আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(সংক্ষিপ্তরূপঃ 'পাবিপ্রবি', বা 'পাস্ট') বাংলাদেশেরএকটি উচ্চ সরকারি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিভাগের অন্তর্গত পাবনা জেলায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি পাবনা জেলার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের ২৯ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৭ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ০৫ জুন ২০০৮ সালে। ২০০৯ সাল থেকে ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স চালু হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ধরনসরকারি বিশ্ববিদ্যালয়,স্থাপিত০৫ জুন ২০০৮আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদউপাচার্যঅধ্যাপক এম রোস্তম আলী [১]শিক্ষার্থী২৭০০ (আনু.)অবস্থানপাবনা,  বাংলাদেশশিক্ষাঙ্গনশহুরেসংক্ষিপ্ত নামPUSTঅধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটwww.pust.ac.bd

উইকিমিডিয়া | © ওপেনস্ট্রীটম্যাপ

অবস্থানসম্পাদনা

পাবনা শহরের ৫ কিলোমিটার পূর্ব দিকে রাজাপুর নামক স্থানে ঢাকা-পাবনা মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ৩০ একর জমির উপর স্থাপিত হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি।

ইতিহাসসম্পাদনা

বাংলাদেশ সরকার ২০০১ সালের ১৫ জুলাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ প্রণয়ন করার মাধ্যমে পাবনা জেলার নগরবাড়ী মহাসড়কের উত্তর পাশে গয়েশপুর ধোপাঘাটা নামক স্থানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ২০০৮ সালের ১২ অক্টোবর জারি করা হয় এসআরও (নং ২৭৮)। শুরুতে রাজাপুরের টিটিসি ক্যাম্পাসকে এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে পাবনা শহরের ৫ কিলোমিটার পূর্ব দিকে রাজাপুর নামক স্থানে মূল ক্যাম্পাস চালু করা হয়। ২০০৯ সালের ৫ জুন এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, বীর উত্তম। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি মূল ক্যাম্পাসে আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম উদ্বোধন করেন ইউজিসি-র চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

ক্যাম্পাসসম্পাদনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা শহরের রাজাপুর নামক স্থানে অবস্থিত। এটি পাবনা-ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত। এর মূল আয়তন ৩০ একর। এখানে ৫ টি অনুষদে মোট ২১ টি বিভাগ রয়েছে। এখানে ৭ টি ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে ।

অনুষদ ও বিভাগসম্পাদনা

মোট ৫টি অনুষদে মোট ২১টি বিভাগ রয়েছে। এখানে ৭টি ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদসম্পাদনা

ইঞ্জিনিয়ারিং ভবন

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসিভিল ইঞ্জিনিয়াররিং বিভাগআর্কিটেকচার বিভাগইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগইলেক্ট্রনিক ও টেলিকমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগনগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

বিজ্ঞান অনুষদসম্পাদনা

গণিত বিভাগপদার্থ বিজ্ঞান বিভাগভূগোল ও পরিবেশ বিভাগফার্মেসী বিভাগরসায়ন বিভাগপরিসংখ্যান বিভাগ

বাণিজ্য অনুষদসম্পাদনা

ব্যবসায় প্রশাসন বিভাগট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ

কলা ও সমাজ বিজ্ঞান অনুষদসম্পাদনা

বাংলা বিভাগসমাজকর্ম বিভাগলোক প্রশাসন বিভাগইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগইংরেজি বিভাগঅর্থনীতি বিভাগ

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel