হোসেনী দালান
শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
Comment
প্রায় ৩০০ বছরের পুরানো ইমামবাড়া বা হোসেনী দালান যা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত যা শিয়া সম্প্রদয়ের একটি উপসনালয়। অনুমানিক ১৭শ শতকে মোগল সম্রাট শাহজাহানের সময়ে এটি নির্মিত হয়। ভবনটি মূলত কারাবালার প্রান্তরে ঈমাম হোসেনের শাহাদাৎ বরনের স্মরনে নির্মান করা হয়।
যানজট আর ভিড়ের ভয়ে অনেকেই আমরা পুরান ঢাকায় যেতে চাই না। তাই হয়ত অনেক দর্শনীয় স্থানগুলো থেকে যায় অদেখা। তবে যে কোনো ছুটির দিনে যখন যানজটের ভয় নেই, তখন ঘুরে আসতে পারেন পুরান ঢাকার হোসেনী দালান থেকে। বিশেষ করে যারা ইতিহাস ও ঐতিহ্যের অনুরাগী তাদের জন্য খুব আকর্ষণীয় একটি স্থান হোসেনী দালান। প্রকৌশল বিশ্ববিদ্যালয় / বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ থেকে খুব বেশী দূরে নয় এই হোসেনী দালান। এই দালানের প্রবেশ দ্বার দিয়ে ঢুকলেই বড় বাগান, শিয়া সম্প্রদায়ের কবর ও মূল স্থাপনা চোখে পড়বে। ভবনের পিছনের দিকে আছে দীঘি। দীঘির পাড়ে বসে কাটাতে পারেন কিছুটা সময়। হোসেনী দালানের বেশির ভাগ ছবি পিছন দিক দিয়ে তোলা। কারন পিছের দিকে ভবনের একটা চমৎকার ভিউ পাওয়া যায়। একটা ছুটির দিন চলে যেতে পারেন।
প্রতিবছর মহরম মাসের ১ ধেকে ১০ তারিখে আশুরা উপলক্ষ্যে জমজমাট হয়ে ওঠে হোসেনী দালান। তখন এখানে নানা রকম আচার অনুষ্ঠান হয়। এখান থেকেই মহরমের তাজিয়া মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সেসময় এ এলাকার চারপাশে মেলাও বসে।
জাতীয় জাদুঘরে হোসেনী দালানের একটি চমৎকার রেপ্লিকা রয়েছে যা পুরোটি রূপা দিয়ে তৈরি। হোসেনী দালান ছাড়াও পুরান ঢাকা থেকে ঘুরে আসতে পারবেন আশে পাশের গুরুত্বপূর্ণ ইতিহাসিক স্থাপনা গুলো, যেমন – আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা ইত্যাদি।
পরিদর্শনের সময়সূচীঃ
প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত খোলা থাকে।
কিভাবে যাবেনঃ
সিএনজি, রিকশা বা টেম্পোযোগে চাখাঁরপুল যাওয়া যায়। ইমামাবাড়া হোসেনী দালান পুরনো ঢাকার নিমতলী ও চানখাঁরপুল এলাকার হোসেনী দালান রোডে অবস্থিত।
যানজট আর ভিড়ের ভয়ে অনেকেই আমরা পুরান ঢাকায় যেতে চাই না। তাই হয়ত অনেক দর্শনীয় স্থানগুলো থেকে যায় অদেখা। তবে যে কোনো ছুটির দিনে যখন যানজটের ভয় নেই, তখন ঘুরে আসতে পারেন পুরান ঢাকার হোসেনী দালান থেকে। বিশেষ করে যারা ইতিহাস ও ঐতিহ্যের অনুরাগী তাদের জন্য খুব আকর্ষণীয় একটি স্থান হোসেনী দালান। প্রকৌশল বিশ্ববিদ্যালয় / বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ থেকে খুব বেশী দূরে নয় এই হোসেনী দালান। এই দালানের প্রবেশ দ্বার দিয়ে ঢুকলেই বড় বাগান, শিয়া সম্প্রদায়ের কবর ও মূল স্থাপনা চোখে পড়বে। ভবনের পিছনের দিকে আছে দীঘি। দীঘির পাড়ে বসে কাটাতে পারেন কিছুটা সময়। হোসেনী দালানের বেশির ভাগ ছবি পিছন দিক দিয়ে তোলা। কারন পিছের দিকে ভবনের একটা চমৎকার ভিউ পাওয়া যায়। একটা ছুটির দিন চলে যেতে পারেন।
প্রতিবছর মহরম মাসের ১ ধেকে ১০ তারিখে আশুরা উপলক্ষ্যে জমজমাট হয়ে ওঠে হোসেনী দালান। তখন এখানে নানা রকম আচার অনুষ্ঠান হয়। এখান থেকেই মহরমের তাজিয়া মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সেসময় এ এলাকার চারপাশে মেলাও বসে।
জাতীয় জাদুঘরে হোসেনী দালানের একটি চমৎকার রেপ্লিকা রয়েছে যা পুরোটি রূপা দিয়ে তৈরি। হোসেনী দালান ছাড়াও পুরান ঢাকা থেকে ঘুরে আসতে পারবেন আশে পাশের গুরুত্বপূর্ণ ইতিহাসিক স্থাপনা গুলো, যেমন – আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা ইত্যাদি।
পরিদর্শনের সময়সূচীঃ
প্রতিদিন সকাল ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত খোলা থাকে।
কিভাবে যাবেনঃ
সিএনজি, রিকশা বা টেম্পোযোগে চাখাঁরপুল যাওয়া যায়। ইমামাবাড়া হোসেনী দালান পুরনো ঢাকার নিমতলী ও চানখাঁরপুল এলাকার হোসেনী দালান রোডে অবস্থিত।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "হোসেনী দালান"
একটি মন্তব্য পোস্ট করুন