এন্ড্রয়েড ফোনের সকল গুরুত্বপূর্ণ কোড
সোমবার, ২০ মে, ২০১৯
Comment
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের যে টিপসটি শেয়ার করব তা হল বিভিন্ন ফোনের গোপন কোড ।নোকিয়া মোবাইলে যেমন *#06# কোডে IMEI নম্বর এবং *#0000# কোডে ফোন সেটের উৎপাদনের তারিখ, সংস্করণ ইত্যাদি তথ্য পাওয়া যায়।ইহা ছাড়া আরো আনেক কোড আছে জাহা আপনাদের কাজে লাগবে।
মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিসপ্লে।
আর আপনি যদি কোন 2nd হ্যন্ড মোবাইল ক্রয় করেন তাহলে উপরের কোড ডায়েল করে ডিসপ্লে টেস্ট করতে পারেন।
☞☞PDA and firmware version -*#*#1234#*#*
☞☞ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড-*#*#0842#*#*
☞☞প্রক্সিমিটি সেন্সর টেস্ট-*#*#0588#*#*
নিচে গুরুত্বপূর্ণ আরো কিছু কোড
☞☞ *#06# – IMEI নম্বর
☞☞*2767*3855#– ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে)
☞☞*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য
☞☞*#*#273282*255*663282*#*#* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে
☞☞*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড
☞☞*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন
☞☞*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন
☞☞*#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড
☞☞*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
☞☞*#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
☞☞*#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড
☞☞*#9900# – সিস্টেম ডাম্প মোড
☞☞*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
☞☞*#*#34971539#*#* –ক্যামেরা ইনফরমেশন
☞☞*#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল
☞☞*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু
☞☞*#7465625#– ফোন লক স্ট্যাটাস
☞☞*#*#7780#*#* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে
☞☞*2767*3855#– ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
☞☞*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
☞☞*#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
☞☞*#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
☞☞*#*#7594#*#* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে
☞☞*#*#8255#*#* – G-Talk সার্ভিস মনিটর কোড
☞☞*#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন
☞☞*#*#232338#*#* – ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস
☞☞*#*#1472365#*#*- জিপিএস টেস্ট
☞☞*#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড
☞☞*#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড
☞☞*#*#232337#*# – Bluetooth ডিভাইস ইনফরমেশন
☞☞*#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট
☞☞*#*#0*#*#* – এলসিডি টেস্ট
☞☞*#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট
☞☞*#*#2663#*#* – টাচস্ক্রিন ভার্সন
☞☞*#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক
☞☞*#*#0673#*#* OR *#*#0289#*#* –মেলোডি টেস্ট
☞☞*#*#3264#*#* – র্যাম ভার্সন টেস্ট।
নিচে একটি ইমেজ আছে সেটি ডাউনলোড করে রেখে দিতে পারেন☞☞☞☞
আরো জেনে নিন এন্ড্রয়েড ফোনের সকল গুরুত্বপূর্ণ কোড।আপনার হাতের এন্ড্রয়েড ফোনের বিষয়ে জানতে নিচের কোড গুলি ডায়েল করুন।
☞☞Battary Phone – *#*#4636#*#*
এন্ড্রয়েড ফোনের ব্যাটারির সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Touch screen version – *#*#2663#*#*
আপনার এন্ড্রয়েড ফোনের ট্যাচ স্ক্রিন ভার্সন কত তা জানতে উপরের কোডটি ডায়েল করুন।
☞☞Display Test code– *#*#
ডিসপ্লে চেক করতে উপরের কোডটি ডায়েল করুন।
☞☞Ram Version – *#*#3264#*#*
আপনার এন্ড্রয়েড ফোনের সঠিক রাম জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Wifi Mac Address – *#*#232338#*#*
আপনার এন্ড্রয়েড ফোনের wifi mac address জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Bluetooth details – *#*#232337#*#*
এন্ড্রয়েড ফোনের ব্লুটুথ এর সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞GPS test – *#*#1472365#*#*
এন্ড্রয়েড ফোনের GPS টেস্ট করতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Data cabol control – *#872564#
এন্ড্রয়েড ফোনের ডাটা কন্ট্রোল করতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Camera details – *#*#34971539#*#*
আপনার ক্যামেরা আসলে কত মেগা ও ক্যামেরার সন ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Dump Sistem mode *#900#
এইটাও অনেক গুরুত্বপূর্ণ কারণ এই কোড ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনের সিস্টেম মোড জানতে পারবেন।
☞☞Digonasic Confiure – *#9090#
এন্ড্রয়েড ফোনের Digonasic Confiaure জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Hardwar/Softwar – *#12580*369#
এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এইটা ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনের সফটওয়্যার ও হার্ডওয়ার এর ইনফো জানতে পারবেন।
☞☞Vibrate Blacklight – *#*#0842#*#*
এন্ড্রয়েড ফোনের Vibrate Blacklight এর ইনফো দেখতে উপরের কোড ডায়েল করুন।12Touch screen code – *#*#
এন্ড্রয়েড ফোনের ট্যাচ স্ক্রিন এর কার্জপনালি দেখতে উপরের কোড ডায়েল করুন।
☞☞FTA version – *#*#1111#*#*
এন্ড্রয়েড ফোনের FTA ভার্সন দেখতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Factory hard reset – *#*#778t0#*#*
এন্ড্রয়েড ফোনের যদি Factory hard reset করতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Battary Phone – *#*#4636#*#*
ব্যাটারির সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
☞☞Lock Status – *#7465625#
আপনার লোক স্টেটাস দেখতে উপরের কোড ডায়েল করুন।
☞☞IMEI Code – *#06#
এন্ড্রয়েড ফোনের IMEI কোড জানতে উপরের কোড আপনার মোবাইলে ডায়েল করুন।
☞☞.Reset Phone – *2767*3855#
এন্ড্রয়েড ফোনের রিসেট করতে উপরের কোডটি ব্যবহার করা হয়।
☞☞Packets luphatest – *#*#0283#*#*
এন্ড্রয়েড ফোনের Packets luphatest এর ইনফো জানতে উপরের কোড ডায়েল করুণ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "এন্ড্রয়েড ফোনের সকল গুরুত্বপূর্ণ কোড"
একটি মন্তব্য পোস্ট করুন