আজকে প্রকাশিত চাকরির পরীক্ষার নোটিশ গুলো পাবেন

আজ ০৬ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৬ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

আজ ০৬ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে
আজ ০৬ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে 
একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। আর চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। প্রতিটা দিন ইতিহাসে কোন না কোন কারনে জায়গা করে নিয়েছে। প্রতিটি দিন সাক্ষী হচ্ছে নতুন নতুন ইতিহাসের। পৃথিবীর এত মানুষের মাঝে কারো কাছে আজকের দিনটি বিশেষ কারো কাছে চাওয়ার / পাওয়ার / কষ্টের / সুখের। যাই হোক আসুন দেখে নিই আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৬ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৯তম (অধিবর্ষে ২৮০তম) দিন। বছর শেষ হতে আরো ৮৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:
১৭০২ - ফোর্ট উইরিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।
১৭৬৯ - ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
১৮৬০ - ভারতীয় দন্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে।
১৯০৮ - বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।
১৯১৮ - তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম।
১৯২৮ - চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।
১৯৭২ - মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হযে় ২০৮ জন নিহত হন।
১৯৭৩ - ইসরাইলের সঙ্গে মিশর-সিরিয়ার যুদ্ধ শুরু হয়।
১৯৭৬ - থাইরেন্ডে সামরিক অভ্যূত্থান অনুষ্ঠিত হয়।
১৯৯৫ - বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুাক্ত স্বাক্ষরিত হয়।

জন্ম:
১৮৮৭ - লে করবুসিয়, তিনি ছিলেন সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
১৮২০ - জেনি লিন্ড, তিনি ছিলেন সুইডিশ সরু ও অভিনেত্রী।
১৮৩১ - রিচার্ড ডেডেকিন্ট, তিনি ছিলেন জার্মান গণিতবিদ।
১৮৯৩ - মেঘনাদ সাহা, তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ।
১৯০৩ - আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক।
১৯০৮ - মোহাম্মদ মোদাব্বের, তিনি ছিলেন সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক।
১৯৩০ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।
১৯৩১ - রিকার্ডো গিয়াকনি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।
১৯৩৪ - আবুল মাল আবদুল মুহিত, তিনি বাংলাদেশী অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক।
১৯৪৬ - জন ক্রেইগ ভেন্টার, তিনি মার্কিন জীববিজ্ঞানী।
১৯৪৬ - টনি গ্রেগ, তিনি ছিলেন ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।
১৯৬৬ - নিয়াল কুইন, তিনি সাবেক আইরিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৬ - অলিভিয়া থিরল্বয়, তিনি আমেরিকান অভিনেত্রী।
১৯৮৯ - শফিউল ইসলাম সুহাস, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
০৮৭৭ - চার্লস টাক, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৬৬০ - পল স্কারন, তিনি ছিলেন ফরাসি কবি ও লেখক।
১৮৯২ - লর্ড আলফ্রেড টেনিসন, তিনি ছিলেন ব্রিটিশ কবি।
১৯১২ - অগাস্ট মারি ফ্রাঙ্কইস বেরনাইয়েরট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।

মৃত্যু:
১৯৫১ - অট্টো ফ্রিটজ মেয়ারহফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট।
১৯৬২ - টড ব্রাউনিং, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৮১ - মুহাম্মদ আনোয়ার আল সাদাত, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
১৯৯২ - বিল ও’রিলি, তিনি ছিলেন বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৯৯ - আমালিয়া রডরিগুয়েজ, তিনি ছিলেন পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।
২০১২ - আন্তোনিও থিসনেরস, তিনি ছিলেন একজন পেরুদেশীয় কবি।



বিপ্লব, বিপ্লব পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর, বিপ্লব হলদিবাড়ী পার্বতীপুর দিনাজপুর,

পোস্টটি লিখেছেন☞☞মোঃ-বিপ্লব পার্বতীপুর ০১৭৮৭৯১৮৮৮
                               BIPLOB
কপি করবেন না☞☞করলে সোর্স উল্লেখ্য করে করবেন। ধন্যবাদ।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আজ ০৬ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে "

একটি মন্তব্য পোস্ট করুন

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel