আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

বাংলাদেশের সকল সিমের দরকারি কোড জেনে নিন

বাংলাদেশের সকল সিমের দরকারি কোড জেনে নিন


বাংলাদেশের সকল সিমের দরকারি কোড

জিপি

গ্রামিনফোন: 

ব্যলান্স চেক : *566# 

নিজের নাম্বার দেখতে:*2# 

সিম প্যাকেজ চেক : *111*7*2# 

মিনিট দেখতে : *566*24# ,*566*20# 

এস এম এস দেখতে : *566*2# 

এম এম এস দেখতে : *566*14# 

এম বি দেখতে : *566*10# , *567#

বোনাস মিনিট দেখতেঃ *566*20#

টাকা ধার নিতেঃ *1010*1# Super FNF করতেঃ SuF স্পেস নাম্বার Send 2888

Super FNF পরিবর্তন করতেঃ old number স্পেস -New number Send 2888

নতুন FNF সেট করতেঃ *111*2*1*2* number#

FNF Number দেখতেঃ *111*2*1*1#

পরে কল করো : *123*Number#

নেট সেটিং রিকুয়েস্ট : *111*6*2#

মিস কল এলাট (অন) : type START MCA & Send to 6222

মিস কল এলাট (অফ) : Type STOP MCA & Send to 6222 . 

জিপি দিচ্ছে ৩০ এমবি ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স!

জিপি দিচ্ছে ৩০এমবি ইমারজেন্সি ইন্টারনেট! 

- ইমারজেন্সি ইন্টারনেট পেতে ডায়াল করুন *1010*2#

- যখন ব্যালেন্স ১টাকা বা তার কম থাকবে, তখন নেওয়া যাবে।

- ৩০এমবির মেয়াদ মোট ২দিন।

- এমবি চেক করতে ডায়াল *৫৬৭#

- পরবর্তী রিচার্জে ১০টাকা কেটে নেওয়া হবে।

- ১৮% ভ্যাট প্রযোজ্য হবে।

100 এসএমএস 5 টাকা : *111*10*6#

1 Day = 40 মিনিট : *111*29#

2দিন=5+Min,Sms,MB:*111*10*1#

7দিন = 100মিনিট :*111*100#

টাকা বোনাস : *566*8#

টাকা ধার নিতে : *1010*1#

ধার টাকা দেখতে : *566*28#

সকল সার্ভিস এর ইনফর্মেশন জানতেঃ *১১১#

অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার নিয়ম

গ্রামীণফোনের সকল পরিষেবা বন্ধ করুন:
টাইপ করুন " stop all " এবং 2332 পাঠাতে হবে।

গ্রামীণফোন ওয়েলকাম টিউন:
টাইপ করুন "stop " এবং পাঠিয়ে দিন 4000 নম্বরে

গ্রামীণফোন ইন্টারনেট বন্ধ:
* 500 * 40 # গ্রামীণফোন ফেসবুক:
টাইপ করুন " stop " এবং 32665 নম্বরে পাঠাতে হবে

গ্রামীণফোন ফেসবুক ইউএসএসডি:
ডায়াল করুন * 325 * 22 #

গ্রামীণফোন মোবাইল টুইটিং:
টাইপ করুন " stop " এবং 9594 নম্বরে পাঠাতে হবে

গ্রামীণফোন কল ব্লক:
"StopCB" টাইপ করুন এবং 5678 নম্বরে পাঠাতে হবে

গ্রামীণফোন মিসড কল অ্যালার্ট:
"STOPMCA" লিখুন এবং পাঠিয়ে দিন 6222

গ্রামীণফোন মিসড কল অ্যালার্ট:
"STOPMCA" লিখুন এবং পাঠিয়ে দিন 6222

গ্রামীণফোন স্পোর্টস সেবা:
2002 "STOPSN" লিখে এসএমএস করুন.

গ্রামীণফোন ক্রিকেট সেবা:
"STOPCR" টাইপ করুন এবং 2002 নম্বরে এসএমএস.

গ্রামীণফোন মোবাইল ব্যাকআপ:
"StopMB" লিখুন এবং 6000 নম্বরে পাঠাতে হবে

গ্রামীণফোন বাডি ট্র্যাকার:
টাইপ করুন "বন্ধ করুন" এবং 3020 নম্বরে পাঠাতে হবে

গ্রামীণফোনের মিউজিক নিউজ:
টাইপ করুন "স্টপ বিডি" এবং 4001 নম্বরে পাঠাতে হবে

গ্রামীণফোনের ভয়েস চ্যাট:
2828 নম্বরে ডায়াল করুন এবং 8 চাপুন

নতুন সংযোগে আকর্ষণীয় অফার 

অফার বিস্তারিত:
নতুন সংযোগে পাবেন ৫ টাকার প্রিলোডেড অ্যামাউন্ট

ভিলেজ ফোন-এ ৫০ টাকার প্রিলোডেড অ্যামাউন্ট পাবেন 

সকল প্রিলোডেড অ্যামাউন্ট-এর মেয়াদ বোনাস প্রাপ্তির দিন থেকে ৩০ দিন (বিতরণের দিনসহ) 

প্রিলোডেড অ্যামাউন্ট জানতে ডায়াল *৫৬৬# 

নতুন সিমে ইন্টারনেট ব্যবহারে টাকা ১.০০/MB চার্জ প্রযোজ্য হবে, সর্বোচ্চ ৫MB পর্যন্ত। একই রেটে ২০০MB পর্যন্ত নিরবিছিন্ন ইন্টারনেট সংযোগ অব্যাহত রাখতে ডায়াল করুন *121*3352# অথবা ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3# 

প্রথম রিচার্জে ফ্রি ইন্টারনেট, ১ পয়সা প্রতি সেকেন্ড: 

প্রথমবার ঠিক ৩৪ টাকা রিচার্জে গ্রাহকগণ ২৪ ঘণ্টা যেকোনো লোকাল অপারেটরে ১পয়সা/সেকেন্ড কল রেটে কথা বলতে পারবেন, যার মেয়াদ ৩০ দিন। সাথে পাবেন ৭ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট এবং ৩টি এমএমএস। 

"যেকোনো লোকাল অপারেটর” বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন এবং জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়। 

স্পেশাল ট্যারিফ শেষে গ্রাহকগণ রেগুলার প্যাকেজ রেট উপভোগ করবেন 

স্পেশাল লোয়ার ট্যারিফ-এ থাকা অবস্থায় অন্য কোনো লোয়ার ট্যারিফ প্রযোজ্য হবে না। বোনাস অ্যামাউন্ট, বোনাস মিনিট বা ইমার্জেন্সি ব্যালেন্স-এ লোয়ার ট্যারিফ প্রযোজ্য হবে না এবং এগুলো আগে ব্যবহৃত হবে 

বোনাস ও মেয়াদ জানতে ডায়াল *১২১*১*২# 

প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য, এরপর ৩৪ টাকা রিচার্জের অফার প্রযোজ্য হবে না। ক্যাম্পেইন চলাকালীন উল্লেখিত রিচার্জ পয়েন্টসমূহ (৯ টাকা, ৩৪ টাকা) শুধুমাত্র নতুন সংযোগ গ্রহণকারী গ্রাহকের জন্য প্রযোজ্য হবে এবং অন্য সকল গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে। ৫৪ টাকা রিচার্জ পয়েন্টও সকল গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে 

৯ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট:

গ্রাহকগণ ৯ টাকা রিচার্জে (সকল চার্জ অন্তর্ভুক্ত) ১ জিবি ইন্টারনেট কেনার সুবিধা উপভোগ করতে পারবেন। ৭ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট কিনতে গ্রাহককে ঠিক ৯ টাকা (সকল চার্জ অন্তর্ভুক্ত) রিচার্জ করতে হবে 

গ্রাহকগণ প্রতি মাসে সর্বোচ্চ একবারই ৯ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন 

৯ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) ১ জিবি ইন্টারনেট অফারটি সংযোগ চালু হওয়ার পর ৩৪ টাকা রিচার্জ-এর মাস সহ ৯ মাস পর্যন্ত চালু থাকবে 

৯ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) ১ জিবি ইন্টারনেট অফারটির মেয়াদ ৭ দিন 

ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকগণ সর্বোচ্চ ৯ বার অফারটি নিতে পারবেন 

প্রতি মাসে কেনার অবশিষ্ট সুযোগ জানতে ডায়াল *১২১*১১১১# 

ইন্টারনেট ভলিউম শেষ হবার পর ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা ১.০০ /MB চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫MB পর্যন্ত। একই রেটে ২০০MB পর্যন্ত নিরবিছিন্ন ইন্টারনেট সংযোগ অব্যাহত রাখতে ডায়াল করুন *121*3352# অথবা ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3# 

সকল চার্জে ৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য + মূল কল রেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য 


                                                   বাংলাদেশের সকল সিমের দরকারি কোড

বাংলালিংক 

ব্যালেন্স চেক : *124# 

নিজের নাম্বার দেখতে : *511#

সিম প্যাকেজ চেক : *125#

মিনিট চেক : *124*2#

এস এম এস চেক : *124*3#

এম এম এস : *124*2#

এম বি চেক : *124*5#, *222*3#

GPRS ডিয়েক্টিভ *222*2*Package Code#

এমবি বোনাস চেক *124*5#

১০০ এসএমএস *222*8#

১০০ এসএমএস বন্ধ করা *222*9#

১০০ এসএমএস চেক *124*3#

500 SMS এক্টিভিট *132*1#

500 SMS ব্যালেন্স চেক *124*2#

চেক বোনাস টক টাইম এন্ড ব্যালিডিটি *124*3# or *124*4#

65paisa/min এক্টিভিট *166*4*2#

65paisa/min ডিএক্টিভিট *166*5#

পরে কল করো : *126*Number#

নেট সেটিং রিকুয়েস্ট : Type ALL & Sent to 3343

মিস কল এলাট (অন) : Type START & Send to 622

মিস কল এলাট (অফ) : Type STOP & Send to 622

টাকা ধার নিতেঃ *874# অথবা *321#

Special FNF করতেঃ *166*7*Number#

Special FNF পরিবর্তন করতেঃ 166*7*old FnF*new FnF#

নতুন FNF সেট করতেঃ *789*7*3*1#

FNF Number দেখতেঃ *789*7*3*2#

FNF মুছে ফেলতেঃ *789*7*3*4#

পাওয়ার মেনুঃ *789#

বোনাস পয়েন্ট দেখতেঃ *567*1# অথবা *720*1#

বিল পরিশোধঃ *777#

রেলের টিকিতঃ *131#

চাকুরীর জন্যঃ *108*1# বন্ধ করতে *108*1*2# 

নতুন সংযোগে দারুণ অফার

বেশি দেওয়ার বেলায় চ্যাম্পিয়ন বাংলালিংক এবার আপনার জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় একটি প্যাকেজ! 

নতুন বাংলালিংক প্রিপেইড সংযোগে মাত্র ২২৪ ও ২২২ টাকা প্রথম রিচার্জে গ্রাহকরা পাচ্ছেন ভয়েস ও ইন্টারনেটের দারুণ সব অফার! 

আরও থাকছে ০.৯ পয়সা/সেকেন্ড কলরেট যেকোনো নেটওয়ার্কে ৩০ দিনের জন্য! 

২২৪ টাকা প্রিপেইড বান্ডেল

মিনিট (যেকোনো অপারেটরে) ৪০০ মিনিট

ইন্টারনেট (সব ধরণের ব্যবহারের জন্য) 200MB

কল রেট (যেকোনো নেটওয়ার্কে) .৯ পয়সা/সেকেন্ড (৫৪ পয়সা/মিনিট)

মেয়াদ ৩০ দিন

অতিরিক্ত (বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার পর) 

কল রেট (যেকোনো নেটওয়ার্কে) ১ পয়সা/সেকেন্ড (৬০ পয়সা/মিনিট)

মেয়াদ আজীবন

ফলো আপ বান্ডেল (পুনরায় ক্রয়ের ক্ষেত্রে) ২২৩ টাকা (একই অফার) 

২২২ টাকা প্রিপেইড বান্ডেল

মিনিট (যেকোনো অপারেটরে) ১০০ মিনিট 

ইন্টারনেট (সব ধরণের ব্যবহারের জন্য) 5GB 

কল রেট (যেকোনো নেটওয়ার্কে) .৯ পয়সা/সেকেন্ড (৫৪ পয়সা/মিনিট) 

মেয়াদ ৩০ দিন ৩০ দিন 

অতিরিক্ত (বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার পর) 

কল রেট (যেকোনো নেটওয়ার্কে) ১ পয়সা/সেকেন্ড (৬০ পয়সা/মিনিট)

মেয়াদ আজীবন 

ফলো আপ বান্ডেল (পুনরায় ক্রয়ের ক্ষেত্রে) ২২১ টাকা (একই অফার)


                                                         বাংলাদেশের সকল সিমের দরকারি কোড


রবি :

ব্যালেন্স চেক: *222#

নিজের নাম্বার দেখতে: *140*2*4#

সিম প্যাকেজ চেক: *140*14#
< সিম পাকেজ বদলাতেঃ *140*24# মিনিট চেক: *222*3#

এস এম এস চেক: *222*11#

এম এম এস চেক : *222*13#

এম বি চেক: *222*81# , 8444*88#

টাকা ধার নিতেঃ *8811*1# অথবা *123*007#

মিনিট ধার নিতেঃ *123*008#

বোনাস টাকা : *222*1#

ফ্রী মিনিট : *222*2#

মিনিট কেনার জন্য : *222*3#

নেট সেটিং রিকুয়েস্ট : *140*7#

মিস কল এলাট (অন): Type ON & Send to 8272

মিস কল এলাট (অফ): Type OFF & Send to 8272

ইন্টারনেট সেটিং : *140*7#

আপনার অফার জানতেঃ *999#

হেল্প লাইনঃ ১২৩ বা ০১৮১৯-৪০০৪০০ বা আপনার সমস্যা লিখে ৮১২৩ তে পাঠান।

কল ইনফু সেন্টারঃ ১২০০

বিভিন্ন প্যাকেজ সমন্ধে জানতেঃ *১৪০*২৪#

এফএনএফ মেনুঃ *১৪০*৫#

ইন্টারনেট কিনতেঃ *৮৪৪৪# বা *১৪০*৭# বা ৮৪৪৪

ব্যালেন্স ট্রান্সফারঃ মেসেজে গিয়ে টাকার পরিমান লিখে ১২১২০১৮xxxxxxxx এ পাঠান।

আজকের অফার জানতেঃ *৯৯৯# বা *৯৯৯*১#

বন্ধ সিমের আওতায় কিনা জানতেঃ মেসেজে গিয়ে A লিখে ৮০৫০ তে পাঠান।

বর্তমান প্যাকেজ দেখতেঃ *১৪০*১৪#

রবি রেডিওঃ ৮০৮০

রবি গুণগুণঃ *১১১# বা ১১১

কমপ্লেইন সেন্টারঃ ১৫৮

ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স আনতেঃ *৮৮১১*১#

ইমারজেন্সি বা ঝটপট ব্যালেন্স বন্ধ করতেঃ ৮৮৮১১*২#

সর্বশেষ রিচার্জ জানতেঃ *৭৭৭#

রিফিল বা রিচার্জ করতেঃ *১১১*কার্ড নাম্বার#

১১.৫০ টাকায় ২৫ এমবি কিনতেঃ *৮৪৪৪*২১# (এক দিন)

২.৩০ টাকায় ৪ এমবি কিনতেঃ *৮৪৪৪*৪# (এক দিন)



নতুন প্রিপেইড সংযোগ

৯ টাকায় ১জিবি ইন্টারনেট
#১ 4.5G নেটওয়ার্কের সাথে উপভোগ করুন সেরা ইন্টারনেট অফার। 

২৫ টাকা বোনাস ব্যালান্স

প্রথমবার ৩৪ অথবা ৫৪ টাকা রিচার্জ করলে পাবেন আরও ২৫ টাকা বোনাস ব্যালান্স 

স্পেশাল কল রেট

যে কোনো অপারেটরে ৪৮ পয়সা/মিনিট, মেয়াদ ৩০ দিন 

যতবার ইন্টারনেট কিনবেন ততবার সারপ্রাইজ

এখন যে কোন ইন্টারনেট প্যাক কিনলেই পাচ্ছেন সারপ্রাইজ ইন্টারনেট বোনাস! 

স্ট্রিমিং বোনাস: সিনেমা ও নাটক দেখা এবং ভিডিও বানাতে এবং শেয়ার করতে পারবেন। 

সোশ্যাল এবং গেমিং বোনাস: যেকোনো মুহূর্ত শেয়ার করা, ইমোতে প্রিয়জনের সাথে চ্যাট কিংবা কল/ভিডিও কল, হোয়াট্‌স্যাপে মেসেজ পাঠানো, এবং জনপ্রিয় গেম খেলতে পারবেন। 

যেমন খুশি ইন্টারনেট বোনাস: যে কোনও কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

ইন্টারনেট প্যাক কিনুন

যদিও আপনি বেশিরভাগ ইন্টারনেট প্যাক কিনলেই বোনাস পাবেন তবে নিচের বান্ডেলগুলোর সাথে সর্বাধিক সারপ্রাইজ বোনাস পাওয়া যাবে: 

১৭ টাকা ১০০ এমবি ৩ দিন রিচার্জ ১৭ 

২৩ টাকা ১৫০ এমবি ৩দিন রিচার্জ ২৩ 

৪১ টাকা ২ জিবি ৩দিন USSD কোড *১২৩*০৪১#

৮৯ টাকা ১ জিবি ৭দিন USSD কোড *১২৩*০৮৯# 

১০১ টাকা ১.৫ জিবি ৭দিন USSD কোড *১২৩*১০১#

১০৮ টাকা ২ জিবি + ২ জিবি 4G ৭দিন USSD কোড *১২৩*০১০৮#

১২৯ টাকা ৩ জিবি + ৩ জিবি 4G ৭দিন USSD কোড *১২৩*০১২৯#

১৯৯ টাকা ৭ জিবি + ৩ জিবি 4G + (আইফ্লিক্স, রবি টিভি, রবি স্ক্রিন, মাই স্পোর্টস সাবস্ক্রিপশন) ৭দিন USSD কোড *১২৩*০১৯৯#

৪৬ টাকা ২৫০ এমবি ৩০দিন USSD কোড *১২৩*১১০#

১১৯ টাকা ১ জিবি ৩০দিন USSD কোড *১২৩*০১১৯#

২০৯ টাকা ২ জিবি ৩০দিন USSD কোড *১২৩*২০৯#

৩১৬ টাকা ৪ জিবি ৩০দিন USSD কোড *১২৩*৩১৬#

৫০১ টাকা ১০ জিবি(৭জিবি + ৩জিবি 4G) + (আইফ্লিক্স, রবি টিভি, রবি স্ক্রিন, মাই স্পোর্টস সাবস্ক্রিপশন) ৩০দিন *১২৩*৫০১#

৬৪৯ টাকা ১৫ জিবি + (আইফ্লিক্স, রবি টিভি, রবি স্ক্রিন, মাই স্পোর্টস সাবস্ক্রিপশন) ৩০দিন *১২৩*৬৪৯#

কম্বো অফার: 

মূল্য ইন্টারনেট ও মিনিট মেয়াদ (দিন) USSD কোড/ রিচার্জের পরিমাণ 

৫৮ টাকা ৬০০ এমবি+৩০ মিনিট+৩০ এসএমএস ৭দিন USSD কোড *১২৩*০৫৮#

৯৮ টাকা ১ জিবি+৫০ মিনিট+১০০ এসএমএস ৭দিন USSD কোড *১২৩*০৯৮#

২৫১ টাকা ২ জিবি+১৫০ মিনিট +১৫০ এসএমএস ৩০দিন USSD কোড *১২৩*২৫১#

শর্তাবলী 

সকল রবি গ্রাহক এই ক্যাম্পেইনের যোগ্য 

ইন্টারনেট প্যাক মূল্যে যাবতীয় ট্যাক্স অন্তর্ভুক্ত আছে 

ইন্টারনেট ব্যালান্স চেক করতে *৩# ডায়াল করুন অথবা মাইরবি অ্যাপে গিয়ে ব্যালান্স চেক করুন।
                                                         বাংলাদেশের সকল সিমের দরকারি কোড

এয়ারটেল

ব্যালেন্স চেক: *778#

নিজের নাম্বার দেখতে: *121*7*3#

সিম প্যাকেজ চেক : *121*2*1*1#

ইন্টারনেট Prepaid/Postpaid: *121*3#

3G ইন্টারনেট প্যাক ঃ *121*999#

3G এম বি চেকঃ *778*700# 

ইন্টারনেট সেটিংঃ *121*3*5*1#

ভিডিও ইন্টারনেট পাকঃ *121*3*2#

ফেসবুক ইন্টারনেট প্যাকঃ *121*3*3#

নতুন FNF সেট করতেঃ *121*7*1*1#

FNF Number দেখতেঃ *121*7*1*3#

FNF মুছে ফেলতেঃ *121*7*1*2#

বিশেষ অফার জানতেঃ *121*2*1*3#

পছন্দের গান সেট করতেঃ *121*4*1*1#

গান বন্ধ করতেঃ *121*4*2*1#

অপ্রয়োজনীয় এসএমএস বন্ধ করতেঃ *121*7*5#

কল মি ব্যাকঃ *121*7*2#

মিনিট চেক: *778*5# or *778*8#

এস এম এস চেক: *778*2# 

এম এম এস চেক: *222*13#

এম বি চেক: *8444*88#

পরে কল করো : *121*5#

নেট সেটিং রিকুয়েস্ট : *140*7# 

মিস কল এলাট (অন): *121*4*1*2#

মিস কল এলাট (অফ):*121*4*2*2# 

আপনার অফার জানতেঃ *৯৯৯#

নতুন সংযোগে অফার

মূল্য: ১০০ টাকা 

প্রিলোডের পরিমাণ: ৫ টাকা, মেয়াদ ৯০ দিন (*৭৭৮#)

ফ্রি ইন্টারনেট: ৫০ এমবি, মেয়াদ ১০ দিন (*৮৪৪৪*৮৮#) 

ল্যান্ডিং ট্যারিফ: ১.২ পয়সা/সেকেন্ড (এনিনেট) 

প্রথম রিচার্জে অফারঃ

সিম অ্যাকটিভেশনের ৩০ দিনের মধ্যে ৬১ টাকা রিচার্জ করলে
মূল একাউন্টঃ ৪২ টাকা (*৭৭৮#) 

ইন্টারনেটঃ ২ জিবি, মেয়াদ ১০ দিন (*৮৪৪৪*৮৮#) 

স্পেশাল কল রেটঃ ০.৯ পয়সা/সেকেন্ড (এনিনেট, এনিটাইম) 

মেয়াদচক্রঃ প্রতি ৩০ দিনে ৮৯ টাকা রিচার্জ করলেই স্পেশাল কল রেট রিনিউ হয়ে যাবে পরবর্তী ৩০ দিনের জন্য 

অফার ১:

পরবর্তী ১০ বার রিচার্জে ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট! 

শর্ত ১: পরবর্তী ১০ মাসের মধ্যে 

শর্ত ২: প্রতি মাসে ১ বার 

সর্বমোট: ১জিবি * প্রতি মাসে ১ বার * ১০ মাস = ১০ জিবি 

প্রতিবার: মূল একাউন্ট: ০ টাকা (*৭৭৮#) 

ইন্টারনেট: ১ জিবি, মেয়াদ ৭ দিন (*৮৪৪৪*৮৮#) সর্বমোট ১০ জিবি 

প্রথম ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

দ্বিতীয় ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

তৃতীয় ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

চতুর্থ ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

পঞ্চম ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

ষষ্ঠ ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

সপ্তম ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

অষ্টম ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

নবম ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

দশম ৩০ দিন: ১ জিবি/৯ টাকা 

অফার ২:

৩১ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন + ১ জিবি 4G ইন্টারনেট, মেয়াদ ১৫ দিন (এনিটাইম, *৮৪৪৪*৮৮# or *৩#) 

শর্ত ১ঃ আনলিমিটেড 

শর্ত ২ঃ প্রথম ৩ মাস 

টোটালঃ যতোবার খুশি ততোবার 

শর্তাবলী:

অফার ১ এবং অফার ২ উভয়েই অধিগ্রহণ এবং নতুন প্রিপেইডে দারুণ অফারের জন্য প্রযোজ্য। 

২৪ ঘন্টার মধ্যেই অ্যাকটিভেশন বোনাস উপভোগ করতে পারবেন 

যদি বিবরণ দেওয়া না থাকে তাহলে প্রিপেইডের জন্য সাধারণ চার্জ প্রযোজ্য হবে (লোকাল SMS: ০.৩৯ টাকা; আন্তর্জাতিক SMS: ২.৫ টাকা) 

ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ বহির্ভূত 

১ জিবি/৯ টাকা, ১ জিবি/৩১ টাকা এবং স্পেশাল কল রেট, সবগুলোর ৩০ দিনের সাইকেল শুরু হবে প্রথম ৬১ টাকা রিচার্জের দিন থেকে 

প্রথম 4G বোনাস উপভোগের জন্য 4G হ্যান্ডসেট, USIM এবং 4G নেটওয়ার্ক থাকা আবশ্যক 

4G অ্যাকটিভেশনের আগে 4G বোনাসের মেয়াদ N/A (প্রযোজ্য নয়) দেখাবে কিন্তু 4G অ্যাকটিভেশন হয়ে গেলে ব্যবহারকারী ১৫/৩০ দিনের মেয়াদ পাবে 

কর্তৃপক্ষ যেকোনো সময় উল্লেখিত রেটগুলো পরিবর্তন করার ক্ষমতা রাখে 


                                                         বাংলাদেশের সকল সিমের দরকারি কোড

টেলিটক: 

ব্যালেন্স চেক: *152#

নিজের নাম্বার দেখতে: Type “Tar” & send to 222

মিনিট চেক: *152#

এস এম এস চেক: *152#

এম এম এস চেক: *152#

এম বি চেক: *152#

নেট সেটিং রিকুয়েস্ট : Type SET & Send to 738

মিস কল এলাট (অন): Type REG & Send to 2455

সকল নতুন সিমের অফার দেখতে নিছে Next বাটন চাপুন



বাংলাদেশের সকল সিমের দরকারি কোড


ইমারজেন্সি ব্যালেন্স (সব সিম)

রবি 

রবি সিমে এই সুবিধাটা পাওয়ার জন্য আপনাকে রবি ঝটপট ব্যালেন্সে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

রেজিস্ট্রেশন- *৮৮১১*১#

ব্যালেন্স পাওয়ার জন্য “START” লিখে পাঠিয়ে দিন ৮৮১১ নাম্বারে।

এভাবে ০৫ থেকে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন।

রেজিস্ট্রেশন বাতিল করতে- *৮৮১১*২# অথবা “STOP” লিখে পাঠিয়ে দিন ৮৮১১ নাম্বারে।

ব্যালেন্স চেক করতে- *২২২*১৬#



জিপি

জিপি সিমের গ্রাহকরা ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত পাবেন

ব্যালেন্স পেতে- *১০১০*১#

ব্যালেন্স চেক করতে- *৫৬৬*২৮#

ইমারজেন্সি ইন্টারনেটঃ *১০১০*২# 

এয়ারটেল

এয়ারটেল সিমের গ্রাহকরা ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ৫ টাকা, ১০ টাকা, মেসেজ, ৩০ মেগাবাইট বা ৫০ মেগাবাইট পাবেন এক দিনের জন্য।

ব্যালেন্স পেতে- *১৪১*১০#

বাংলালিংক

বাংলালিংক সিমের গ্রাহকরা ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত পাবেন।

ব্যালেন্স পেতে- *৮৭৪# 





পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

3 Responses to "বাংলাদেশের সকল সিমের দরকারি কোড জেনে নিন "

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel