জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রবিবার, ২১ জুলাই, ২০১৯
Comment
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৬৯৭.৫৬ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থবিষয়ক, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদ এবং ৪ টি ইনস্টিটিউট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম ড. ফারজানা ইসলাম। উপাচার্য ড.ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ২ রা মার্চ থেকে দায়িত্ব পালন করছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ধরনপাবলিক বিশ্ববিদ্যালয়স্থাপিত১৯৭০আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদপ্রভোস্ট১৬উপাচার্যড. ফারজানা ইসলামঅধ্যক্ষ০১ডীন৬
অ্যাকাডেমিক কর্মকর্তা
৭৫৫(২০১৪)শিক্ষার্থী১৬,৭৮১(২০১৪) [১]স্নাতক১০,৯৮৩(২০১৪)স্নাতকোত্তর৩,৫০১(২০১৪)
ডক্টরেট শিক্ষার্থী
২,২৭৪(২০১৪)ঠিকানাসাভার, ঢাকা, ঢাকা, বাংলাদেশ
২৩.৮৮২৪° উত্তর ৯০.২৬৭১° পূর্বশিক্ষাঙ্গন৬৯৭.৫৬ একরসংক্ষিপ্ত নামজাবি(JU)অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনওয়েবসাইটjuniv.edu
অনুষদসমূহসম্পাদনা
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬ টি অনুষদের অধীনে ৩৫ টি বিভাগ রয়েছে।[৭]
এগুলো হল -
সমাজবিজ্ঞান অনুষদসম্পাদনা
অর্থনীতি বিভাগভূগোল ও পরিবেশ বিভাগসরকার ও রাজনীতি বিভাগনৃবিজ্ঞান বিভাগনগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগলোকপ্রশাসন বিভাগ
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদসম্পাদনা
গণিত বিভাগপরিসংখ্যান বিভাগরসায়ন বিভাগপদার্থবিজ্ঞান বিভাগভূতাত্বিক বিজ্ঞান বিভাগকম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগপরিবেশ বিজ্ঞান বিভাগ
কলা ও মানবিকী অনুষদসম্পাদনা
বাংলা বিভাগইংরেজি বিভাগইতিহাস বিভাগদর্শন বিভাগনাটক ও নাট্যতত্ত্ব বিভাগপ্রত্নতত্ত্ব বিভাগআন্তর্জাতিক সম্পর্ক বিভাগজার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগচারুকলা বিভাগ
জীববিজ্ঞান বিষয়ক অনুষদসম্পাদনা
উদ্ভিদবিজ্ঞান বিভাগপ্রাণিবিদ্যা বিভাগফার্মেসী বিভাগপ্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগমাইক্রোবায়োলজি বিভাগবায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগপাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদসম্পাদনা
ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগমার্কেটিং বিভাগএকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
আইন অনুষদসম্পাদনা
আইন ও বিচার বিভাগ
ইন্সটিটিউটসমূহসম্পাদনা
ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ-জেইউ)[৮]ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আই আই টি)ইনস্টিটিউট অব রিমোট সেনসিংবঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট
অন্যান্যসম্পাদনা
ভাষা শিক্ষা কেন্দ্রওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষনা কেন্দ্রইন্টারনেট ব্যবস্থাপনা কেন্দ্রসেন্টার অব এক্সিলেনস ইন টিচিং অ্যান্ড লার্নিং
১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।[২][৩] ১৯৭৩ সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।[২] ঢাকা শহরের মুঘল আমলের নাম
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়"
একটি মন্তব্য পোস্ট করুন