আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

সিরাজগঞ্জ জেলা

সিরাজগঞ্জ জেলা


সিরাজগঞ্জ জেলা

সিরাজগঞ্জ জেলা

সিরাজগঞ্জ জেলা (মোট আয়তন)☞☞২৪৯৭.৯২ কিমি২ (৯৬৪.৪৫ বর্গমাইল)।

সিরাজগঞ্জ জেলা (নামকরণ)☞☞বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারী সেরেস্তায় লিখিত ভুতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তিনি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গণে বিলীণ হয়। তিনি ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে।

সিরাজগঞ্জ জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৮৮৫ সালে পাবনা জেলার অধীনে সিরাজগঞ্জ মহকুমা গঠিত হয় এবং ১৯৮৪ সালে মহকুমাকে জেলায় উন্নীত করা হয়।

সিরাজগঞ্জ জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে বগুড়া জেলা, দক্ষিণে পাবনা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর জেলা, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা।
                                             সিরাজগঞ্জ জেলা

সিরাজগঞ্জ জেলা(মৌজা )☞☞সর্বমোট ১৪৬৭টি  মৌজা।

সিরাজগঞ্জ জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৫টি পৌরসভা।

সিরাজগঞ্জ জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৭৯টি ইউনিয়ন।

সিরাজগঞ্জ জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ২০২৪টি গ্রাম।

সিরাজগঞ্জ জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ০৯টি উপজেলা উল্লাপাড়া,কাজীপুর,কামারখন্দ,চৌহালী,তাড়াস,বেলকুচি,রায়গঞ্জ,শাহজাদপুর,সিরাজগঞ্জ সদর

সিরাজগঞ্জ জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকা হইতে উত্তরবঙ্গগামী সকল আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী রেলস্টেশন (কড্ডার মোড়, সদর উপজেলা) হয়ে গন্তব্যে যায়।

সিরাজগঞ্জ জেলা(আকাশ পথ)☞☞আকাশ পথে ঢাকার সাথে সিরাজগঞ্জের কোন যোগাযোগ নেই। তবে বেলকুচি উপজেলায় অবস্থিত খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি হেলিপ্যাড রয়েছে এবং ঢাকা থেকে সিরাজগঞ্জ জেলা সদরসহ সবকটি উপজেলায় হেলিকপ্টার যোগে যাতায়াত করা যায়।

সিরাজগঞ্জ জেলা(নদনদী)☞☞যমুনা, ইছামতি, করতোয়া, বারনাই, বড়াল, হুরাসাগর ও দূর্গাদহ নদী এবং চলনবিল উলে­খযোগ্য। চলনবিলের ১০ ভাগ এই জেলার তাড়াস উপজেলায় অবস্থিত।

সিরাজগঞ্জ জেলা(বিখ্যাত খাবার)☞☞ পানিতোয়া।

সিরাজগঞ্জ জেলা(বিখ্যাত ব্যক্তিবর্গ)☞☞ 
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
মাওলানা খোন্দকার আব্দুর রশীদ তর্কবাগীশ
মনসুর আলী (জাতীয় চার নেতার একজন)
গাজী আতাউর রহমান
মোহাম্মদ নাসিম
মাওলানা রফিকুল ইসলাম খান
ড: আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
কবি মহাদেব সাহা
ফজলে লোহানী
সুচিত্রা সেন
সমা সরকার সমাজ সেবক
যাদব চন্দ্র চক্রবর্তী
মকবুলা মঞ্জুর
মোহাম্মদ নজিবর রহমান, সাহিত্যরত্ন
রজনী কান্ত সেন
ফতেহ লোহানী
বাপ্পী লাহিড়ী
হৈমন্তী শুক্লা
আবদুল মতিন
জাহিদ হাসান
আফিয়া নুসরাত বর্ষা (অভিনেত্রী)

সিরাজগঞ্জ জেলা(বিখ্যাত স্থান)☞☞
►বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু
►মখদুম শাহের মাজার
►রবীন্দ্র কাচারিবাড়ি
►চলনবিল
►যাদব চক্রবর্তী নিবাস
►ইলিয়ট ব্রিজ
►শাহজাদপুর মসজিদ
►জয়সাগর দীঘি
►নবরত্ন মন্দির
►ছয়আনি পাড়া দুই গম্বুজ মসজিদ
►ভিক্টোরিয়া স্কুল
►হার্ড পয়েন্ট
►ইকো পার্ক
►মিল্কভিটা
►রাউতারা বাঁধ ও স্লুইসগেট
►বাঘাবাড়ি নদীবন্দর
►মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর বাড়ী
►ভোলা দেওয়ানের মাজার
►ধুবিল কাটার মহল জমিদার বাড়ী
►আটঘরিয়া জমিদার বাড়ী

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সিরাজগঞ্জ জেলা"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel