আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০২ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০২ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০২ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০২ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে 
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৫তম (অধিবর্ষে ২৭৬তম) দিন। বছর শেষ হতে আরো ৯০ দিন বাকি রয়েছে।


ঘটনাবলি:
• ১১৮৬ - ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।
• ১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
• ১৭৮০ - মার্কিন স্বাধীনতা আন্দোলন জন এ্যান্ড্রে কে ফাঁসি দেওয়া হয়।
• ১৭৯০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
• ১৮৬৮ - কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।
• ১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
• ১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
• ১৯৩৫ - মুসোলিনীর নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া ) আক্রমণ ঘটে।
• ১৯৪১ - জার্মানীর নাৎসী বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারী করে।
• ১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
• ১৯৫৮ - ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
• ১৯৭২ - বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।
• ১৯৭৭ - ঢাকা সেনানিবাস ও বিমান বন্দরে সেনা বিদ্রোহ ঘটে এতে বিমান বাহিনীর ১১ জন অফিসার নিহত হন।
• ১৯৭৯ - ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।
• ১৯৮৩ - বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্বপ্রকাশ ঘটে।
• ১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
• ১৯৯৫ - বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।
• ১৯৯৬ - মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।
• ১৯৯৬ - প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রবিাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ৭০ জন নিহত হয়।
• ২০০২ - তেহরানে ইরান ও কুয়েতের মধ্রে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম:
• ১৫৩৮ - চার্লস বরমেও, তিনি ছিলেন ইতালিয়ান অঙ্কবাচক ও সেন্ট।
• ১৬৯৬ - অটোমান সম্রাট প্রথম মাহমুদ জন্মগ্রহন করেন।
• ১৮৪৭ - পল ভন হিন্ডেনবার্গ, পোলিশ বংশোদ্ভূত জার্মান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
• ১৮৮৯ - খ্যাতনামা অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী জন্মগ্রহন করেন।
• ১৮৫২ - উইলিয়াম রামসায়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংরেজ রসায়নবিদ।
• ১৮৬৯ - মহাত্মা গান্ধী, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।
• ১৮৭১ - করডেল হুল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্য ৪৭তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব।
• ১৮৯৬ - লিয়াকত আলি খান, তিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।
• ১৯০৪ - গ্রাহাম গ্রীন, তিনি ছিলেন খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।
• ১৯০৭ - আলেক্সান্ডার রবার্টাস টড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ব্যারন টড ও স্কটিশ প্রাণরসায়নী।
• ১৯১৭ - খৃস্টান ডি ডুভে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান সাইটোলগিস্ট ও প্রাণরসায়নবিদ।
• ১৯৩৩ - স্যার জন বার্ট্রান্ড গার্ডন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।
• ১৯৫০ - পার্সিস খামবাট্টা, তিনি একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।
• ১৯৬৪ - ফারুক মাহফুজ আনাম, তিনি একজন বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী, যিনি জেমস নামে পরিচিত।
• ১৯৭৮ - আয়ুমি হামাসাকি, তিনি জাপানি কন্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
• ১৯৮৪ - মারিওন বারতোলি, তিনি ফরাসি টেনিস খেলোয়াড়।

মৃত্যু:
• ০৫৩৪ - আটালারিক, তিনি ছিলেন ইতালিয়ান রাজা।
• ১৮৫০ - সারাহ বিফফেন, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী।
• ১৮৫৩ - ফ্রাঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও ২৫ তম প্রধানমন্ত্রী।
• ১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মা মুত্যুবরণ করেন।
• ১৯১৭ - অক্ষয়চন্দ্র সরকার, তিনি ছিলেন বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক।
• ১৯২৭ - সভান্টে অগস্ট আরেনিউস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ।
• ১৯৪৭ - পি. ডি. অউস্পেনস্কাই, রাশিয়ান বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।
• ১৯৮১ - হ্যারি গোল্ডেন, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৯৮৭ - পিটার মিডাওয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী ও প্রাণিবিজ্ঞানী।
• ১৯৯৬ সালে এই দিনে বুলগেরিয়ার কমিউনিস্ট যুগের পরবর্তী প্রথম প্রধানমন্ত্রী আন্দ্রেই লুখানভ নিহত হন।
• ২০০৭ - ক্রিস্টোফার ডেররিক, তিনি ছিলেন ইংরেজ লেখক ও সমালোচক।
• ২০১৩ - কারে অরনুং, তিনি ছিলেন নরওয়েজিয়ান পিয়ানোবাদক ও শিক্ষক।

দিবস: আন্তর্জাতিক অহিংস দিবস ৷


বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০২ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel