আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়



জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলারনামাপাড়ার বটতলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় লোগো

ধরনসরকারি বিশ্ববিদ্যালয়স্থাপিত২০০৬আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যঅধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানশিক্ষার্থী৬০০০+স্নাতকবিএসসি ইঞ্জিঃ, বিবিএ, বিএসএস,বিএ, বিএফএ, এলএলবিস্নাতকোত্তরএমএসসিইঞ্জিঃ, এমবিএ, ইএমবিএ, এমএসএস, এমএ, এমডিএস, এমএফএ।

ডক্টরেট শিক্ষার্থী

২৯ (এম ফিল, পিএইচডি)অবস্থাননামা পাড়া বটতলা, ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ, বাংলাদেশশিক্ষাঙ্গনশহুরে, ৫৭ একরসংক্ষিপ্ত নামJKKNIUঅধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটhttp://www.jkkniu.edu.bd/

উইকিমিডিয়া | © ওপেনস্ট্রীটম্যাপ

অবস্থানসম্পাদনা

এটি ময়মনসিংহ শহর হতে প্রায় ২২ কিলোমিটার দূরে, ত্রিশাল উপজেলা সদর হতে ৩ কিলোমিটার দূরে নামা পাড়া বটতলায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ২০০৬সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা হতে এর দূরত্ব ১০০ কিলোমিটার। কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত বটতলা ঘেঁষে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত।

নামকরণসম্পাদনা

কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার স্মরণে কবি নজরুলের স্মৃতি বিজরিত বটতলাতে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় । কবি নজরুল ছোট বেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। কবি ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে পড়াশুনা করতেন ।

ইতিহাসসম্পাদনা

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ১৯৯০-এর দশক থেকে বেসরকারি খাতে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি ছিলেন ড. আশরাফ সিদ্দিকী, সহসভাপতি অধ্যক্ষ হামিদা আলী এবং কোষাধ্যক্ষ বদিউজ্জামান, অবসরপ্রাপ্ত মহাপরিচালক, বাংলাদেশ ডাক বিভাগ। ফোরাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে দুই ধরনের সাহায্যদাতা সংগ্রহ করে। এক অর্থদাতা, দুই জমিদাতা। অর্থদাতাদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেন তত্কালীন ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ, বেশকিছু সংখ্যক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চিকিৎসক এবং বিদ্যানুরাগী।

২০০৪ সালের ফেব্রুয়ারীতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে একনেকের বৈঠকে একটি প্রকল্প অনুমোদিত হয়।[১] তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের ১লা মার্চ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৭ এর ২৫ মার্চ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বেগম খালেদা জিয়া দুটি অনুষদের কার্যক্রম উদ্বোধন করেন এবং ৩ জুন ২০০৭ এ প্রথম ব্যচের ক্লাস শুরু হয়। অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান ছিলেন প্রথম উপাচার্য।[২] প্রথম ব্যাচে কলা অনুষদের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ১৮৫ জন ছাত্র ভর্তি হয়।[১]

অনুষদসমূহসম্পাদনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪ টি অনুষদের অধীনে মোট ২৩ টি বিভাগ রয়েছে।

অনুষদের নামবিভাগ সমূহবিজ্ঞান ও প্রকৌশল অনুষদকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগতড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগপরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগপরিসংখ্যান বিভাগব্যবসায় প্রশাসন অনুষদহিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগফিন্যান্স ও ব্যাংকিং বিভাগমানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগব্যবস্থাপনা বিভাগসামাজিক বিজ্ঞান অনুষদঅর্থনীতি বিভাগলোকপ্রশাসন ও সরকার ব্যবস্থাপনা বিভাগআইন বিভাগফোকলোর বিভাগনৃ-বিজ্ঞান বিভাগপপুলেশন সায়েন্স বিভাগস্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগসমাজতত্ত্ব বিভাগকলা অনুষদবাংলা ভাষা ও সাহিত্য বিভাগইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগসঙ্গীত বিভাগচারুকলা বিভাগথিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগদর্শন বিভাগমোট অনুষদঃ ৪ টিমোট বিভাগঃ ২৩ টি

[৩]

বিজ্ঞান ভবন

আবাসিক হলসম্পাদনা

বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য অগ্নিবীণা হল এবং ছাত্রীদের জন্য দোলনচাঁপা হল। বর্তমানে দশ তালা বিশিষ্ট দুটি হল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ( ছাত্রদের জন্য ) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ( ছাত্রীদের জন্য ) নির্মাণাধীন রয়েছে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel