চার্লস ডিকেন্স্
শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
Comment
(৭ ফেব্রুয়ারি, ১৮১২ –৯ জুন, ১৮৭০)

ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক ও সমাজ সমালোচক চার্লস ডিকেন্স ১৮১২ সালের ৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের পোর্টসমাউথে জন্মগ্রহণ করেন। তিনি শিশু অধিকার, শিক্ষা ও সমাজ সংস্কার নিয়ে কাজ করেছেন। তার উপন্যাসে ভিক্টোরিয়ান ইংল্যান্ডের চমৎকার চিত্র পাওয়া যায়। তিনি জীবদ্দশাতেই জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। মৃত্যুর পরও জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে। তার বই কখনো আউট অব প্রিন্ট হয়নি। সমাজের অসঙ্গতি ও করুণ চিত্র বোঝাতে কোনো কোনো চরিত্রের ক্ষেত্রে ডিকেন্সিয়ান শব্দটা ব্যবহৃত হয়।
তার পুরো নাম চার্লস জন হাফ্যাম ডিকেন্স। তার বাবার নাম জন ডিকেন্স ও মা এলিজাবেথ নিবারো। ডিকেন্সের শৈশব কাটে কেন্টের চাতামে। মায়ের কাছেই লেখাপড়ায় প্রথম হাতেখড়ি। চাতামের উইলিয়াম গিলস স্কুলে লেখাপড়া করেন। এরপর তারা চলে যান কেন্টের ক্যামডেনে।
ডিকেন্সের বাবা ছিলেন নৌবিভাগের কেরানি। সংসারে অভাব-অনটন তাই লেগেই থাকত। দেনার দায়ে ১৮২৪ সালে তাকে যেতে হয় মার্শালসি জেলখানায়। পরিবারের আর্থিক কারণে স্কুল ছেড়ে চার্লস কাজ নেন ওয়ারেন ব্ল্যাকিং ওয়্যারহাউস নামের এক জুতা পলিশের কারখানায়। প্রতিদিন ১০ ঘণ্টা জুতা পলিশের বোতলে লেবেল লাগাতেন, সপ্তাহ শেষে পেতেন ৬ সিলিং। কিছুদিন পরে জন ডিকেন্সের দাদি মারা যান। তিনি তার জন্য ৪৫০ পাউন্ড রেখে যান। দেনা শোধ করে জন ডিকেন্স জেলখানা থেকে মুক্তি পান। এরপর ওয়েলিংটন হাউস একাডেমি স্কুলে ভর্তি হন চার্লস। কিন্তু নিয়মানুবর্তিতা ও শিক্ষকদের নির্মম আচরণের জন্য স্কুল ছাড়েন।
১৮২৭ সালের মে মাসে হলবোর্ন কোর্টে জুনিয়র কেরানি হিসেবে চাকরি নেন ডিকেন্স। ১৮২৮ সালের নভেম্বরে শুরু করেন সাংবাদিকতায় পড়াশোনা ও প্রশিক্ষণ। ১৮৩৪ সাল থেকে মর্নিং ক্রনিকল পত্রিকার মাধ্যমে শুরু করেন সাংবাদিকতার চাকরি, পরে ‘হাউস হোল্ড ওয়ার্ড’ পত্রিকার সহকারী সম্পাদক হন। ১৮৩৬ সালে চার্লস ক্যাথেরিন থমসন হগার্থকে বিয়ে করেন। তার সন্তানসংখ্যা ছিল ১০।
ডিকেন্স ৯ বছর বয়সে পড়েন ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকদের বই। বিশ্বসাহিত্যেরও স্বাদ পান সে সময়। এখান থেকেই তার সাহিত্যের প্রতি অনুরাগের জন্ম। ১৮৩৩ সালে লেখা প্রথম গল্পের শিরোনাম ‘আ ডিনার অ্যাট পপলার ওয়ার্ক’, ছাপা হয় লন্ডনের মান্থলি ম্যাগাজিনে। ১৮৩৬ সালের মার্চ থেকে শুরু করেন ধারাবাহিক উপন্যাস ‘দ্য পিকউইক পেপারস’। এ উপন্যাসে স্যাটায়ার ও সমাজকে দেখার সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তাকে সাহিত্যিকের স্বীকৃতি এনে দেয়। এরপর একের পর এক লিখেন বিখ্যাত সব বই। সে সব গল্পের অধিকাংশেরই প্রেরণা তার বেড়ে ওঠার দিনগুলো। লিখেছেন ১৫টি উপন্যাস, ৫টি উপন্যাসিকা, শতাধিক ছোটগল্প ও অন্য বিষয়ে অনেক প্রবন্ধ। তার উল্লেখযোগ্য সৃষ্টি হল— স্কেচেস বাই বজ, দ্য ওল্ড কিউরিওসিটি শপ, অলিভার টুইস্ট, নিকোলাস নিকোলবি, বার্নাবি রাজ, আ ক্রিসমাস ক্যারোল, মার্টিন চাজলউইট, আ টেল অব টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, দ্য গ্রেট এক্সপেকটেশন, ব্ল্যাক হাউস, লিটল ডরিট, হার্ড টাইমস, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, দ্য পিকউইক পেপারস ইত্যাদি। তার অনেক উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। বেশির ভাগ উপন্যাসই বাংলায় অনূদিত হয়েছে।
চালর্স ডিকেন্সের বেশির ভাগ লেখা পত্রিকায় মাসিক কিস্তিতে প্রকাশিত হতো। যা তার বইকে জনপ্রিয় করে তোলে। একটি কিস্তি প্রকাশের পর পরবর্তী অধ্যায়গুলো রচনা করতেন। এর জন্য তিনি পাঠকদের প্রতিক্রিয়া লক্ষ্য করতেন, সেভাবে পরের কিস্তি লিখতেন। অধ্যায়গুলোর শেষটুকু হতো রহস্যময়, যার জন্য পাঠকরা পরবর্তী কিস্তিটি পড়ার জন্য মুখিয়ে থাকত।
বাস্তবতা, রসবোধ, গদ্যসৌকর্য, চরিত্রচিত্রণের দক্ষতা ও সমাজ চেতনার জন্য লিও টলস্টয়, জর্জ অরওয়েল, জিকে চেস্টারটনসহ অনেকে ডিকেন্সের লেখার উচ্চ প্রশংসা করেন। অন্যদিকে ভাবপ্রবণতা ও অবাস্তব কল্পনার অভিযোগ আনেন হেনরি জেমস, ভার্জিনিয়া উলফসহ অনেকে।
চালর্স ডিকেন্স ১৮৭০ সালের ৯ জুন ইংল্যান্ডের হাইহ্যামে মারা যান।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "চার্লস ডিকেন্স্"
একটি মন্তব্য পোস্ট করুন