আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

সিলেট জেলা

সিলেট জেলা


সিলেট জেলা

                     সিলেট জেলা


সিলেট জেলা(মোট আয়তন)☞☞৩৪৫২ কিমি২ (১৩৩৩ বর্গমাইল)।
সিলেট জেলা(নামকরণ)☞☞প্রাচীন গ্রন্থাদিতে এ অঞ্চলকে বিভিন্ন নামের উল্লেখ্য আছে। হিন্দুশাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতি দেবীর কাটা হস্ত (হাত) এই অঞ্চলে পড়েছিল, যার ফলে 'শ্রী হস্ত' হতে শ্রীহট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম "সিরিওট" বলে উল্লেখ আছে। এছাড়া, খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এলিয়েনের বিবরণে "সিরটে", এবং পেরিপ্লাস অব দ্যা এরিথ্রিয়ান সী নামক গ্রন্থে এ অঞ্চলের নাম "সিরটে" এবং "সিসটে" এই দুইভাবে লিখিত হয়েছে। অতঃপর ৬৪০ খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চল ভ্রমণ করেন। তিনি তাঁর ভ্রমণ কাহিনীতে এ অঞ্চলের নাম "শিলিচতল" উল্লেখ করেছেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজী দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাঁদের দলিলপত্রে "শ্রীহট্ট" নামের পরিবর্তে "সিলাহেট", "সিলহেট" ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মিলে। আর এভাবেই শ্রীহট্ট থেকে রূপান্তর হতে হতে একসময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা ধারণা করেন। এছাড়াও বলা হয়, এক সময় সিলেট জেলায় এক ধনী ব্যক্তির একটি কন্যা ছিল। তার নাম ছিল শিলা। ব্যক্তিটি তার কন্যার স্মৃতি রক্ষার্থে একটি হাট নির্মাণ করেন এবং এর নামকরণ করেন শিলার হাট। এই শিলার হাট নামটি নানাভাবে বিকৃত হয়ে সিলেট নামের উৎপত্তি হয়।
সিলেট জেলা(প্রতিষ্ঠা  সাল)☞☞১৭ মার্চ ১৭৭২।
সিলেট জেলা(ভৌগোলিক সীমানা)☞☞উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
                                         সিলেট জেলা
সিলেট জেলা(মৌজা )☞☞সর্বমোট ১৬৯৩টি  মৌজা।

সিলেট জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ০৪টি পৌরসভাকানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জ।

সিলেট জেলা(মেট্রোপলিটন থানা)☞☞সর্বমোট ০৬টি মেট্রোপলিটন থানাজালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর, শাহপরান, কোতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা।

সিলেট জেলা(ওয়ার্ড )☞☞ সর্বমোট ২৭টি ওয়ার্ড।

সিলেট জেলা(মহল্লা )☞☞সর্বমোট ২২৪টি মহল্লা।

সিলেট জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৯৮টি ইউনিয়ন।

সিলেট জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ৩২২৫টি গ্রাম।

সিলেট জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ১৩টি উপজেলা সিলেট সদর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর, গোপালগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানী নগর।

 সিলেট জেলা( থানা)☞☞ সর্বমোট ১১টি থানা☞ ওসমানী নগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর ও গোপালগঞ্জ।

সিলেট জেলা(বিখ্যাত খাবার)☞☞কমলালেবু,চা,সাতকড়ার আচার । 

সিলেট জেলা(রেল যোগাযোগ)☞☞ঢাকার কমলাপুর রেল স্টেশন বা চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি সিলেট আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে।

সিলেট জেলা(আকাশ পথ)☞☞সিলেটে সরাসরি বিমানে আসা যায়; ঢাকা থেকে সিলেটের সাথে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়আর - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে ঢাকা থেকে সিলেটে আসার জন্য।

সিলেট জেলা(সড়কপথ)☞☞ঢাকার সায়েদাবাদ বাস স্টেশন থেকে সিলেটে আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪.৩০ হতে ৬ ঘন্টা। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আল-মোবারাকা সোহাগ, হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।

সিলেট জেলা(নৌপথ )☞☞অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে কেবলমাত্র সিলেট, শেরপুর ও আজমেরীগঞ্জ ছাড়া অন্য কোনো এলাকার সাথে ঢাকা থেকে বা সিলেট শহর হতে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। অপরদিকে, হাওড় এলাকায় যোগাযোগের একমাত্র বাহন নৌযান।

সিলেট জেলা(নদনদী)☞☞সুরমা, কুশিয়ারা, পিয়াইন, গড়াই।

সিলেট জেলা(চিত্তাকর্ষক স্থান ও পর্যটন আকর্ষণ)☞☞
হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহ পরান (রাঃ) এর পবিত্র মাজার শরীফ এ জেলায় অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে। আসে বিপুল সংখ্যক পর্যটক। সিলেট এর স্থানীয় ভাষা ‘‘নাগরী ভাষা’’র একটি বিশেষত্ব রয়েছে যা অন্য অঞ্চল থেকে পৃথক। শীত মৌসুমে সিলেটের হাওর-বাওর গুলো ভরে উঠে অতিথি পাখির কলরবে।
জাফলং
ভোলাগঞ্জ
লালাখাল
তামাবিল
হাকালুকি হাওর
ক্বীন ব্রীজ
হযরত শাহজালাল(রাঃ) ও হযরত শাহ পরাণ(রাঃ) এর মাজার শরীফ
মহাপ্রভু শ্রী চৈত্যনো দেবের বাড়ী
হাছন রাজার মিউজিয়াম
মালনি ছড়া চা বাগান
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর
পর্যটন মোটেল
জাকারিয়া সিটি
ড্রিমল্যান্ড পার্ক
আলী আমজদের ঘড়ি
জিতু মিয়ার বাড়ী
মনিপুরী রাজবাড়ি।
মনিপুরী মিউজিয়াম
শাহী ঈদগাহ
ওসমানী শিশু পার্ক
মাধবকুন্ড জলপ্রপাত
সিলেটি নাগরী লিপি
পাংতুমাই
রাতারগুল
টাংগুয়ার হাওর
লোভাছড়া
হাম হাম জলপ্রপাত
পরীকুন্ড ঝর্ণা
সাতছড়ি জাতীয় উদ্যান
হারং হুরং
বরাক নদীর তিন মোহনা

সিলেট জেলা(কৃতী ব্যক্তিত্ব)☞☞
জেনারেল এম,এ,জি ওসমানী
আগা মোহাম্মদ বেগ সিলেটে ব্রিটিশ বিরুধী আন্দলোনের সংগঠক ও নেতৃত্বদাতা।
সাইফুর রহমান সাবেক অর্থমন্ত্রী
আবুল মাল আব্দুল মুহিত
নুরুল ইসলাম নাহিদ
বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী
হেমাঙ্গ বিশ্বাস
গোবিন্দ চন্দ্র দেব (১৯০৭-১৯৭১)
সুহাসিনী দাস
খান বাহাদুর এহিয়া চৌধুরী (১৮৫১-১৯২৫)
হেনা দাস
শ্রীচৈতন্যদেব (১৪৮৫-১৫৩৩)
শীতালং শাহ (১৮০৬-১৮৯৯)
রাজা গিরিশচন্দ্র রায় (১৮৪৫-১৯০৮)
শরচ্চন্দ্র চৌধুরী (১৮৫১-১৯২৭)
বাধানাথ চৌধুরী (১৮৫৬-১৯৯২)
সুন্দরীমোহন দাস (১৮৫৭-১৯৫০)
মৌলভী আবদুল করিম (১৮৬৩-১৯৪৩)
অচ্যুতচরণ চৌধুরী (১৮৬৫-১৯৫৩)
শিতালং শাহ (গিতিকার)
গজনফর আলী খান (১৮৭২-১৯৫৯)
আরকুম শাহ (১৮৭৭-১৯৪১)
গুরুসদয় দত্ত (১৮৮২-১৯৪১)
পূর্ণেন্দুকিশোর সেনগুপ্ত (১৮৯৫-১৯৭৮)
যতীন্দ্রমোহন ভট্টাচার্য (১৯০৫-১৯৯০)
আবদুল গফ্ফার চৌধুরী (১৯১২-১৯৬৬)
আলী আমজাদ খা (১৮৬৯-১৯৫০)
রাধা রমন দত্ত-(১৮৩৬-১৯১১)
শাহ আবদুল করিম (১৯১৬- ২০০৯)
দুরবিন শাহ
সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সিলেট জেলা "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel