮৭৫ - স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে (১৯২০) আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
১৯০২ - ব্রিটেনে প্রথম ‘এম্পায়ার ডে’ পালিত হয়।
১৯৬৪ - রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় ৩২৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।
১৯৭২ - কবি কাজী নজরুল ইসলাম কে ভারত থেকে ঢাকায় আগমন। রাষ্ট্রীয়ভাবে তাকে জাতীয় কবির স্বীকৃতি দান।
১৯৮৫ - বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে ১১ হাজার লোকের প্রাণহানি।
১৯৯৩ - উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া,ইথিউপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৪ - মক্কায় পদদলিত হয়ে ২৭০ হাজীর ইন্তেকাল।
২০০০ - ইসরাইলী বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়।
জন্ম
১৫৪৪ - উইলিয়াম গিলবার্ট, ইংরেজ চিকিৎসক। (মৃ. ১৬০৩)
১৬৮৬ - ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৭৩৬)
১৮১৩ - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাঙালি মনিষী। (মৃ. ১৮৮৫)
১৮৯৯ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করেন। (মৃ. ১৯৭৬)
১৯২০ - সোমেন চন্দ, মার্ক্সবাদী, বাঙালি সাহিত্যিক।
১৯৪১ - বব ডিলান, মার্কিন গায়ক, গীতিকার, লেখক, সঙ্গীতজ্ঞ ও কবি।
১৯৪৯ - জিম ব্রডবেন্ট, ইংরেজ অভিনেতা।
১৯৫১ - মুনতাসীর মামুন, বাংলাদেশী অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক।
১৯৫৫ - রাজেশ রোশন, ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক]]।
১৯৬৬ - এরিক কাঁতোয়াঁ, সাবেক ফরাসি ফুটবলার।
১৯৯১ - সাফিয়ান শরীফ, স্কটিশ ক্রিকেটার।
মৃত্যু
১৫৪৩ - নিকলাস কপারনিকাস, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
১৯০৩ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি। (জ. ১৮৩৮)
১৯৭১ - জাকির হোসাইন, পূর্ব পাকিস্তানের গভর্নর। (জ. ১৮৯৮)
১৯৮৯ - তৃপ্তি মিত্র, বাঙালি মঞ্চ অভিনেত্রী। (জ. ১৯২৫)
২০১০ - বেবী ইসলাম, বাংলাদেশী চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা। (জ. ১৯৩১)
২০১৬ - খালেদা একরাম, বাংলাদেশী শিক্ষাবিদ ও বুয়েট-এর প্রথম নারী উপাচার্য। (জ. ১৯৫০)

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                             

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৪ মে: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel