বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
রবিবার, ২১ জুলাই, ২০১৯
Comment
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহশহরে অবস্থিত। দেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভূক্ত। মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
লাতিন: Bangladesh Agricultural Universityধরনসরকারি বিশ্ববিদ্যালয়স্থাপিত১৮ আগস্ট ১৯৬১আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যপ্র. ড. মো. আলী আকবরডীন৬
অ্যাকাডেমিক কর্মকর্তা
৫৩০শিক্ষার্থী৪,২৯৬ (ছেলে- ৩৩২৯, মেয়ে-৯৬৭)ঠিকানাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২২০২, ময়মনসিংহ, বাংলাদেশশিক্ষাঙ্গন৪৮৫ হেক্টর (1250 একর)সংক্ষিপ্ত নামবাকৃবি (BAU)অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটbau.edu.bd
উইকিমিডিয়া | © ওপেনস্ট্রীটম্যাপ
ইতিহাসসম্পাদনা
১৯৬১ সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামে দু’টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ নামে তৃতীয় অনুষদের যাত্রা শুরু হয়। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়।[১]
ভেটেরিনারি অনুষদসম্পাদনা
ভেটেরিনারি অনুষদ আটটি বিভাগ নিয়ে গঠিত। সেগুলো হল -
শারীরস্থান এবং তন্তুবিন্যাসবিদ্য হিস্টোলজি বিভাগশারীরবিদ্যা বিভাগঅণুজীববিজ্ঞান এবং স্বাস্থ্যবিধি বিভাগফার্মাকোলজি বিভাগপরজীববিদ্যা বিভাগরোগবিদ্যা বিভাগমেডিসিন বিভাগসার্জারি ও ধাত্রীবিদ্যা বিভাগ
কৃষি অনুষদসম্পাদনা
কৃষি অর্থনীতি বিভাগমৃত্তিকা বিজ্ঞান বিভাগপতঙ্গবিজ্ঞান বিভাগউদ্যানবিদ্যা বিভাগউদ্ভিদের রোগবিদ্যা বিভাগফসল উদ্ভিদবিদ্যা বিভাগজেনেটিক্স এবং উদ্ভিদ প্রজনন বিভাগকৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগকৃষি রসায়ন বিভাগজীববিজ্ঞান বিভাগপদার্থবিদ্যা বিভাগরসায়ন বিভাগভাষা বিভাগকৃষি বন বিভাগবায়োপ্রযুক্তি বিভাগপরিবেশ বিজ্ঞান বিভাগ
পশুপালন অনুষদসম্পাদনা
পশু প্রজনন ও জেনেটিক্স বিভাগপশু বিজ্ঞান বিভাগপশু পুষ্টি বিভাগপোল্ট্রি বিজ্ঞান বিভাগদুগ্ধ বিজ্ঞান বিভাগ
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদসম্পাদনা
কৃষি অর্থনীতি বিভাগকৃষি অর্থ বিভাগকৃষি পরিসংখ্যান বিভাগসহযোগিতা ও বিপণন বিভাগগ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগ কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদসম্পাদনা
খামার কাঠামো বিভাগখামার শক্তি ও যন্ত্রপাতি বিভাগসেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগখাদ্য প্রযুক্তি ও গ্রামীণ শিল্প বিভাগকম্পিউটার বিজ্ঞান এবং গণিত বিভাগ
মৎসবিজ্ঞান অনুষদসম্পাদনা
মৎস্য জীববিজ্ঞান ও জেনেটিক্স বিভাগঅ্যাকক্যাকালচার বিভাগমৎস্য ব্যবস্থাপনা বিভাগমৎস্য প্রযুক্তি বিভাগ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়"
একটি মন্তব্য পোস্ট করুন