আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

মাইক্রোসফট এক্সেল  শর্টকাট

মাইক্রোসফট এক্সেল শর্টকাট



☞☞☞কার্সর নেওয়ার স্থান কমান্ড
একঘর বামে Left Arrow 
একঘর ডানে Right Arrow 
একঘর উপরে Up Arrow 
একঘর নিচে Down Arrow 
রো এর প্রথমে যাওয়া Home 
কলামের শেষে যাওয়া CTRL + left Arrow 
ওয়ার্কশীটের একেবারে উপরে CTRL + Home 
ওয়ার্কশীটের একেবারে নিচে CTRL + End 
পরের ওয়ার্কশীটে যাওয়া CTRL + PAGE-DOWN 
পূর্বের ওয়ার্কশীটে যাওয়া CTRL + PAGE-UP 
সম্পুর্ণ কলাম সিলেক্ট করা CTRL + Spacebar 
সম্পুর্ণ রো সিলেক্ট করা SHIFT + Spacebar 
সর্বপ্রথম কলামে যাওয়ার জন্য SHIFT + Left Cursor 
সর্বশেষ কলামে যাওয়ার জন্য SHIFT + Right Cursor 

☞☞☞কমান্ড সম্পাদিত কাজ কমান্ড সম্পাদিত কাজ 
F1 Key এক্সেলের সাহায্য F2 Key নিদ্রিষ্ট সেল এডিট 
F5 Key যাওয়া F7 Key স্পেলিং চেক করা 
F12 Key ফাইল Save As CTRL + A সম্পুর্ণ ওয়ার্কশীট সিলেক্ট 
CTRL + B বোল্ড করা CTRL + C কপি 
CTRL + D সেল খালি করা CTRL + F অনুসন্ধান 
CTRL + G নিদ্রিষ্ট স্থানে যাওয়া CTRL + H রিপেস্নস করা 
CTRL + I ইটালিক CTRL + N নতুন ডকুমেন্ট 
CTRL + O ফাইল ওপেন করা CTRL + P প্রিন্ট করা 
CTRL + S সেভ করা CTRL + U আন্ডারলাইন করা 
CTRL + V পেস্ট করা CTRL + X কাট করা 
CTRL + Y রিডু করা CTRL + Z আনডু করা 
CTRL + 1 ফরম্যাট সেল CTRL + 2 বোল্ড 
CTRL + 3 ইটালিক CTRL + 4 আন্ডারলাইন 
CTRL + 5 টেক্স স্ট্রোকথ্রো ALT + = অটো সাম 
ALT + F8 ম্যাক্রো CTRL + ; তারিখ 
CTRL + SHIFT + : সময় 

☞☞☞এক্সেল ব্যবহারকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্টকার্ট 
Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে।
Ctrl+Home : ফিল্ড বা লেখার শুরুতে কারসর।
Ctrl+End : ফিল্ড বা লেখার শেষে কারসর।
Ctrl+Page Up : আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Ctrl+Page Down : পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া।
Atl+Page Up : ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা।
Atl+Page Down : ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা।
Atl+Enter : ফিল্ডে কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা।
Shift+TAB : পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া।
Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা।
Ctrl+2 : ফন্ট বোল্ড করা।
Ctrl+3 : লেখাকে ইটালিক করা।
Ctrl+4 : লেখা আন্ডারলাইন করা।
Ctrl+5 : লেখার মাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)।
Ctrl+7 : স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া।
Ctrl+9 : কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা (রো ডিলিট)।
Ctrl+0 : কলাম ডিলিট।
Atl+F1 : ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা।
Atl+F2 : সেভ অ্যাজ।
Ctrl+F3 : ডিফাইন ডায়ালগ বক্স খোলা।
Ctrl+F4 : ফাইল বন্ধ করা।
Ctrl+F5 : ফাইল নামসহ আদালা উইন্ডো।
Ctrl+F8 : ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা।
Ctrl+F9 : ফাইল মিনিমাইজ করা।
Ctrl+F10 : ফাইল নামসহ আলাদা ইউন্ডো।
Ctrl+F11: ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা।
Ctrl+F12 : ওপেন ডায়ালগ বক্স। 






পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মাইক্রোসফট এক্সেল শর্টকাট"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel