নির্ঝর আবাসিক এলাকা
শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
Comment
নির্ঝর আবাসিক এলাকাটি ঢাকার ক্যান্টনমেন্ট এর কেন্দ্রীয় মসজিদের সন্নিকটে অবস্থিত। মূলত আর্মি অফিসারদের জন্য বানানো এই আবাসিক এলাকাটি এখনও নির্মাণাধীন বিধায় জনসাধারনের জন্য জায়গাটি উন্মুক্ত নয়। নির্ঝর আবাসিক এলাকার মধ্যে রয়েছে বিনোদনের ব্যবস্থা। লেকের দু’দিকে রয়েছে নান্দনিক পরিবেশ। সৈনিকদের শিশু সন্তানদের জন্য রয়েছে পার্ক, খেলাধুলার ব্যবস্থা। লেকের মধ্যে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের ব্রিজ ও ত্রিবেণী রেস্টুরেন্ট। সেনাপরিবার কল্যাণ সমিতির নবনির্মিত ভবনটি আধুনিক ডিজাইনে করা।
কিভাবে যাবেনঃ
ঢাকার যে কোন স্থান থেকে সিএনজি করে এখানে আসা যায়। এছাড়া মিরপুর-উত্তরা বাসে ইসিবি চত্তরে নেমে এখানে আসা যায়।
কিভাবে যাবেনঃ
ঢাকার যে কোন স্থান থেকে সিএনজি করে এখানে আসা যায়। এছাড়া মিরপুর-উত্তরা বাসে ইসিবি চত্তরে নেমে এখানে আসা যায়।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নির্ঝর আবাসিক এলাকা"
একটি মন্তব্য পোস্ট করুন