রাজবাড়ী জেলা
মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
Comment
রাজবাড়ী জেলা (মোট আয়তন)☞☞১১১৮.৮০ কিমি২ (৪৩১.৯৭ বর্গমাইল)।
রাজবাড়ী জেলা (নামকরণ)☞☞রাজা সূর্য্য কুমারের নামানুসারে রাজবাড়ীর নামকরণ করা হয়। রাজা সূর্য্য কুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজ-উদ-দৌলার রাজকর্মী থাকাকালীন কোন কারণে ইংরেজদের বিরাগভাজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষীকোলে এস আত্মগোপন করেন। পরে তাঁর পুত্র দ্বিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলে জমিদারী গড়ে তোলেন। তাঁরই পুত্র রাজা সূর্য্য কুমার ১৮৮৫ সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। ১৯৮৪ সালে ১মার্চ জেলা হিসেবে ঘোষণা করা হয়।
বর্তমান রাজবাড়ী জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৭৬৫ সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর (বর্তমান রাজবাড়ী জেলার কিয়দংশ) অঞ্চল রাজশাহীর জমিদারীর অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারী চিহ্ন হিসেবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে স্নানমঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এ জেলা এক সময় যশোর জেলারঅংশ ছিল। ১৮১১ সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়াও রাজবাড়ী জেলার বর্তমান উপজেলাগুলো অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। পাংশা থানা এক সময় পাবনাজেলার অংশ ছিল। ১৮৫৯ সালে পাংশা ও বালিয়াকান্দিকেনবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেয়া হয়। ১৮৭১ সালে গোয়ালন্দ মহকুমা গঠিত হলে পাংশা ও রাজবাড়ী এ নতুন মহকুমার সঙ্গে যুক্ত হয় এবং রাজবাড়ীতে মহকুমা সদর দফতর স্থাপিত হয়। ১৮০৭ সালে ঢাকা জালালপুরের হেড কোয়ার্টার ফরিদপুরে স্থানান্তর করা হয় এবং পাংশা থানা ফরিদপুরের অন্তর্ভুক্ত হয়। ১৮৫০ সালে লর্ড ডালহৌসির সময় ঢাকা জালালপুর ভেঙ্গে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। তখন পাংশা, বালিয়াকান্দি পাবনা জেলাধীন ছিল। ১৯৮৩ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মান উন্নীত থানা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের ১৮ই জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারী করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়।
রাজবাড়ী জেলা(প্রতিষ্ঠা সাল)☞☞গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে ১৯৮৪ সালের ১ মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়।
রাজবাড়ী জেলা(ভৌগোলিক সীমানা)☞☞পদ্মার অপর পারে পাবনা ও মানিকগঞ্জ। দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই নদী, গড়াই-এর ওপারে ঝিনাইদহ ও মাগুরা জেলা। পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া।
রাজবাড়ী জেলা(পৌরসভা)☞☞সর্বমোট ৩ টি পৌরসভা।
রাজবাড়ী জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৪২টি ইউনিয়ন।
রাজবাড়ী জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১০৩৬ টি গ্রাম।
রাজবাড়ী জেলা(মৌজা)☞☞ সর্বমোট ৮৫৮ টি মৌজা। রাজবাড়ী জেলা(ইউনিয়ন)☞☞ সর্বমোট ৪২টি ইউনিয়ন।
রাজবাড়ী জেলা(গ্রাম)☞☞ সর্বমোট ১০৩৬ টি গ্রাম।
রাজবাড়ী জেলা(উপজেলা)☞☞ সর্বমোট ৫টি উপজেলা।রাজবাড়ী সদর উপজেলা☞গোয়ালন্দ উপজেলা☞পাংশা উপজেলা☞বালিয়াকান্দি উপজেলা☞কালুখালী উপজেলা।
রাজবাড়ী জেলা(অর্থনীতি )☞☞রাজবাড়ি জেলার অর্থনীতি কৃষিনির্ভর।জেলাটিতে ধান,পাট,গম,ইক্ষু,পিঁয়াজ,তামাক এবং ডাল জাতীয় কৃষিজাত পণ্য উৎপাদিত হয়।জেলাটি শিল্পে সমৃদ্ধ না হলেও অর্থনীতিতে অবদান রয়েছে।
রাজবাড়ী জেলা (বিখ্যাত খাবার)☞☞ চমচম,খেজুরের গুড়।
রাজবাড়ী জেলা (কৃতী ব্যক্তিত্ব)☞☞
কাজী মোতাহার হোসেন,
মীর মোশাররফ হোসেন,
রোজিনা (অভিনেত্রী),
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী।
সোহেলী আক্তার একজন বাংলাদেশী মহিলা ক্রিকেটার।
কাজী মোতাহার হোসেন,
মীর মোশাররফ হোসেন,
রোজিনা (অভিনেত্রী),
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী।
সোহেলী আক্তার একজন বাংলাদেশী মহিলা ক্রিকেটার।
রাজবাড়ী জেলা(চিত্তাকর্ষক স্থান)☞☞
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন - ১৮৭৮ সালে বাণিবহের জমিদার গিরিজা শংকর মজুমদার ও তার ভাই অভয় শংকর মজুমদার প্রতিষ্ঠা করেন; যা ইতোমধ্যে প্রত্নতত্ত অধিদপ্তর এই স্থাপনাকে সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছে;
রাজবাড়ি সরকারি কলেজ
শাহ পাহলোয়ানের মাজার;
দাদ্শী মাজার শরীফ - রাজবাড়ী শহর থেকে ১ কিঃমিঃ পূর্বে;
জামাই পাগলের মাজার - রাজবাড়ী শহরের ৬ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে আহলাদিপুর মোড়;
নলিয়া জোড় বাংলা মন্দির - বালিয়াকান্দি থানার নলিয়া গ্রাম;
সমাধিনগর মঠ - বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন;
রথখোলা সানমঞ্চ - বেলগাছি;
নীলকুঠি;
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র - পদমদী;
দৌলতদিয়া ঘাট;
চাঁদ সওদাগরের ঢিবি;
কল্যাণদিঘি;
গোয়ালন্দ ঘাট।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন - ১৮৭৮ সালে বাণিবহের জমিদার গিরিজা শংকর মজুমদার ও তার ভাই অভয় শংকর মজুমদার প্রতিষ্ঠা করেন; যা ইতোমধ্যে প্রত্নতত্ত অধিদপ্তর এই স্থাপনাকে সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছে;
রাজবাড়ি সরকারি কলেজ
শাহ পাহলোয়ানের মাজার;
দাদ্শী মাজার শরীফ - রাজবাড়ী শহর থেকে ১ কিঃমিঃ পূর্বে;
জামাই পাগলের মাজার - রাজবাড়ী শহরের ৬ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে আহলাদিপুর মোড়;
নলিয়া জোড় বাংলা মন্দির - বালিয়াকান্দি থানার নলিয়া গ্রাম;
সমাধিনগর মঠ - বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন;
রথখোলা সানমঞ্চ - বেলগাছি;
নীলকুঠি;
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র - পদমদী;
দৌলতদিয়া ঘাট;
চাঁদ সওদাগরের ঢিবি;
কল্যাণদিঘি;
গোয়ালন্দ ঘাট।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "রাজবাড়ী জেলা"
একটি মন্তব্য পোস্ট করুন