পটুয়াখালি বিশ্ববিদ্যালয়
রবিবার, ২১ জুলাই, ২০১৯
Comment
পটুয়াখালি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি দেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম নব্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। ধরন সরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত ২৬ ফেব্রুয়ারি ২০০২
আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ
অবস্থান পটুয়াখালী , বাংলাদেশ
শিক্ষাঙ্গন ৭২ একর
সংক্ষিপ্ত নাম পবিপ্রবি (PSTU)
অধিভুক্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট www.pstu.ac.bd
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পটুয়াখালি বিশ্ববিদ্যালয় "
একটি মন্তব্য পোস্ট করুন