হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রবিবার, ২১ জুলাই, ২০১৯
Comment
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রংপুর বিভাগের প্রথম বিশ্ববিদ্যালয় এটি। তেভাগা আন্দোলন এর জনক ও এ অঞ্চলের জনদরদী কৃষকনেতা হাজী মোহাম্মদ দানেশ এর নামানুসারে এর নামকরণ করা হয়। এটি উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠ যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে শীর্ষস্থানীয়।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ধরনসরকারি বিশ্ববিদ্যালয়স্থাপিত1976 ( বিশ্ববিদ্যালয় চালু ১১সেপ্টেম্বর ১৯৯৯)আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যমো. আবুল কাসেমডীন৯ Institute=1(Institute of Research and Training(IRT)
অ্যাকাডেমিক কর্মকর্তা
293 জন
প্রশাসনিক কর্মকর্তা
৫৫০ জনশিক্ষার্থী১২০০০অবস্থানদিনাজপুর,  বাংলাদেশশিক্ষাঙ্গন১৩৫ একর(৫৫'হেক্টর), শহর হতে ০৯ কিলোমিটার উত্তরে এবং ঢাকা-দিনাজপুর মহাসড়কের পশ্চিমেসংক্ষিপ্ত নামহাবিপ্রবি (HSTU)অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটwww.hstu.ac.bd
উইকিমিডিয়া | © ওপেনস্ট্রীটম্যাপ
ইতিহাসসম্পাদনা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ১৯৭৬ সালে এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনিস্টিটিউট (AETI) হিসেবে যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রী প্রদান করতো। ১৯৮৮ সালের ১১ নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অধিভুক্ত কলেজ ছিল। ১১ সেপ্টেম্বর ১৯৯৯ এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এটিই বিশ্ববিদ্যালয় দিবস। ২০০০ সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষে “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প” গ্রহণ করা হয়। ৮ জুলাই ২০০১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। ২০০২ সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ১৬ই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড: মো: মোশাররফ হোসাইন মিঞাঁ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটি উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজি। কোর্স-ক্রেডিট-সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত । বর্তমানে ৯ টি অনুষদের অধীনে ২৩ টি বিষয়ে সনদ প্রদান করা হয়, এর মধ্যে স্নাতক পর্যায়ে ৮ টি অনুষদে ২২ টি বিষয় এবং স্নাতকোত্তর পর্যায়ে একটি অনুষদে ২৮ টি বিষয় রয়েছে। বর্তমানে ক্যাম্পাসের আয়তন ১৩৫ একর।
ক্যাম্পাসসম্পাদনা
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন
ক্যাম্পাস এর পাশেই ঢাকা -দিনাজপুর মহাসড়ক অবস্থিত ৷ দিনাজপুর শহর হতে ক্যাম্পাস এর দূরত্ব মাত্র ১০ কি.মি.। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবুজ গাছপালার সমারোহ। আছে লাল-সাদা ইটের দৃষ্টিনন্দন সুবিশাল ভবন, আছে শহীদদের স্মরণে শহীদ মিনার, জিমন্যাশিয়াম, টিএসসি, ক্যান্টিন আছে।
অবকাঠামোর মধ্যে রয়েছে বৃহৎ কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ৫টি অ্যাকাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, ৫টি ছাত্র হোস্টেল(একটি বিদেশী শিক্ষার্থীদের), ৩টি ছাত্রী হোস্টেল, আধুনিক সাজসজ্জা বিশিষ্ট ১০০ আসনের একটি ভিআইপি সেমিনার কক্ষ, ৬০০ ও ২৫০ আসন বিশিষ্ট আরও দুটি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম। এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করতে রয়েছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্লাব,২টি মসজিদ, ১৩৬টি আবাসিক ইউনিট/ভবন,১টি শিশুপার্ক, পোষ্ট অফিস, রূপালী ব্যাংক শাখা, মেঘনা ব্যাংক শাখা, শ্রমিক ব্যারাক, সার্বাক্ষণিক ইন্টারনেট সুবিধা, নিজস্ব বৈদ্যুতিক লাইন,বৃহৎ খেলার মাঠ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা। গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয় ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি.)। আছে একটি ভি. আই. পি গেস্ট হাউস, হাবিপ্রবি স্কুল, ডাক্তার ও এ্যাম্বুলেন্সসহ ১২ শয্যার একটি মেডিক্যাল সেন্টারও। গবেষণালব্ধ থিসিস, রিপোর্ট, জার্নালের পাশাপাশি রয়েছে ২৫ হাজার বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি। দুষ্প্রাপ্য গাছ-গাছালির আকর্ষণীয় সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ বোটানিক্যাল গার্ডেন এবং বিভিন্ন বিভাগের তত্ত্বাবধানে গবেষণার জন্য জামপর্স্নাজম সেন্টার।
একাডেমিক কার্যক্রমসম্পাদনা
এ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়। প্রতি সেমিস্টার সমাপ্ত হয় ২১ সপ্তাহে। যেখানে ইংরেজি মাধ্যমে ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করা হয়। পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনের জন্য রয়েছে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা সফর। মেধাবীদের জন্য রয়েছে বিভিন্ন পদক ও বৃত্তির ব্যবস্থা। একাডেমিক কার্যক্রম বছরে ২টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়।
অনুষদ ও ডিসিপ্লিন সমূহসম্পাদনা
এই বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের অধীন ২৩টি স্নাতক ডিগ্রী এবং পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের অধীন ৩২টি স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করে।
স্নাতকোত্তর ডিসিপ্লিন সমূহসম্পাদনা
কৃষি অর্থনীতিউদ্যানবিদ্যামৃত্তিকাবিজ্ঞানপতঙ্গবিজ্ঞানউদ্ভিদ রোগবিদ্যাজিনতত্ত্ব এবং উদ্ভিদ প্রজননফসল শারীরবিদ্যা এবং বাস্তুবিদ্যাকৃষি সম্প্রসারণকৃষি রসায়নকৃষি বনায়ন ও পরিবেশপরিসংখ্যানজৈব রসায়ন এবং জৈবাণুবিজ্ঞানমৎস্য জীববিজ্ঞান ও জিনতত্ত্বমৎস্য ব্যবস্থাপনাখাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণখাদ্য প্রকৌশল ও প্রযুক্তিখাদ্য বিজ্ঞান ও পুষ্টিজৈবাণুবিজ্ঞানরোগবিদ্যা ও পরজীববিদ্যাডেইরি ও পোল্ট্রি বিজ্ঞানঅঙ্গব্যবচ্ছেদবিদ্যা ও জীবদেহের তন্তুবিন্যাসবিদ্যাসাধারণ প্রাণী বিজ্ঞান ও পুষ্টিজিনতত্ত্ব এবং পশু প্রজননচিকিৎসা, শল্য এবং ধাত্রীবিদ্যাশারীরবিদ্যা ও ঔষধসংক্রান্ত বিজ্ঞানব্যাবস্থাপনাঅর্থশাস্ত্রবিপণনহিসাবরক্ষণফার্ম পাওয়ার এন্ড মেশিনারিজইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্টইংরেজী
স্নাতক ডিসিপ্লিন সমূহসম্পাদনা
প্রকৌশল অনুষদসম্পাদনা
খাদ্য এবং প্রক্রিয়াজাতকরণ প্রকৌশলকৃষি প্রকৌশলস্থাপত্যবিদ্যাসিভিল প্রকৌশলযন্ত্র প্রকৌশল
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদসম্পাদনা
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলইলেক্ট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশলইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক প্রকৌশল
ব্যবসায় শিক্ষা অনুষদসম্পাদনা
মার্কেটিংএকাউন্টিংম্যানেজমেন্টফিন্যান্স ও ব্যাংকিং
কৃষি অনুষদসম্পাদনা
এগ্রিকালচার
মৎস্য অনুষদসম্পাদনা
ফিসারিজ
ভেটেরিনারি এবং প্রাণী অনুষদসম্পাদনা
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন
বিজ্ঞান অনুষদসম্পাদনা
পদার্থবিদ্যারসায়নগণিতপরিসংখ্যান
সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদসম্পাদনা
ইংরেজিঅর্থনীতিসমাজবিজ্ঞানডেভেলপমেন্ট স্টাডিজ
আবাসন
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"
একটি মন্তব্য পোস্ট করুন