আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

অক্টোবর মাসের দিবস সমূহ

অক্টোবর মাসের দিবস সমূহ


অক্টোবর মাসের নামকরণের ইতিহাস
ল্যাটিন ‘অক্টো’ মানে আট আর ‘বার’ শব্দটি বিশেষণ হয়ে সাফিক্স হিসেবে ব্যবহার হয়েছে। ‘অক্টো’ শব্দটির অর্থ অষ্টম কিন্তু জুলিয়ান এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে অক্টোবর হচ্ছে দশম মাস।

খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের দশম মাস হল অক্টোবর মাস। ৩০ দিনে অক্টোবর মাস হয়ে থাকে। সেপ্টেম্বর মাস শেষ হলে শুরু হয় অক্টোবর মাস, আর অক্টোবর মাসের পরে আসে নভেম্বর মাস।

বাংলাদেশের দিবস সমূহ
পথশিশু দিবস বা সুবিধাবঞ্চিত শিশু দিবস  : ২ অক্টোবর

শিক্ষক দিবস : ৫ অক্টোবর

কন্যা শিশু দিবস : ১১ অক্টোবর

নিরাপদ সড়ক দিবস : ২২ অক্টোবর

বৈশ্বিক দিবস সমূহ
আন্তর্জাতিক প্রবীণ দিবস: ১ অক্টোবর

বিশ্ব নিরামিষ দিবস: ১ অক্টোবর

বিশ্ব প্রাণী দিবস: ৪ অক্টোবর

বিশ্ব শিক্ষক দিবস: ৫ অক্টোবর
শিক্ষকদের অধিকার নিয়ে ইউনেস্কো ও আইএলও'র মধ্যকার ১৯৬৬ খ্রিস্টাব্দে সই করা চুক্তির প্রেক্ষিতে ১৯৯৪ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব ডাক দিবস: ৯ অক্টোবর
১৮৭৪ খ্রিস্টাব্দের ৯ অক্টোবর ২২টি দেশের প্রতিনিধিরা প্রথম আন্তর্জাতিক ডাক চুক্তি স্বাক্ষর করেন। তখন থেকেই দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: ১০ অক্টোবর
মানসিক স্বাস্থ্য নিরাপত্তার লক্ষ্য নিয়ে দিবসটি পালিত হয়ে থাকে।

বিশ্ব মান দিবস: ১৪ অক্টোবর
১৯৭০ খ্রিস্টাব্দ থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব দৃষ্টি দিবস: ১৪ অক্টোবর
বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধিদের প্রতি সাধারণ্যের দৃষ্টিকে সংহত করতে এই দিবসটি পালিত হয়ে আসছে। এখন দিবসটি ২০২০ খ্রিস্টাব্দ নাগাদ নিরাময়যোগ্য অন্ধত্বকে নির্মূল করার লক্ষ্যে পলিত হচ্ছে।

বিশ্ব সাদাছড়ি দিবস: ১৫ অক্টোবর

বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর

বিশ্ব তথ্য উন্নতকরণ দিবস: ২৪ অক্টোবর

বিশ্ব মিতব্যয়িতা দিবস: ৩১ অক্টোবর

আন্তর্জাতিক পোস্টকার্ড সপ্তাহ: অক্টোবরের প্রথম সপ্তাহ

বিশ্ব স্থাপত্য দিবস: অক্টোবরের প্রথম সোমবার

বিশ্ব হাসি দিবস: অক্টোবরের প্রথম শুক্রবার



আন্তর্জাতিক দিবস সমূহ
বিশ্ব শিশু দিবস : ১ অক্টোবর
১৯২০ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল দিবসটি প্রথম পালিত হলেও পরে ১৯৯৬ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক দিবসটি বিশ্বব্যাপী পালনের ঘোষণা দেয়া হয়।

আন্তর্জাতিক প্রবীণ দিবস : ১ অক্টোবর
১৯৯০ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় এই দিনটিকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘের হিসাবে বিশ্বে প্রবীণদের সংখ্যা ৭০ কোটি, বাংলাদেশের মোট জনসংখ্যার ৭% প্রবীণ এবং বাংলাদেশের প্রবীণদের ৭৮% বিধবা। জাতিসংঘের সংজ্ঞানুযায়ী ৬০ বছর বয়সোর্ধ্ব ব্যক্তিকে "প্রবীণ" বলা হয়।

বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর

বিশ্ব আবাসন দিবস বা বিশ্ব বসতি দিবস : প্রথম সোমবার
১৯৮৫ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪০তম অধিবেশনে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৯৮৯ খ্রিস্টাব্দ থেকে জাতিসংঘ, বসবাড়ির পরিবেশ উন্নয়নে অবদান রাখায় ব্যক্তি ও সংস্থাকে "জাতিসংঘ বসতি পুরস্কার" প্রদান করছে।

আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ হ্রাসকরণ দিবস : দ্বিতীয় বুধবার

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস : ১৫ অক্টোবর
২০০৭ খ্রিস্টাব্দের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস : ১৭ অক্টোবর

জাতিসংঘ দিবস : ২৪ অক্টোবর


পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "অক্টোবর মাসের দিবস সমূহ"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel