আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ২৮ জুন: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৮ জুন: ইতিহাসের আজকের এই দিনে

আজ ২৮ জুন: ইতিহাসের আজকের এই দিনে

একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২৮ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৯তম (অধিবর্ষে ১৮০তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১২৬৬ - মুসতানসির বিল্লাহ আব্বাসীয় খিলাফত লাভ করেন।
১৩৮৯ - অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে।
১৬৫৭ - দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।
১৭৫৭ - মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।
১৮২০ - প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয়।
১৮৩৮ - ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক ঘটে।
১৯১৯ - জার্মান ও মিত্রজোটের ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
১৯৫৪ - জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।
১৯৬৩ - ক্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন।
১৯৬৭ - ইসরাইল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল হয়।
১৯৭৬ - ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে।
১৯৭৬ - আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত হয়।
১৯৭৮ - পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।
১৯৯৬ - তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান ডেমিরেলের ৭৩ বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত হয়।

জন্ম:
১৪৭৬ - পোপ চতুর্থ পল।
১৪৯১ - অষ্টম হেনরি, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
১৫৭৭ - পিটার পল রুবেনস, তিনি ছিলেন ফ্লেমিশ চিত্রশিল্পী ও কূটনীতিক।
১৭১২ - জঁ-জাক রুসো, তিনি ছিলেন সুইজারল্যান্ডীয় দার্শনিক।
১৮৬৭ - লুইগি পিরান্ডেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক, কবি ও নাট্যকার।
১৮৭৩ - অ্যালেকসিস কারেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী।
১৮৮৩ - পিয়েরে লাভাল, তিনি ছিলেন ফরাসি সৈনিক, রাজনীতিক ও ১০১ তম প্রধানমন্ত্রী।
১৮৯৪ - গোকুলচন্দ্র নাগ, তিনি ছিলেন ‘কল্লোল’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক।
১৯০১ - মণি সিংহ, তিনি ছিলেন কমিউনিস্ট নেতা।
১৯০৬ - মারিয়া গ্যোপের্ট-মায়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯২১ - ভারতের পি. ভি. নরসিমা রাও, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী।
১৯২৬ - মেল ব্রুক্স, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯২৮ - জন স্টুয়ার্ট বেল, তিনি ছিলেন আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।
১৯২৭ - ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
১৯৩০ - উইলিয়াম সেসিল ক্যাম্পবেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী।
১৯৪০ - অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
১৯৪৩ - ক্লাউস ফন ক্লিৎসিং, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯৫৭ - ক্যাথলিন ক্যাথি ক্রস, তিনি নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার ও আইসিসি মনোনীত আম্পায়ার।
১৯৬৬ - জন পল কুস্যাক, তিনি আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৭১ - ফাবিয়ঁ বার্থেজ, তিনি সাবেক ফরাসি ফুটবলার।
১৯৭১ - এলন রিভ মাস্ক, তিনি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী।
১৯৮৫ - ফিলিপ ফিল অ্যান্টোনিও বার্ডসলে, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:
০৫৪৮ - প্রথম থিওডোরা, তিনি ছিলেন বাইজেন্টাইন জাষ্টিনিয়ানের স্ত্রী।
০৫৭২ - আল্বোইন, তিনি ছিলেন লোম্বারডের রাজা।
০৭৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ ইতালিয়ান পোপ প্রথম পল।
১৩৮৫ - আন্ড্রোনিকস চতুর্থ পালাইওলোগোস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
১৫৮৬ - প্রিময টরুবার, তিনি ছিলেন স্লোভেনীয় লেখক ও সংস্কারক।
১৫৯৮ - আব্রাহাম অরটেলিউস, তিনি ছিলেন ফ্লেমিশ মানচিত্রকর ও ভূগোলবিদ।
১৮৩৬ - জেমস ম্যাডিসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি।
১৮৩৯ - মহারাজা রণজিৎ সিং, তিনি ছিলেন পাঞ্জাব কেশরী এর রাজা।
১৯১৭ - স্টেফান লুচিয়ান, তিনি ছিলেন রোমানিয়ান চিত্রশিল্পী।
১৯৩৬ - আলেকজান্ডার বেরকমান, তিনি ছিলেন আমেরিকান লেখক ও সমাজ কর্মী।
১৯৭৫ - রড সেরলিং, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
১৯৮৬ - হাজী মোহাম্মদ দানেশ, তিনি ছিলেন অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা।
১৯৯২ - মিখাইল তাল, তিনি ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন লাতভিয় দাবাড়ু।
২০০১ - জোয়ান সিমস, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।
২০০৯ - এ. কে. লোহিত দাস, তিনি ছিলেন ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১২ - রবার্ট সাবায়টিয়ার, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি।


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৮ জুন: ইতিহাসের আজকের এই দিনে"

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel