
আজ ২৪ মে: ইতিহাসের আজকের এই দিনে
মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
Comment
Baca Juga
১৮৪৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদভবন থেকে মার্কিন আবিষ্কারক মোর্স (মোরিস) ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান।
১৮৬২ - টমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয়।
১৮৭৫ - স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে (১৯২০) আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
১৯০২ - ব্রিটেনে প্রথম ‘এম্পায়ার ডে’ পালিত হয়।
১৯৬৪ - রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় ৩২৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।
১৯৮৫ - বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে ১১ হাজার লোকের প্রাণহানি।
১৯৯৩ - উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া,ইথিউপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৪ - মক্কায় পদদলিত হয়ে ২৭০ হাজীর ইন্তেকাল।
২০০০ - ইসরাইলী বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়।
জন্ম
১৫৪৪ - উইলিয়াম গিলবার্ট, ইংরেজ চিকিৎসক। (মৃ. ১৬০৩)
১৬৮৬ - ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৭৩৬)
১৮১৩ - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাঙালি মনিষী। (মৃ. ১৮৮৫)
১৮৯৯ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করেন। (মৃ. ১৯৭৬)
১৯২০ - সোমেন চন্দ, মার্ক্সবাদী, বাঙালি সাহিত্যিক।
১৯৪১ - বব ডিলান, মার্কিন গায়ক, গীতিকার, লেখক, সঙ্গীতজ্ঞ ও কবি।
১৯৪৯ - জিম ব্রডবেন্ট, ইংরেজ অভিনেতা।
১৯৫১ - মুনতাসীর মামুন, বাংলাদেশী অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক।
১৯৫৫ - রাজেশ রোশন, ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক]]।
১৯৬৬ - এরিক কাঁতোয়াঁ, সাবেক ফরাসি ফুটবলার।
১৯৯১ - সাফিয়ান শরীফ, স্কটিশ ক্রিকেটার।
মৃত্যু
১৫৪৩ - নিকলাস কপারনিকাস, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
১৯০৩ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি। (জ. ১৮৩৮)
১৯৭১ - জাকির হোসাইন, পূর্ব পাকিস্তানের গভর্নর। (জ. ১৮৯৮)
১৯৮৯ - তৃপ্তি মিত্র, বাঙালি মঞ্চ অভিনেত্রী। (জ. ১৯২৫)
২০১০ - বেবী ইসলাম, বাংলাদেশী চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা। (জ. ১৯৩১)
২০১৬ - খালেদা একরাম, বাংলাদেশী শিক্ষাবিদ ও বুয়েট-এর প্রথম নারী উপাচার্য। (জ. ১৯৫০)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৪ মে: ইতিহাসের আজকের এই দিনে "
একটি মন্তব্য পোস্ট করুন