আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০১ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০১ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০১ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০১ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে  
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৪তম (অধিবর্ষে ২৭৫তম) দিন। বছর শেষ হতে আরো ৯১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি
৩৩১ (খ্রিস্টপূর্ব) এই দিনে আলেকজান্ডার গোগামেলার যুদ্ধে পারসিয়ার তৃতীয় দারিউসকে পরাজিত করেন।
৯১১ - কনস্টান্টিনোপল অবরোধকালে, চার্চ অফ সেন্ট মেরি অফ ব্লাকারনেতে থিওটোকোস আবির্ভূতা হন এবং সেন্ট অ্যান্ড্রু অফ কনস্টান্টিনোপল সহ সকল বিশ্বাসীর উপর তাঁর বস্ত্র মেলে ধরেন।
৯৬৯ - এডগার অফ ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
১১৮৯ – গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন।
১৭৮০ - কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়।
১৭৮৭ – সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
১৭৯১ – ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন।
১৭৯২ - ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
১৭৯৫ - ফ্রান্স বেলজিয়াম দখল করে নেয়।
১৭৯৬ – বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়।
১৮৩৮ - প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।
১৮৫৪ - ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।
১৮৬৪ - পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।
১৮৬৯ - অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৮৮৭ - ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।
১৯০৯ - ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।
১৯২৭ - রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।
১৯৪৬ - ন্যুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।
১৯৪৯ - গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।
১৯৫৫ - প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।
১৯৬০ - ব্রিটেনের কাছ থেকে নাইজেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৭৪ - যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু হয়।
১৯৮৫ - ইসরাইলের জঙ্গী বিমানগুলো তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র দপ্তরে হামলা চালায়।
১৯৮৮ - মিখাইল গরবাচভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পাটির্র সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৯ - বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান ।
১৯৯০ - সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯০ - আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী জন স্টুয়ার্ট বেল মৃত্যুবরণ করেন।
১৯৯৪ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।
১৯৯৫ - শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা মৃত্যুবরণ করেন।
১৯৯৯ - বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।
২০০১ - কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়।
২০০১ - বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের বিপুল বিজয়।
২০০৫ - বোমা হামলায় ইন্দোনেশিয়ার বালিতে ২৩ জনের প্রাণহানি ঘটে।

জন্ম
১৫০৭ - ইতালির স্থপতি জাকোমাদা ভিনিওয়ালা।
১৮৬১ - চিকিৎসক স্যার নীলরতন সরকার।
১৮৮১ - বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং।
১৮৯৫ - পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।
১৯০৬ - শচীন দেব বর্মন, প্রখ্যাতসঙ্গীত শিল্পী।
১৯২৪ - আবদুল মালেক উকিল, একজন বাংলাদেশী আইনজীবি এবং রাজনীতিবিদ।
১৯২৪ - জিমি কার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি।
১৯৩৬ - ডানকান এডওয়ার্ডস, একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
১৯৪০ - কবি, প্রাবন্ধিক মনজুরে মাওলা।
১৯৪৩ - ছড়াকার সিরাজুল ফরিদ।

মৃত্যু
১৬৮৪ - প্রখ্যাত ফরাসী ক্লাসিক থিয়েটারের জনক কবি ও নাট্যকার পিয়েরে কর্ণাইল।
১৯১৮ - স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস।
১৯২৭ - খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।
১৯৪৭ - স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।
১৯৮৭ - মাওলানা আবদুর রহিম।
১৯৮৮ - ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ঙ চিন।
১৯৯০ - জন স্টুয়ার্ট বেল, আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।
২০০০ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।
২০১৩ - মার্কিন লেখক টম ক্ল্যানসি।

আন্তর্জাতিক প্রবীণ দিবস৷


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০১ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel