আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

নাটোর জেলা

নাটোর জেলা


নাটোর জেলা

ঢাকা থেকে নাটোর প্রায় ১৯৬.২ কিলোমিটার দূরে অবস্থিত। সড়কপথ ও রেলপথ দুভাবেই নাটোরে পৌছানো যাবে।

নাটোর জেলা

নাটোর জেলা(মোট আয়তন)☞☞১৮৯৬.০৫ বর্গ কিলোমিটার কিমি২( বর্গমাইল)।

 নাটোর জেলা(নামকরণ)☞☞নাটোর জেলার পাশ দিয়ে বয়ে গেছে নারদ নদী কথিত আছে এই নদীর নাম থেকেই 'নাটোর' শব্দটির উৎপত্তি। ভাষা গবেষকদের মতে নাতোর হচ্ছে মুল শব্দ। উচ্চারণগত কারণে নাটোর হয়েছে। নাটোর অঞ্চল নিম্নমুখী হওয়ায় চলাচল করা ছিল প্রায় অসম্ভব। জনপদটির দুর্গমতা বোঝাতে বলা হত নাতোর। নাতোর অর্থ দুর্গম। আরেকটি জনশ্রুতি আছে জমিদারদের পৃষ্ঠপোষকতার আমোদ-প্রমোদের জন্য গড়ে উঠেছিল বাইজিবাড়ি, নটিপাড়া জাতীয় সংস্কৃতি। এই নটি পাড়া থেকে নাটোর শব্দটির উৎপদ্দি হতে পারে বলে ধারণা করা হয়।

নাটোর জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞ ১৯৮৪ সালে নাটোর পূর্ণাঙ্গ জেলা লাভ করে। 

নাটোর জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে নওগাঁ ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা, পশ্চিমে রাজশাহী জেলা।
                                                   নাটোর জেলা

নাটোর জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৪ টি পৌরসভা।

নাটোর জেলা(মৌজা )☞☞ ১২৭২।

নাটোর জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৫২টি ইউনিয়নছাতনী,তেবাড়িয়া,দিঘাপতিয়া,লহ্মীপুর খোলাবাড়িয়া,বড়হরিশপুর,কাফুরিয়া,হালসা,শুকাশ,ডাহিয়া,ইটালী,কলম,চামারী,হাতিয়ান্দহ,লালোর,শেরকোল,তাজপুর,চৌগ্রাম,ছাতারদিঘী,রামানন্দখাজুরা,নাজিরপুর,বিয়াঘাট,খুবজীপুর,ধারাবারিষা,মসিন্দা,চাপিলা,জোয়াড়ী,বড়াইগ্রাম,জোনাইল,নগর,মাঝগাঁও,গোপালপুর,চান্দাই,লালপুর,ঈশ্বরদী,চংধুপইল,আড়বাব,বিলমাড়িয়া,দুয়ারিয়া,ওয়ালিয়া,দুড়দুরিয়া,অর্জুনপুরবরমহাটি,দিমচিলান,পাঁকা,জামনগর,বাগাতিপাড়া,দয়ারামপুর,ফাগুয়ারদিয়াড়,ব্রহ্মপুর,মাধনগর,খাজুরা,পিপরুল,বিপ্রবেলঘরিয়া।
নাটোর জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৭টি উপজেলানাটোর সদর উপজেলা,বাগাতিপাড়া উপজেলা,বড়াইগ্রাম উপজেলা,গুরুদাসপুর উপজেলা,লালপুর উপজেলা,সিংড়া উপজেলা,নলডাঙ্গা উপজেলা।

নাটোর জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞ 
☞ জুনাইদ আহমেদ পলক - রাজনীতিবিদ।
☞ ফরিদা পারভিন - লালন শিল্পী[৯]
☞ লতিফুল ইসলাম শিবলী - গীতিকার, সুরকার, সংগীত শিল্পী, নাট্যকার, লেখক
☞ আমজাদ খান চৌধুরী - ব্যবসায়ী, প্রধান নির্বাহী- প্রাণ-আরএফএল গ্রুপ
☞ আবু হেনা রনি - একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান , অভিনেতা, উপস্থাপক ও মডেল।[১০]
☞ সুলতানা ইয়াসমিন লায়লা - সঙ্গীত শিল্পী, ক্লোজআপ ওয়ান-২০১২ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন [১১]
☞ মহারাজা জগদিন্দনাথ রায় - রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক; ব্রিটিশ ভারতে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে তার অবদান ছিল।
☞ রাণী ভবাণী
☞ শংকর গোবিন্দ চৌধুরী(রাজনীতিবিদ)
☞ স্যার যদুনাথ সরকার - সাহিত্যিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ছিলেন।
☞ শরৎ কুমার রায়- বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর এর প্রতিষ্ঠাতা[১২][১৩][১৪][১৫]
☞ মাদার বখশ - রাজশাহী বিশ্ববিদ্যালয় এর স্বপ্নদ্রষ্টা ও স্রষ্টা
☞ মোঃ মাকসুদুর রহমান - জিন রহস্য আবিষ্কারক;
☞ রাধাচরন চক্র্যবর্তী -সাহিত্যিক
☞ এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, বীর উত্তম
☞ শফিয়দ্দিন সরদার(ঐতিহাসিক ঔপন্যাসিক)। নাটোর সদর।
☞ প্রমথনাথ বিশী(১১ জুন ১৯০১-১০ মে ১৯৮৫) একজন লেখক,শিক্ষাবিদ ও অধ্যাপক।
☞ প্রফেসর আব্দুস ছাত্তার, ডিপার্টমেন্ট অব ওরিয়েন্টাল আর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
☞ কার্তিক উদাস,বাউল(বাংলাদেশ বেতার,), লেখক, শিক্ষক।
☞ অধ্যক্ষ এম. এ. হামিদ।
☞ তাইজুল ইসলাম (ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল)।
☞ আলমগীর মহিউদ্দিন, সম্পাদক দৈনিক নয়া দিগন্ত।

নাটোর জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকা ও নাটোরের মধ্যে প্রতিদিন প্রচুর বিলাসবহুল ইন্টারসিটি সার্ভিস রয়েছে। প্রধানরা হল
পদ্মা এক্সপ্রেস
সিল্ক সিটি এক্সপ্রেস
ধূমকেতু এক্সপ্রেস।
বর্তমানে সিল্ক সিটি এক্সপ্রেসটি রবিবারে তাদের সেবা প্রদান করছে না, পদ্মা এক্সপ্রেসে মঙ্গলবারে তাদের কোন সেবা প্রদান করছে না, এবং ধূমকেতু এক্সপ্রেস সোমবারে চলাচল বন্ধ রাখছে।
দীর্ঘ দূরত্বের ট্রেনের জন্য প্রধান স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশন, যা রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। কখনো কখনো বিশেষ কারনে ট্রেনের যাত্রা সময় পরিবর্তন হতে পারে।

নাটোর জেলা(আকাশ পথ)☞☞নাটোর হতে প্রায় ৫০ কিঃমিঃ পশ্চিমে রাজশাহীতে 'শাহ মখদুম বিমানবন্দর' অবস্থিত। এখানে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে উড়োজাহাজ চলাচল করে।



নাটোর জেলা(নদনদী)☞☞পদ্মা নদী,আত্রাই,বড়াল নদী,নারদ নদ,তুলসী,নাগর,নন্দকুজা,খলসাডাংগা,বারনই,গোধাই,গুনাই উল্লেখষোগ্য।

নাটোর জেলা(বিখ্যাত খাবার)☞☞ কাঁচাগোল্লা,বনলতাসেন।

নাটোর জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
উত্তরা গণভবন (দিঘাপতিয়ার রাজবাড়ি)
নাটোর রাজবাড়ী
চলন বিল
বাগাতিপাড়ার দয়ারামপুর জমিদার বাড়ি
চলনবিল জাদুঘর
হালতি বিল
লালপুরের পদ্মার চর
শহীদ সাগর (গোপালপুর)
বুধপাড়া কালীমন্দির,
ধরাইল জমিদার বাড়ি
লুর্দের রানী মা মারিয়ার ধর্মপল্লী, নাটোর

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নাটোর জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel