আজ ২৯ জুন: ইতিহাসের আজকের এই দিনে
সোমবার, ২৯ জুলাই, ২০১৯
Comment
২৯ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮০তম (অধিবর্ষে ১৮১তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি:
১৬১৩ - শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।
১৭৫৭ - লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।
১৮০৭ - রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।
১৮১৭ - ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।
১৮৬৮ - প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।
১৯১৩ - নরওয়েতে মহিলাদের ভোটাধিকার প্রদান।
১৯১৩ - বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।
১৯৪৬ - বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা।
১৯৬০ - জায়ারের স্বাধীনতা লাভ।
১৯৬৬ - মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।
১৯৭৬ - ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।
১৯৯২ - আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।
জন্ম:
১৮৫৮ - পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।
১৮৬৪ - স্যার আশুতোষ মুখোপাধ্যায়।
১৯২০ - ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ ।
১৯২৫ - একাডেমী অ্যাওয়ার্ড বিজয়ী আমেরিকান অভিনেত্রী কারা উইলিয়ামস।
১৯৩৮ - বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।
১৯৪৫ - শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।
১৯৮০ - বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।
মৃত্যু:
১৮৭৩ - মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।
১৮৮৬ - ফ্রান্সের বিখ্যাত চিত্র শিল্পী এডলফ মন্টিসেলি।
১৯৬৬ - খ্যাতনামা বৌদ্ধ ধর্ম বিশারদ দামেদার কোশাম্বী।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ২৯ জুন: ইতিহাসের আজকের এই দিনে"
একটি মন্তব্য পোস্ট করুন