আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

কম্পিউটার টাইপিং শিখুন

কম্পিউটার টাইপিং শিখুন


আসুন প্রথমে আঙ্গুলের নাম গুলো জানি ☞☞
কম্পিউটার টাইপিং শিখুন


বাংলা লেখা শুরু করার পূর্বে আপনাকে যেকোন একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। যেমন : SutonnyMJ/ShurmaMJ ইত্যাদি।.
☞☞☞কিন্তু ফন্ট পরিবর্তন করলেই বাংলা লেখা যাবে না। বিজয় কী বোর্ডের নিয়মানুসারে বাংলা লেখতে হলে প্রথমে একটি কমান্ড দিতে হবে।.
Alt+Ctrl+B.
পূনরায় ইংরেজী লেখার জন্য নির্দিষ্ট ইংরেজী ফন্ট সিলেক্ট করে আবার একই কমান্ড দিন। অর্থাৎ- .
Alt+Ctrl+B.
কম্পিউটার টাইপিং শিখুন


☞☞☞ইংরেজি টাইপিং এর মতোই বাংলা টাইপিং এর আঙ্গুল বসাতে হবে। একই নিয়ম। এবং ইংরেজি লেসন-1 এর মতোই একটি একটি করে অক্ষর টাইপ করতে থাকুন এবং দেখুন মনিটরে কোন অক্ষরটি লিখা হচ্ছে। .
বাংলা টাইপে Shift ধরে টাইপ করলে এক ধরনের অক্ষর লেখা হবে আর Shift ছাড়া লিখলে অন্য ধরনের হবে। সুতরাং Shift ধরে এবং Shift ছাড়া দুই ভাবেই প্রাকটিস করতে হবে। .
.
*** নিচের লিসন গুলো সঠিক ভাবে করলে আপনার বাংলা টাইপিং শিখতে সমস্যা হবে না বলে আশা রাখছি। .
.

☞☞☞িচের অক্ষর গুলো সিফ্ট(Shift) ছাড়া লিখতে হবে.
ৃ ু ি া ্ ব ক ত দ ; .
.
☞☞☞নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) চেপে ধরে রেখে লিখতে হবে।.
র্ ূ ী অ । ভ খ থ ধ : .
.
☞☞☞এবার নিজে নিজে কী বোর্ড না দেখে লেখতে চেষ্টা করুন।.
.
অভাব, অর্ধ, কথা, ভাত, অধঃ, খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু। খাব, খুকী, খুব, তীর্থ, কর্তৃত্ব, দাদী, অতু, অভাব, অর্ধ, কথা, ভাত, অধঃ।.
খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু। খাব, খুকী, খুব, তীর্থ, কর্তৃত্ব, দাদী, অতু, অভাব, অর্ধ, কথা, ভাত। অভাব, অর্ধ, কথা, ভাত, অধঃ, খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু। খাব, খুকী, খুব, তীর্থ, কর্তৃত্ব। .
কত কথা, কর্তা, কাকা, কাকী; খাব: বাবা, অর্ধঃ, দুধঃ, দুঃখ, তাকা, তদাকী, ধৃব, বধূ।.
ভাত, অধঃ, খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু। খাব, খুকী, খুব, তীর্থ, কর্তৃত্ব। কত কথা, কর্তা, কাকা, কাকী; খাব: বাবা, অর্ধঃ, দুধঃ, দুঃখ, তাকা, তদাকী, ধৃব, বধূ।.



☞☞☞নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) ছাড়া লিখতে হবে.
ঙ য ড প ট চ জ হ গ ড়.

☞☞☞নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) চেপে ধরে রেখে লিখতে হবে।.
ং য় ঢ ফ ঠ ছ ঝ ঞ ঘ ঢ়.
এবার নিজে নিজে কী বোর্ড না দেখে লেখতে চেষ্টা করুন।.
পাপ, জাহাজ, চাচা, টাকা, যাব চাঙা, পড়, ডাব, জড়, জীব, ছাতা, আড়ং, আয়া, ঠাট্, ফাহাত, ঘী, ঝাঝা, ঢংঢং, ছাতা,।.
অভাব, অর্ধ, কথা, ভাত, অধঃ, খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু।.

☞☞☞নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) ছাড়া লিখতে হবে.
্ র ও ে র ন স ম , . /.
.

☞☞☞নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) চেপে ধরে রেখে লিখতে হবে।.
্য ৗ ৈ ল ণ ষ শ < > ? .
.

☞☞☞এবার নিজে নিজে কী বোর্ড না দেখে লেখতে চেষ্টা করুন।.
পাপ, জাহাজ, চাচা, টাকা, যাব চাঙা, পড়, ডাব, জড়, জীব, ছাতা, আড়ং,রস মামা নানা ওরে কেমন আম্র, মরণ ওঝা, পরান, মৃণ পঠন, সত্য, মিথ্যা, আদৌ, কৈ, লাল, শামুখ, ষঢ়, কৃষাণ, ঝাল, রস, জড়, জীব। .
খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু। রস মামা নানা ওওে কেমন আম্র, মরণ ওঝা, পরান, মৃণ পঠন, সত্য, মিথ্যা, আদৌ, কৈ, লাল, শামুখ, ষঢ়, কৃষাণ, ঝাল, রস, জড়, জীব।.

☞☞☞যুক্তাক্ষর.
ক্ষ = ক ্ ষ।; ত্ত = ত ্ ত।.
ষ্ণ = ষ ্ ণ।; ক্ক = ক ্ ক।.
হ্ন = হ ্ ন।; ত্রু = ত+ ্র+ ু।.
গ্ধ = গ ্ ধ।; জ্ঞ = জ ্ ঞ।.
ঋ = ্ ৃ। ; ঞ্জ = ঞ ্ জ।.

                                          কম্পিউটার টাইপিং শিখুন


☞☞☞বাংলা এবং ইংরেজি টাইপিং টিউটিয়ালে সবাইকে স্বাগতম । ভূমিকাতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ইংরেজি টাইপ শেখার আলোচনা। খুবই সহজ ভাবেই মাত্র কয়েকদিনেই শেখা সম্ভব ইংরেজি টাইপ।



☞☞☞প্রথমে ছবির মতো করে কী বোর্ডে আপনার হাতটি বসান। ডান হাতের চার আঙ্গুল রাখবেন .. A, S, D, F এবং বাম হাতের আঙ্গুল রাখবেন J, K, L, ; এই কী গুলোতে।

☞☞☞এবার A থেকে শুরু করে ; পর্যন্ত একটা একটা করে কী চাপতে থাকুন এবং মনিটরে দেখুন কী লিখছেন। কয়েকবার লেখার পর আর কী বোর্ডের দিকে তাকাবেন না। এবার শুধু মনিটরের দিকে তাকিয়ে লিখুন। এভাবে 20 বার A থেকে ; পর্যন্ত লিখুন। এর পর মুখে বলে বলে লিখুন অর্থাৎ আগে বলুন তারপুর লিখুন অবশ্যই কী বোর্ডের দিকে না তাকিয়ে বলবেন এবং লিখবেন। এভাবে মোট 50 বার লিখুন । প্রথম দিন হাত একটু ব্যাথা লাগতে পারে। ব্যাথা লাগলে একটু বিরতী ‍দিয়ে আবার শুরু করুন। আরও 50 বার মুখে বলুন এবং লিখুন। প্রাকটিস লেখা শেষ হলে এবার নিচের শব্দগুলো কীবোর্ড না দেখে লেখার চেষ্টা করুন। আগের কথাগুলো মেনে যদি টাইপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিচের প্রতিটা শব্দ না দেখে লিখতে পারবেন।

(একই কী যদি আপনি শিফ্ট চেপে ধরে তারপর লিখেন তাহলে লেখা গুলো বড় হাতের হবে যদি CAPS LOCK লাইট অফ থাকে আর যদি CAPS LOCK লাইট অন থাকে তাহলে উল্টো হবে অর্থাৎ ছোট হাতের হবে।)

A S DF GH J K L ; 

☞☞☞All; ask; dad;Dhaka; flag; fad; gas;lall; lakh; lag;kall;jall; jag; has; hall; dad; add;slad; salad; shall; hall; ask kajal;jalal flasks; lall; flag; gas; had; has; dash; as; ass; slad; salad; shall; hall ; ask kajal ; jalal; flasks Dhaka khalada as add ; slad;salad ; shall; hall ; ask; kajal; jalal; flahs ; flash ; dash;; has; flasks ; Dhaka; khalada ; ass; add; slad ; salad; shall; hall ask ; kajal; jalal ; flags dash; has; flasks; Dhaka; khalada; dad; ask; as; flasks; as; jalal; has; add; slad; salad; shall; shall; salad; hall; ask; as; jalal; flasks; flahs; dash; has; flasks; all; ask; sad;Dhaka; flak flag fad; has; hlass; hall; lall; lakh; akg kall; flags; jall; jag; has; had; hall as; add; salad; hall; hall kajal; jalal; flags; Dhaka; has; Dhaka ; khalada; slad; salad; shall; hall; ask; kajal; dash; has; flasks; Dhaka; khalada kajal kajal; flags;

☞☞☞A এর উপর যে আ্ঙ্গুল ছিলো ঐ আঙ্গুল দিয়ে উপরের লাইন থেকে Q লিখুন এবং S এর উপরের আঙ্গুল দিয়ে W লিখুন। প্রতিটি কী লিখার পর আবার আগের যায়গায় আঙ্গুল নিয়ে আসুন। অর্থাৎ A এর উপর যে আঙ্গুল ছিলো ঐ আঙ্গুল দিয়ে Q লেখার পর আবার A এর উপর আঙ্গুল নিয়ে আসুন। এভাবে বাকি কী গুলো লিখে আবার আগের যায়গায় আঙ্গুল নিয়ে আসুন। 
এভাবে দুই হাতের আঙ্গুল গুলো দিয়ে উপরের কী গুলো সিরিয়াল অনুযায়ী লিখুন লিসন-1 এর নিয়মে। মনে রাখবেন, F এবং J এই আঙ্গুল দিয়ে প্রতি লাইন থেকে দুইটি করে কী লিখতে হবে। যেমন, প্রথম লাইন এ যে আঙ্গুল দিয়ে F লিখেছেন ঐ আঙ্গুল দিয়ে G লিখবেন তেমনি একই আঙ্গুল দিয়ে উপরের লাইনের R ও T এই কী দুইটি লিখতে হবে। ছবিতে দেখুন এই রঙের যে অক্ষর গুলো আছে তা একই আঙ্গুল দিয়ে লেখার জন্য। 
এখন লিসন -1 এর নিয়মে একটা একটা করে কী চাপতে থাকুন এবং মনিটরে দেখুন কী লিখছেন। কয়েকবার লেখার পর আর কী বোর্ডের দিকে তাকাবেন না। এবার শুধু মনিটরের দিকে তাকিয়ে লিখুন। এভাবে 20 বার লিখুন। এর পর মুখে বলে বলে লিখুন অর্থাৎ আগে বলুন তারপুর লিখুন অবশ্যই কী বোর্ডের দিকে না তাকিয়ে বলবেন এবং লিখবেন। এভাবে মোট 50 বার লিখুন । প্রথম দিন হাত একটু ব্যাথা লাগতে পারে। ব্যাথা লাগলে একটু বিরতী ‍দিয়ে আবার শুরু করুন। আরও 50 বার মুখে বলুন এবং লিখুন।

প্রাকটিস লেখা শেষ হলে এবার নিচের শব্দগুলো কীবোর্ড না দেখে লেখার চেষ্টা করুন। আগের কথাগুলো মেনে যদি টাইপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিচের প্রতিটা শব্দ না দেখে লিখতে পারবেন।

(একই কী যদি আপনি শিফ্ট চেপে ধরে তারপর লিখেন তাহলে লেখা গুলো বড় হাতের হবে তবে এক্ষেত্রে CAPS LOCK লাইট অফ থাকতে হবে । কিন্তু, যদি CAPS LOCK লাইট অন থাকে এবং শিফ্ট চেপে লেখেন তাহলে উল্টো হবে অর্থাৎ ছোট হাতের হবে।)

Q W E RT YU I O P

☞☞☞Put, park, owl, oil, it, illustrator, up, upset, yet, year, quit, quier, weak, wet, ear, eat, read, retailer, root, take, take, took, art, ago, this, is, year, weald, yield, upset, goat, quite, wear, roar, ill, owl, park, will, weak, heart, hard, field, jug, kite, kohl, lake, life. 

All, ask, sad, dad, Dhaka, flag, fad, gas, glass, lall, lakh, lag, kall, jall, jag, has, had, hall, as; add’ root, take, taka, took, art, ago, this, is, year, wwald, yield, upset, goat quite wear roar ill owl park slad; salas’shall; kajal’ jalal flags dash; has; flasks; Dhaka; 

khalada; dad; ask; Put, park, owl, oil, it, illustrator, up, upset, yet, year, quit, quier, weak, wet, ear, eat, read, retailer, root, take, take, took, art, ago, this, is, year, weald, yield, upset, goat, quite, wear, roar, ill, owl, park, will, weak, heart, hard, field, jug, kite, 

kohl, lake, as; flasks; as; jalal; has; add; slad; salad; shall; shall; salad; hall; ask; as; jalal; flasks; flahs; dash; has; flasks; all; ask; sad ;Dhaka; flak flag fad; has; hlass; hall; lall; lakh; akg kall; flags; jall; jag; has;

        কম্পিউটার টাইপিং শিখুন
☞☞☞A এর উপর যে আ্ঙ্গুল ছিলো ঐ আঙ্গুল দিয়ে নিচের লাইন থেকে Z লিখুন এবং S এর উপরের আঙ্গুল দিয়ে X লিখুন। প্রতিটি কী লিখার পর আবার আগের যায়গায় আঙ্গুল নিয়ে আসুন। 

অর্থাৎ A এর উপর যে আঙ্গুল ছিলো ঐ আঙ্গুল দিয়ে Z লেখার পর আবার A এর উপর আঙ্গুল নিয়ে আসুন। এভাবে বাকি কী গুলো লিখে আবার আগের যায়গায় আঙ্গুল নিয়ে আসুন। 

এভাবে দুই হাতের আঙ্গুল গুলো দিয়ে নিচের কী গুলো সিরিয়াল অনুযায়ী লিখুন লিসন-1 এর নিয়মে। মনে রাখবেন, F এবং J এই আঙ্গুল দিয়ে প্রতি লাইন থেকে দুইটি করে কী লিখতে হবে। 

যেমন, প্রথম লাইন এ যে আঙ্গুল দিয়ে F লিখেছেন ঐ আঙ্গুল দিয়ে G লিখবেন তেমনি একই আঙ্গুল দিয়ে নিচের লাইনের V ও B এই কী দুইটি লিখতে হবে। 

ছবিতে দেখুন এই রঙের যে অক্ষর গুলো আছে তা একই আঙ্গুল দিয়ে লেখার জন্য। এখন লিসন -1 এর নিয়মে একটা একটা করে কী চাপতে থাকুন এবং মনিটরে দেখুন কী লিখছেন। 

কয়েকবার লেখার পর আর কী বোর্ডের দিকে তাকাবেন না। এবার শুধু মনিটরের দিকে তাকিয়ে লিখুন। 

এভাবে 20 বার লিখুন। এর পর মুখে বলে বলে লিখুন অর্থাৎ আগে বলুন তারপুর লিখুন অবশ্যই কী বোর্ডের দিকে না তাকিয়ে বলবেন এবং লিখবেন। এভাবে মোট 50 বার লিখুন । 

প্রথম দিন হাত একটু ব্যাথা লাগতে পারে। ব্যাথা লাগলে একটু বিরতী ‍দিয়ে আবার শুরু করুন। আরও 50 বার মুখে বলুন এবং লিখুন।

প্রাকটিস লেখা শেষ হলে এবার নিচের শব্দগুলো কীবোর্ড না দেখে লেখার চেষ্টা করুন। আগের কথাগুলো মেনে যদি টাইপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিচের প্রতিটা শব্দ না দেখে লিখতে পারবেন।

(একই কী যদি আপনি শিফ্ট চেপে ধরে তারপর লিখেন তাহলে লেখা গুলো বড় হাতের হবে যদি CAPS LOCK লাইট অফ থাকে আর যদি CAPS LOCK লাইট অন থাকে তাহলে উল্টো হবে অর্থাৎ ছোট হাতের হবে।)

Z X C VB NM , . /



☞☞☞Axe, zebra, create, vat, van, bird, build, near, newspaper, milk, monkey, mother, brother, come, x-ray, relax, zoo. Mv.n, Vexz, Bliz, Home, vote, blind, normal, moral, clip, Xerox, zebra, super, >, great, 100, >, 90, 90

এবার নিচের একটি বাক্য দেওয়া আছে এই বাক্যটি শুধু মনিটরের দিকে তাকিয়ে লিখতে থাকুন। এই বাক্যে ইংরেজী 26টি অক্ষর ই রয়েছে। এটা যত চর্চা করবেন। আপনার হাত তত ফ্রি হয়ে যাবে।

             কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ



পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "কম্পিউটার টাইপিং শিখুন"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel