আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়


বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত সরকারি বিশ্ববিদ্যালয়

অন্য ভাষায় পড়ুননজর রাখুনসম্পাদনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্তরুপঃ জবি বা জেএনইউ) বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। পূর্বতন জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু। অধ্যাপক ড: এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ১৮৫৮ সালে এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। এখানে প্রায় ২৩,০০০ ছাত্র-ছাত্রী এবং ১,০০০ জন শিক্ষক রয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়নীতিবাক্যশিক্ষা, ঈমান, শৃঙ্খলাধরনসরকারিস্থাপিত২০০৫আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যঅধ্যাপক ড. মীজানুর রহমান[১]

অ্যাকাডেমিক কর্মকর্তা

প্রায় ৯৬০

প্রশাসনিক কর্মকর্তা

প্রায় ৮৫০শিক্ষার্থী২৩,০০০অবস্থানঢাকা, বাংলাদেশ ২৩°৪২′৩৭″ উত্তর৯০°২৪′৪০″ পূর্বশিক্ষাঙ্গনশহুরে (নতুন ক্যাম্পাস) দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর গ্রামে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে।ওয়েবসাইটjnu.ac.bd



উইকিমিডিয়া | © ওপেনস্ট্রীটম্যাপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ছয়টি অনুষদে ৩৬ টি বিভাগ ও ০২ টি ইনস্টিটিউট রয়েছে।

লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদসম্পাদনা

ফার্মেসী বিভাগমাইক্রোবায়োলজি বিভাগবায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগজেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগরসায়ন বিভাগপ্রাণিবিদ্যা বিভাগউদ্ভিদ বিজ্ঞানবিভাগভূগোল ও পরিবেশ বিভাগবিজ্ঞান অনুষদকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগণিত বিভাগপদার্থ বিজ্ঞান বিভাগপরিসংখ্যান বিভাগমনোবিজ্ঞান বিভাগবিজনেস স্টাডিজ অনুষদহিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগফিনান্স বিভাগমার্কেটিং বিভাগম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগসামাজিক বিজ্ঞান অনুষদগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগঅর্থনীতি বিভাগফিল্ম এন্ড টেলিভিশন বিভাগনৃবিজ্ঞান বিভাগসমাজ বিজ্ঞান বিভাগসমাজকর্ম বিভাগলোক প্রশাসন বিভাগরাষ্ট্রবিজ্ঞান বিভাগকলা অনুষদবাংলা বিভাগইংরেজি বিভাগনৃবিজ্ঞান বিভাগদর্শন বিভাগইতিহাস বিভাগইসলামিক স্টাডিজ বিভাগইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগচারুকলা ও গ্রাফিক্স বিভাগনাট্যকলা ও সংগীত বিভাগআইন অনুষদআইন বিভাগভূমি আইন ও ব্যবস্থাপনা

ইন্সটিটিউটসম্পাদনা

ইন্সটিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ(IML) ।ইন্সটিটিউট অফ এডুকেশন এন্ড রি ইতিহাসসম্পাদনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অব্যবহিত প্রাক্তন নাম জগন্নাথ কলেজ, এই নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। ১৮৭২ সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। উল্লেখ্য কিশোরীলাল রায় শিক্ষাবিস্তারে আগ্রহী ছিলেন।[২]

১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এসময় এটিই ছিল ঢাকার উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থাগারের বই পুস্তক, জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সাজাতে জগন্নাথ কলেজ গ্রন্থাগারের ৫০ ভাগ বই দান করা হয়। জগন্নাথ কলেজে আই,এ, আই,এসসি, বি,এ (পাস) শ্রেণী ছাড়াও ইংরেজি, দর্শন ও সংস্কৃতি অনার্স এবং ইংরেজিতে মাস্টার্স চালু করা হলেও ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তা বন্ধ করে দেয়া হয় এবং ইন্টারমিডিয়েট কলেজে অবনমিত করা হয় জগন্নাথকে। পুরানো ঢাকার নারী শিক্ষায় বাধা দূর করতে ১৯৪২ সালে সহশিক্ষা চালু করা হয়। ১৯৪৮সালে তা বন্ধ করে দেয়া হয়। পরে ১৯৪৯ সালে আবার এ কলেজে স্নাতক পাঠ্যক্রম শুরু হয়।১৯৫২ সালে ভাষা আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ রফিকউদ্দিন (ভাষা শহীদ রফিক) আত্মত্যাগ করেন । ১৯৬৩ সালে অধ্যক্ষ সাইদুর রহমান পুনরায় কো-এডুকেশন চালু করেন। ১৯৬৮ সালে এটিকে সরকারীকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারী মর্যাদা লাভ করে। ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশের মাধ্যমে এটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়। বর্তমানে মোট ছয়টি অনুষদের অধীনে ৩৬ টি বিভাগের ও ২টি ইন্সিটিউটের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম চলছে। ২০শে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "জগন্নাথ বিশ্ববিদ্যালয় "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel