আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়



বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১২ অক্টোবর ২০০৮সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়। এটি রংপুর বিভাগের একমাত্র পুর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়। রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে ২০০৯ সালে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে নাম পরিবর্তিত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। রংপুর বিভাগের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় এই বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রাখছে। বর্তমানে বিভিন্ন বিভাগে প্রায় ৭০০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরধরনসরকারি বিশ্ববিদ্যালয়স্থাপিত২০০৮আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যঅধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ[১]অবস্থানরংপুর, বাংলাদেশশিক্ষাঙ্গনশহরে, ৭৫ একরঅধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটbrur.ac.bd

উইকিমিডিয়া | © ওপেনস্ট্রীটম্যাপ

অনুষদ ও বিভাগসম্পাদনা

বিশ্ববিদ্যালযয়ের বিভিন্ন অনুষদ এবং এর অধীনে পঠিত বিভিন্ন বিভাগ এর নাম:

কলা অনুষদ

বাংলা(৬৫)ইংরেজি(৬৫)ইতিহাস ও প্রত্নত্তত্ত্ব (৬৫)

সামাজিক বিজ্ঞান অনুষদ

অর্থনীতি(৬০)রাষ্ট্রবিজ্ঞান(৬০)সমাজ বিজ্ঞান(৬০)উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ(৬০)গণযোগাযোগ ও সাংবাদিকতা(৬০)লোকপ্রশাসন (পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন) (৬০)

বিজ্ঞান অনুষদ

পদার্থ(৬০)গণিত(৬০)রসায়ন(৬০)পরিসংখ্যান(৬০)

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) (৩৫)ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) (৩৫)

জীব ও ভূবিজ্ঞান অনুষদ

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান(৫০)দূর্যোগ ব্যাবস্থাপনা(৫০)

ব্যবসায় প্রশাসন অনুষদ

অ্যাকাউন্টিং(৬০)মার্কেটিং(৬০)ম্যানেজমেন্ট(৬০)ফিনান্স ও ব্যাংকিং(৬০)

ইনস্টিটিউটসম্পাদনা

এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলেও সে প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে তার কার্যক্রম শুরু করতে পারেনি অদ্যাবধি। [২]

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel